দিন কয়েক পরপরই উইন্ডোজ হালনাগাদ হতে
দেখা যায়। উইন্ডোজ আপডেট চালু থাকলে
এই হালনাগাদ আপনার অজান্তে
স্বয়ংক্রিয়ভাবেই হতে থাকে। এটা আপনার
কম্পিউটারের নিরাপত্তার জন্যই। তবে
কম্পিউটার বন্ধ করার সময়টায় এই
হালনাগাদ করা সফটওয়্যার যখন ইনস্টল
নেওয়া শুরু করে তখন তাড়াহুড়ার সময়টায়
মাঝেমধ্যে খুব বিরক্তিকর মনে হয়। চাইলেই
হালনাগাদ ইনস্টল ছাড়াই কম্পিউটার বন্ধ
করা যায়।
যেভাবে বুঝবেন
উইন্ডোজ ৭ এবং সর্বশেষ সংস্করণ উইন্ডোজ
১০-এ সমস্যাটি বেশি দেখা যায়।
কম্পিউটার বন্ধের সময় স্টার্ট মেন্যুতে
গিয়ে যদি Shutdown লেখার সামনে কমলা
রঙের শিল্ড ওয়ার্নিং আইকন দেখায় তবে

তাতে ক্লিক করলে আপডেট ইনস্টল হয়ে
তারপর কম্পিউটার বন্ধ হবে।
যেভাবে বন্ধ করবেন
যখন দেখবেন যে আপডেট করবে এমন
দেখাচ্ছে তখন বিকল্পভাবে কম্পিউটার
বন্ধ করতে পারেন। এ জন্য বেশ কয়েকটি
পদ্ধতি অবলম্বন করতে পারেন।
 Windows Key + D চেপে ডেস্কটপে আসুন।
এবার Alt + F4 বোতাম দুটি একসঙ্গে চাপুন।
Shut Down Windows ডায়ালগ বক্স দেখাবে।
এবার পুলডাউন মেন্যু থেকে Shut down
নির্বাচন করে ওকে চাপুন।
 Windows key + L চেপে লক স্ক্রিনে যান।
কম্পিউটারে একজন ব্যবহারকারীর
অ্যাকাউন্ট থাকলে সরাসরি এবং একাধিক
ব্যবহারকারীর অ্যাকাউন্ট থাকলে Swicth
User চেপে নিচে ডান কোনায় পাওয়ার
আইকনের পাশের অ্যারো চিহ্নে ক্লিক
Shut down অপশনে ক্লিক করলে আপডেট
ইনস্টল ছাড়াই কম্পিউটার বন্ধ হবে।
 আরও দ্রুত কম্পিউটার বন্ধ করতে চাইলে
কমান্ড প্রম্পটে শাটডাউন কমান্ড চালিয়ে
বন্ধ করতে পারেন। এ জন্য Windows key + R
চেপে Run চালু করুন। এখানে cmd লিখে
এন্টার করুন। কমান্ড প্রম্পট চালু হলে
shutdown/s/f/t 0 (শেষে শূন্য) লিখে এন্টার
করলে কম্পিউটার দ্রুত বন্ধ হয়ে যাবে।
এখানে একটি কথা বলে রাখা ভালো,
কম্পিউটার ঠিকঠাক চলার জন্যই উইন্ডোজ
আপডেট চালু রাখা জরুরি। পরে সময় সুযোগ
বুঝে আপডেট করে নিতে ভুলবেন না। 😉

2 thoughts on "শাটডাউনের সময় বিরক্তিকর আপডেট?"

  1. misba161616 Contributor says:
    apni prothom alo teke copy marsen naki tara apnar teke copy marse,,,,eta valo na,ontoto credit to diben!!
    1. PrInCe OnToR Author Post Creator says:
      এইজে ভাই কপি করছি ভালো কপি না করলে সবাই দেখতে পাইত?

Leave a Reply