উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের পর্দার নিচের ডান কোনায় অনেক সময় Test Mode Windows 7 Build 7601 বা Build 7600 লেখা জলছাপ দেখা যায়। উইন্ডোজ ৭ যদি টেস্ট মোডে থাকে, তবে এমন বার্তা দেখায়। কম্পিউটারে চলা অ্যাপলিকেশন বা ড্রাইভারগুলো যদি Digitally Signed by Microsoft না হয়, তবে এমনটা হয়। মাইক্রোসফটের ফিক্স ইট টুল দিয়ে ঠিক করা গেলেও আপনি চাইলে আরও সহজে কমান্ড প্রম্পট ব্যবহার করে এটি ঠিক করতে পারেন।
যা করতে হবে: প্রথমে অ্যাডমিনিস্ট্রেটর রাইটস দিয়ে উইন্ডোজ ৭-এর কমান্ড প্রম্পট খুলতে হবে। এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে CMD লিখুন। কমান্ড প্রম্পটে মাউসের ডান বোতামে ক্লিক করে Run as administrator নির্বাচন করুন। অথবা কমান্ড প্রম্পট নির্বাচিত অবস্থায় কি-বোর্ডের Ctrl+Shift+Enter একসঙ্গে চাপুন। User account control থেকে অনুমতি চেয়ে একটি বার্তা আসবে। OK করুন। কমান্ড উইন্ডোতে ‘bcdedit/set TESTSIGNING OFF’ লিখে এন্টার বোতাম করুন। কমান্ড লেখায় একটুও এদিক-সেদিক হওয়া চলবে না। প্রথম কমান্ডটি সম্পন্ন হলে কমান্ড উইন্ডোতে আবার ‘shutdown-r’ লিখে এন্টার চাপলে কম্পিউটার রিস্টার্ট করার অনুরোধ দেখাবে। কম্পিউটার চালু হওয়ার পর থেকে ডেস্কটপ আর আগের মতো জলছাপ দেওয়া বার্তা দেখাবে না।

Facebook Contact

Leave a Reply