ধীরগতির হার্ডড্রাইভ থেকে দ্রুতগতির র্যামের দিকে
তথ্য চলাচল।
যত বেশি তথ্য প্রবাহ ঘটবে তত সময়ের
প্রয়োজন হবে। কম্পিউটার পুরনো হতে থাকলে তথ্য
প্রবাহের গতি দুর্বল হয়ে পড়ে।
কাজেই তথ্যের পরিমাণ
কমিয়ে আনতে হবে
। সবচেয়ে ভালো বুদ্ধি হলো,
কম্পিউটার চালু হতে স্টার্টআপ প্রোগ্রামের সংখ্যা
কমিয়ে আনতে হবে।
সাধারণ কম্পিউটারের বহু প্রোগ্রাম
শুরুতেই চালু হয়ে থাকে।
এটি বন্ধ করতে হবে।
বন্ধ করতে
স্টার্টমেনু থেকে অল প্র্রোগ্রামস এবং সেখানে থেকে
স্টার্টআপে যান। গুরুত্বপূর্ণ নয় এমন প্রোগ্রামগুলো
সেখান থেকে মুছে নিন।
এতে গতি অনেক বেড়ে যাবে
এবং দ্রুত চালু হবে।
করেন,আমি কারো পোস্ট কপি করি না,কপি
করা আমি hate করি,আমি ৬টা মতো পোষ্ট
করসি একটাও কপি না, পোস্ট গুলো আপনার
ভালো লাগলে তবেই আমাকে tunner করুন,,