সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পোষ্ট শুরু করছি। কম্পিউটারের কীবোর্ডের কী নষ্ট হওয়া নতুন কোন কথা নয় বা নতুন কোন বিষয় নয়। এটা প্রায়ই হয়ে থাকে বা হতে পারে। তাই এই সমস্যায় যারা পড়েছেন বা যারা পড়তে পারেন তাদের জন্য আমার এই পোষ্ট। আমার ল্যাপটপের N কী নষ্ট তাই আমি প্রাক্টিক্যাল ভাবে আমার এই N কী সমস্যার সমাধান করার মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব যে কোন কী নষ্ট হলে কীভাবে ঠিক করবেন বা সমাধান করবেন।

প্রথমে আমাদের এই লিংক থেকে একটা ছোট্ট সফটওয়ার ( key tweaker-280kb) ডাউনলোড করে ইন্সটল করতে হবে। ইন্সটল করা হয়ে গেলে সফটওয়ার টি ওপেন করুন। ওপেন করার পর এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন:

এখানে Choose New Remapping নামে যে ড্রপডাউনা মেনু আছে সেখান থেকে আপনার যে কী টা নষ্ট সেটা নির্বাচন করুন। আমার ল্যাপটপের N কী নষ্ট তাই N কী নির্বাচন করেছি। এর পর Half Teach Mode বাটনে প্রেস করুন। ঠিক এই রকম:

এর পর এই রকম একটা উইন্ডো ওপেন হবে:

এখান থেকে Scan a Single Key বাটন প্রেস করুন। Scan a Single Key বাটন প্রেস করলে Scan a Single Key এর জায়গায় Press a key! লেখা শো করবে ঠিক এই রকম:

এবার আপনি যে কী টাতে (কীবোর্ডে অনেক কী থাকে যেটা সচরাচর আমাদের কাজে লাগে না) আপনার N কী মানে নষ্ট কী এড করতে চান সেটা চাপুন তাহলে অটোমেটিক Scancode এর জায় গায় কী নাম্বার ডিসপ্লে হবে এবং Destination Key এর জায়গায় আপনার নষ্ট কী টি সিলেক্ট করুন ঠিক এই রকম:

এবার Remap এ ক্লিক করুন। তাহলে এই রকম একটা উইন্ডো ওপেন হবে:

খান থেকে Apply করলে আপনার কম্পিউটার রিস্টার্ট চাইবে রিস্টার্ট করুন। আপনার কম্পিউটার রিস্টার্ট হয়েগেলে দেখুন আপনার নষ্ট কী টি যে কীতে রিম্যাপ করেছেন সেটিতে কাজ করছে।

এই রকম আরো অনেক টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

 

29 thoughts on "দেখে নিন আপনার কম্পিউটারের কীবোর্ডের যে কোন কী নষ্ট হলে যা করবেন।"

  1. Source Chowdhury Contributor says:
    ভালই তবে আমার পিসি নাই..কিন্তু কিছুতো জানলাম
    1. সিহাব সুমন Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া এমন গঠনমূলক মন্তব্য করার জন্য।
  2. Shadin Contributor says:
    কিছু স্ক্রিনশট দেখা যাচ্ছে না।
    1. সিহাব সুমন Author Post Creator says:
      ভাইয়া, ঠিক করে দিয়েছি। ধন্যবাদ জানানোর জন্য।
  3. Ashik Contributor says:
    Scancode 0 হইয়া গিছে, তখন ?
  4. Brightness baranor key ta kaj korena.ekhon eta ki think kora jabe.Kono dhoroner app Sara?
    1. সিহাব সুমন Author Post Creator says:
      ঠিক করা যাবে। প্রথমে আমি যেখানে N কী সিলেক্ট করেছি সেখানে আপনার নষ্ট কী টা সিলেক্ট করুন।
    2. Dokane Nile think korte parb
  5. Rabindra Barman Contributor says:
    অস্হির হয়ছে পোষ্টটা ??
    1. সিহাব সুমন Author Post Creator says:
      আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
    1. সিহাব সুমন Author Post Creator says:
      ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
    1. সিহাব সুমন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  6. sohag11 Contributor says:
    Amar To Nostto Hoyse Keyboard Disconnent Kore Dise
  7. Safaeit Hossain Author says:
    Nice post, Thank you.
  8. sonnasi Subscriber says:
    nice.. tnkx
  9. sonnasi Subscriber says:
    nice.. tnkx
    1. সিহাব সুমন Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ ভাই।
  10. App Rony Contributor says:
    সমস্যা হইলো, bios এ remaped কি কাজ করে না, only windows os এর ভেতরে কাজ করে ।
    1. সিহাব সুমন Author Post Creator says:
      ঠিক বলেছেন ভাই। এটা বায়োস এ কাজ করে না। শুধু OS এ কাজ করে।
  11. aminurr736 Contributor says:
    vai memory repair korar system janle ekta post den pls
    1. সিহাব সুমন Author Post Creator says:
      thank you viya.
  12. Nayem hasan Author says:
    অনেক ধন্যবাদ এরকম এপস সেয়ার করার জন্য।।। অনেক দিন পর ট্রিকবিডিতে আসলাম।। এখন আবার নিয়মিত হবো।।।
    1. সিহাব সুমন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।

Leave a Reply