আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন,
আশা করি ভালো আছেন।
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অন্যরকম একটি পোষ্ট টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি,
হ্যা আপনিও নিতে পারবেন মোবাইলের মতো করে আপনার সাধের পিসিতে স্ক্রিনশুট
চলুন শুরু করা যাক
প্রথমে আপনার কিবোর্ড থেকে windows key + print sys rq key
+
একসাথে চাপুন ব্যাস হয়ে গেলো মোবাইলের মতো
আপনার পিসিতেও স্ক্রিনশুট।, এখন কথা হলো আপনি যে স্কিনশুট টি নিলেন অই স্ক্রিনশুট টি কোথায় পাবেন।
প্রথমে আপনি আপনার ডেক্সটপের পিকচার নামের ফোল্ডারে যান অইখানে দেখবেন স্ক্রিনশুট নামে একটি ফোল্ডার পাবেন অইখানে আপনার নেওয়া স্ক্রিনশুট টি দেখতে পারবেন।
আজ এই পর্যন্ত পরবর্তী টিউনে দেখা হবে।
আর হ্যা কোন প্রকার সমস্য হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন
ফেসবুকে আমি
আর হ্যা আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে এখানে সকল প্রকার নতুন আপডেট ফ্রি নেট পোষ্ট করা হয় যদি ভালো লাগে গ্রুপ টিতে জয়েন করবেন, আশা করি উপকৃত হবেন।
ফেসবুক গ্রুপ
আজ এই পর্যন্ত
সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।
Spinning Tools দিয়েও হয় ওটাও দিতে পারতেন এর সাথে
আমি কি করব। প্লিজ spinning toll ট্রিক টা দেন