CMD কমান্ড


সবাইকে সালাম জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।।
cmd চালু করার নিয়মঃ
★★এটা সবাই জানেন। Wndows button+ R এবং CMD লিখে সার্চ করুন। তারপর রান করুন।
→→ ১। IPCONFIG
এই কমান্ডের দ্বারা কম্পিউটার এর আইপি সম্পর্কিত সকল তথ্য পাবেন।
→→ ২। PING
এর দ্বারা আপনি আপনার কম্পিউটারের ইন্টারনেট সম্পর্কিত তথ্য দেখতে পারবেন। মানে ইন্টারনেট কাজ করছে কিনা তা দেখতে পারবেন। যেমন PING google.com লিখে এন্টার করলে যদি এর আইপি আসে বুজবেন ইন্টারনেট ঠিক আছে।
→→ ৩। RECIMG
এটা পিসির একটি হিডেন ফিচার। এর দ্বারা আপনি পিসির জন্যে কাস্টম রিকভারি ইমেজ তৈরি করতে পারবেন। এবং পিসির বোল্টওয়ার রিমুভ করে সেখানে আপনার পছন্দ মত থার্ড পার্টিরর এপ ব্যবহার করতে পারবেন।
→→৪। sfc /scannow
এটা উইন্ডোজ পিসির আরেকটি হিডেন ফিচার। এর মাধ্যমে আপনি পিসি ভাইরাস স্কান এবং ক্লিন করতে পারেন। প্রথমে CMD.exe Run as adminitrator এ চালান। তারপর sfc /scannow লিখে এন্টার করুন। কম্পিউটার আপনা আপনি স্কান ও ফিক্স করবে।
→→ ৫। wbadmin start backup
এর সাহায্যে আপনি আপনার পুরো সিস্টেমের ব্যাকাপ ইমেজ তৈরি করতে পারবেন।

Find me on:


7 thoughts on "[PC Trick]Windows পিসির জন্যে কয়েকটি CMD কমান্ড যা আপনার জানা থাকা উচিৎ।।।"

    1. SR Suzon Author Post Creator says:
      thanks
    2. rupok12 Contributor says:
      useful post…………keep it up….
  1. Tasnim Akondo Contributor says:
    আমার মনে হয় ট্রিকবিডির শেখার পরিবেশ টা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে,,এখন সবাই খালি ঝগরা করে,,টিউনাররা যদি এমন করে তাহলে স্প্যামাররা কি করবে?? 🙁 Admin You should remove some tuner & add some new tuner for save the environment of trickbd
    1. SR Suzon Author Post Creator says:
      ১০০% ঠিক
  2. Mosiurr Contributor says:
    [b]vai computer e kivabe WiFi chalu kore..[/b]

Leave a Reply