আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি ও ক্রিয়েটিভ আর্টের জগতে Adobe Photoshop এক অপরিহার্য সফটওয়্যার। এটা আগেও যেমন অনেক ইউজ করা হতো, এখনো সমান তালে ইউজ করা হচ্ছে।  যুগের সাথে তাল মিলিয়ে এ্যাডোবি প্রতি বছর তাদের এই ফ্ল্যাগশিপ সফটওয়্যার টিকে আরও অপটিমাইজড ও স্ট্রং করে তুলছে।

২০২৫ এর এই নতুন আপডেটে অ্যাড হয়েছে বিশ্বে সাড়া জাগানো AI টুলস। এছাড়া রিয়েল-টাইম কোলাবোরেশন, আরো অপটিমাইজড পারফরম্যান্স সহ আরো বিভিন্ন রকমের নতুন ফিচার অ্যাড করা হয়েছে। আপনি জাস্ট কিছু ওয়ার্ড লিখেই পুরো ডিজাইন তৈরি করতে পারবেন! কিংবা এক ক্লিকে কোনো জটিল অবজেক্ট নির্বাচন করতে পারবেন নিখুঁতভাবে। Adobe Photoshop 25 এমন সব ফিচার অ্যাড করেছে। এটা ইউজার দের ক্রিয়েটিভিটি আরো বাড়িয়ে দেবে।

এই পোস্টে আমরা Adobe Photoshop 25 এর সাধারণ ফিচার, ২০২৫ সালের নতুন ফিচার ও এর সুবিধাগুলো বিস্তারিতভাবে জানবো ও ফ্রি তেই ফুল ভার্শন ডাউনলোড করার লিংক দিবো। তো চলুন শুরু করা যাক!

কি কি ফিচার পাচ্ছেন Adobe Photoshop এ?

বেসিক ইডিটিং ফিচার

  • Crop & Resize: ইমেজের অপ্রয়োজনীয় অংশ ক্রপ করে ফেলতে পারবেন ও রিসাইজ করে নিতে পারবেন।
  • Rotate & Flip: ইমেজ কে রোটেট বা ঘুরাতে পারবেন। যেমনঃ Clockwise, Counterclockwise, Flip Horizontal/Vertical ভাবে ঘুরানো।
  • Brightness & Contrast: ইমেজ এর ব্রাইটনেস ও কন্ট্রাস্ট ইডিট করতে পারবেন।
  • Exposure & Gamma Correction: ইমেজ এর এক্সপোজার ও শ্যাডো ডেভলপ করতে পারবেন।
  • Color Adjustments (Hue/Saturation, Levels, Curves): ইমেজের কালার টোন চেঞ্জ করতে পারবেন।
  • Auto Color, Auto Contrast, Auto Tone: অটোমেটিকাল্লি কালার ও লাইট ব্যালেন্স করে নিতে পারবেন

সিলেকশন টুল এর ফিচার

  • Marquee Tools (Rectangular, Elliptical, Single Row/Column): নির্দিষ্ট আকারের অংশ নির্বাচন করতে পারবেন।
  • Lasso Tools (Regular, Polygonal, Magnetic): ফ্রি-হ্যান্ড, পলিগনাল ও স্মার্ট সিলেকশন ইউজ করে ইমেজ কে সিলেক্ট করতে পারবেন।
  • Quick Selection Tool: ব্রাশের মাধ্যমে দ্রুত ইমেজের নির্দিষ্ট পার্ট সিলেক্ট করে নিতে পারবেন।
  • Magic Wand Tool: এই টুলের মাধ্যমে একই কালারের নির্দিষ্ট জায়গা দ্রুত সিলেক্ট করতে পারবেন।
  • Object Selection Tool: অটোমেটিক ভাবে অবজেক্ট সিলেক্ট করতে পারবেন।
  • Select and Mask: ইমেজের চুল বা কমপ্লিকেটেড পার্ট দ্রুত সিলেক্ট করে নিতে পারবেন।

লেয়ার & মাস্কিং ফিচার

  • Layers Panel: একাধিক লেয়ার ইউজ করে ইমেজ ও ডিজাইন তৈরি করে নিতে পারবেন।
  • Layer Styles (Blending Modes, Effects): লেয়ার মিক্সিং, স্ট্রোক, শ্যাডো ইত্যাদি ব্যবহার করে ইমেজ কে আরো ইনহ্যান্স করে নিতে পারবেন।
  • Layer Mask: নন-ডেস্ট্রাক্টিভ ভাবে আপনার পছন্দমতো ইমেজের কোনো অংশ লুকিয়ে রাখতে বা দেখাতে পারবেন।
  • Clipping Mask: অন্য লেয়ারের মাঝে ইমেজ বা টেক্সট ক্লিপ করতে পারবেন।
  • Adjustment Layers: কালার ও ইফেক্ট চেঞ্জ করার জন্য আলাদা লেয়ার ইউজ করতে পারবেন।

রি-টাচিং ফিচার

  • Spot Healing Brush: ইমেজের ছোট ছোট দাগ বা ব্রণ রিমুভ করে নিতে পারবেন।
  • Healing Brush Tool: ইমেজ থেকে দাগ মুছে ফেলতে পারবেন এই ব্রাশের মাধ্যমে।
  • Patch Tool: ইমেজের অনাকাঙ্ক্ষিত অংশ পরিবর্তন করে নিতে পারবেন এই টুলের মাধ্যমে।
  • Clone Stamp Tool: ইমেজের একটি অংশ কপি করে অন্য জায়গায় বসাতে পারবেন।
  • Content-Aware Fill: অটোমেটিক ভাবে ইমেজ এর আন-ওয়ান্টেড পার্ট বা অবাঞ্ছিত অংশ রিমুভ করে নিতে পারবেন।
  • Red Eye Tool: ছবিতে লাল চোখের প্রব্লেম দূর করতে পারবেন এই টুলের মাধ্যমে।

টেক্সট ফিচার

  • Type Tool: ইমেজের উপর টেক্সট অ্যাড করতে পারবেন।
  • Character & Paragraph Panel: ফন্ট, সাইজ, ক্রেনিং, লিডিং কন্ট্রোল ইত্যাদি এই টুলের মধ্যে পেয়ে যাবেন।
  • Text Warp: টেক্সট কে বাঁকাতে পারবেন, ওয়েভ টেক্সট বা টেক্সট এর আকৃতি পরিবর্তন করতে পারবেন।
  • 3D Text: 3D অপশনের মাধ্যমে 3D টেক্সট তৈরি করে নিতে পারবেন।

ফিল্টার & এফেক্ট

  • Blur Filters (Gaussian, Motion, Lens, Radial): ইমেজের নির্দিষ্ট অংশ ব্লার করতে পারবেন।
  • Sharpen Filters: ছবির ডিটেইল আরও শার্প করে তুলতে পারবেন।
  • Liquify Tool: মুখ বা বডির আকৃতি পরিবর্তন করে নিতে পারবেন।
  • Camera Raw Filter: প্রফেশনাল কালার গ্রেডিং ও এডিটিং করার সুবিধা পাবেন।
  • Oil Paint Filter: ইমেজ কে তৈলচিত্র বা অয়েল পেইন্ট এর মতো করে বানাতে পারবেন।
  • Vanishing Point: পার্সপেক্টিভ অনুযায়ী ইমেজ পরিবর্তন করতে পারবেন।
  • Neural Filters: AI বেইসড ইফেক্ট যেমন স্কিন স্মুথিং, স্টাইলাইজিং ইত্যাদি ব্যবহার করতে পারবেন।

ট্রানজিশন এফেক্ট

  • Smart Objects: স্মার্ট অবজেক্ট এর মাধ্যমে নন ডেস্ট্রাক্টিভ ইডিটিং করতে পারবেন।
  • Free Transform: ইমেজের সাইজ পরিবর্তন, ঘোরানো ইত্যাদি করতে পারবেন। এর শর্টকাট কি হলোঃ Ctrl + T ।
  • Warp & Perspective Transform: অবজেক্টের আকৃতি পরিবর্তন করে নিতে পারবেন।
  • Puppet Warp: ছবির নির্দিষ্ট অংশ মুভ করাতে পারবেন।

পেন টুল এর ফিচার

  • Pen Tool: একদম শার্প সিলেকশন ও কাস্টম শেপ তৈরি করে নিতে পারবেন।
  • Shape Tools : ডিজাইনের জন্য বেসিক শেপ ইউজ করতে পারবেন। যেমনঃ Rectangle, Ellipse, Polygon, Custom Shapes.
  • Path & Anchor Points: আপনার মন মতো প্যাথ বানিয়ে আকৃতির পরিবর্তন করে নিতে পারবেন।

ব্রাশ টুল এর ফিচার

  • Brush Tool: ডিজাইন, পেইন্টিং ও রিটাচিং করতে পারবেন।
  • Custom Brushes: নিজের মতো করে ব্রাশ তৈরি ও সেভ করতে পারবেন।
  • Eraser Tool : নির্দিষ্ট অংশ মুছে ফেলতে পারবেন। এখানে Regular, Background, Magic Eraser ইত্যাদি ইরেজার রয়েছে।
  • Smudge, Dodge, Burn Tools: ছবির অংশ ব্লার বা আনব্লার করতে পারবেন।

থ্রিডি ফিচার

  • 3D Modeling & Texturing: 3D অবজেক্ট তৈরি করতে পারবেন এই টুল দিয়ে।
  • Lighting & Shadows: 3D ইমেজের লাইট ও শ্যাডো ইডিট করতে পারবেন।
  • 3D Rendering: 3D ইফেক্টসহ রেন্ডার করে ইমেজ বানিয়ে নিতে পারবেন।

অটোমেশন টুলস

  • Actions Panel: এক ক্লিকে একাধিক কাজ সম্পন্ন করতে পারবেন।
  • Batch Processing: একাধিক ফাইল একসাথে ইডিট করার সুবিধা পাবেন।
  • Scripting & Plugins: কাস্টম স্ক্রিপ্ট ও এক্সটেনশন নিজের তৈরি করে বা ইচ্ছামতো ইউস করতে পারবেন।

Export & File Formats

  • JPEG, PNG, PSD, PDF, TIFF, GIF, BMP: বিভিন্ন ফরম্যাটে ইমেজ সেইভ করতে পারবেন।
  • Web & Print Optimization: ওয়েব বা প্রিন্টের জন্য ফাইল রেডি করে নিতে পারবেন।
  • Export As & Save for Web: ওয়েবের জন্য কমপ্রেসড ইমেজ তৈরি করে নিতে পারবেন।

Adobe Photoshop 25 এ নতুন কি কি ফিচার পাচ্ছেন?

রিয়েল-টাইম কোলাবোরেশন

Photoshop 25 এ সরাসরি Adobe Cloud এর মাধ্যমে অন্য ডিজাইনারদের সাথে লাইভ কোলাবোরেশনের সুযোগ বাড়ানো হয়েছে। এটি টিমওয়ার্ক আরো সহজ করে তুলবে।

অপটিমাইজড Object Selection Tool

এক ক্লিকে যেকোনো অবজেক্ট সিলেক্ট করা এখন আরো এফিশিয়েন্ট ও ফাস্টার হয়েছে।

ভিডিও এডিটিংয়ে নতুন মাত্রা

Photoshop 25 এ ভিডিও ইডিটিংয়ের জন্য আরো উন্নত টাইমলাইন ও ইফেক্টস যুক্ত করা হয়েছে। এগুলো আগে শুধুমাত্র Premiere Pro তেই পাওয়া যেত।

স্মার্ট স্ক্রিপ্টিং ও অটোমেশন

এই আপগ্রেডে আপনি স্ক্রিপ্টিং ইউজ করে অটোমেটিকাল্লি বিভিন্ন টাস্ক কমপ্লিট করতে পারবেন। আপনি প্রোফেশনাল ফটো ইডিটর হলে এটা আপনার কাজের গতি বাড়িয়ে দিবে।

ক্লাউড-বেইজড ফাইল শেয়ারিং ও AI চালিত ব্যাকআপ

Photoshop 25 এর ক্লাউড ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে কোনো ফাইল ডিলিট হয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার ঝুঁকি নেই।

এবার ডাউনলোড করার পালা।

ডাউনলোড লিংকঃ Click Here

ডাউনলোড লিংক 2: Click Here

ডাউনলোড করার পর জিপ ফাইল Extract করুন।

Zip Password: 123

এরপরঃ

সার্চ বার এ গিয়ে Windows Security লিখে সার্চ দিন।

এই লোগো যুক্ত অ্যাপ এ প্রবেশ করুন। এরপরঃ

এখানে প্রবেশ করুন। এরপরঃ

Manage setting এ প্রবেশ করুন। এরপরঃ

Real-Time protection অফ করে নিন।

এবার নোটিফিকেশন এ কিছু মেসেজ আসতে পারে। সেগুলো ইগ্নোর করুন।

এবার ফাইলে গিয়ে ডিস্ক ইমেজ ফাইল টি ওপেন করুন।

ওপেন করার পর Autoplay.exe ফাইলটি ওপেন করুন।

ওপেন করার পর ইনস্ট্রাকশন অনুযায়ী ইনস্টল দিন।

আর সবার শেষে আরেকটা কাজ আছে। Disk Image File ক্রিয়েট এর কারণে ফাইলে (This Pc তে) একটা নতুন ডিস্ক তৈরি হতে পারে। সেটা Eject করে দিন।

আবার আগের মতো উইন্ডোজ সিকিউরিটি তে গিয়ে রিয়াল টাইম প্রোটেকশন অন করে দিন, যাতে আপনার পিসি সেইফ থাকে।

আমার অন্যান্য পোস্ট দেখে আসতে পারেনঃ

যেকোনো প্রয়োজনেঃ ফেসবুকে আমি

আশা করি প্রোসেস গুলো বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

12 thoughts on "পিসির জন্য নিয়ে নিন ফটো ইডিটিং এর জন্য সেরা সফটওয়্যার Adobe Photoshop 25 একদম ফ্রি তে!"

  1. sojol Contributor says:
    Much needed post
    1. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      🤍
  2. sojol Contributor says:
    microsoft office apps ki vbe use k0rbo without subscription ?
  3. Robiul Contributor says:
    Download hy na. Aita dekhay.
    “”Sorry, you can’t view or download this file at this time.

    Too many users have viewed or downloaded this file recently. Please try accessing the file again later. If the file that you are trying to access is particularly large or is shared with many people, it may take up to 24 hours to be able to view or download the file. If you still can’t access a file after 24 hours, contact your domain administrator.””

    1. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      হয়তো অনেকে ডাউনলোড করার কারণে লিংক ডাউন হয়ে গিয়েছে। আপডেট করে দিচ্ছি।
  4. Johnny Contributor says:
    link kaj kortache nah
  5. Md Emon Sarkar Contributor says:
    vai download hoi na file update koren
  6. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
    Link updated
  7. zahirul Contributor says:
    এটাতে কি Adobe firefly/ generative Ai কাজ করে ?
  8. joy0909 Contributor says:
    to access firefly-powered features within adobe apps you must have genuine adobe apps

    Generate করতে গেলে ভাই এই লিখাটি আসে কেনো প্লিজ জানাবেন প্লিজ

  9. dipbindosarkar Contributor says:
    Without log in Generative fill and firefly kaj korbe??
  10. ARFAT Contributor says:
    Bhai apni sure Generative fill kaj kore crack version a?

Leave a Reply