সুপ্রিয় ট্রিকবিডি কমিউনিটি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজের টিউন।
অনেক সময় আমাদের ভুলের জন্য আমাদের পিসি অথবা অ্যান্ড্রোয়েড ফোনের ম্যামরি হতে প্রয়োজনীয় ডেটা হারিয়ে যায় বা যে কোনো ভাবে ডিলিট হয়ে যায়, সেটা হোক ভুলে অথবা স্বেচ্ছায়। অনেক সময় আমরা ইচ্ছাকৃত ভাবেও ডিলিট করি। কিন্তু যখন ডিলিট করি তখন আমাদের অপ্রয়োজনীয় মনে হলেও পরবর্তীতে খুব বেশি প্রয়োজন পরে।
কিন্তু আফসোস করতে হয়। তো আজকের টিউনে এলাম অসাধারণ একট ডাটা রিকোভারি সফটওয়্যার।
আপনি যদি আপনার ডেটা রিকোভারি করতে চান তাহলে অবশ্যই এই সফটওয়্যার আপনার দরকার হবে। অন্যান্য সফটওয়্যার এর চাইতে এটা অত্যন্ত প্রফেশনাল ভাবে রিকোভারি করতে পারে। ডেটা মান খুব নিম্ন হলেও এই সফটওয়্যারটা রিকোভারি করতে সমস্যা করবে না। খুব টেকনিকাল বুদ্ধি দিয়ে সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে।
- তো একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ডিভাইজ থেকে রিকোভারি করা যাবেঃ
- Local and external hard drives
- Any portable storage media: USB Flash drives, SD cards, MicroSDs, MiniSDs, MMCs, Memory Sticks, etc.
- Disk images and virtual disksFAT/FAT32/ExFAT/NTFS/ReFS file systems of WindowsHFS+ and APFS file systems of macOSExt2/Ext3/Ext4, UFS/UFS2, XFS, ReiserFS, JFS, Btrfs file systems of LinuxZFS file system of SUN/FreeBSDVMFS file system of VMware ESX(i)
- Data recovery by known content: IntelliRAW™ with custom rules
ব্যবহার বিধি জেনে নিন
- Download & Unpack.rar
- Install Setup & Apply Fix to Crackand Enjoy!
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজের টিউন এখানেই শেষ করছি। আল্লাহ্ হাফেজ।
কোনো সমস্যা হলে জানাবেন।
অ্যাপ সাইজ কত?
Now newer better even best apps are available.