সহজেই থিম আপলোড
করা যায়, সহজেই হাজারো প্লাগিন এবং অন্যান্য এক্সটেনশন ব্যাবহার করে সুন্দর সুন্দর ব্লগ
তৈরি করা যায়। এর জনপ্রিয়তার মুলে আরো একটি বিষয়
কাজ করে তা হল ওয়ার্ডপ্রেস একটি পিএইচপি
নির্ভর প্লাটফর্ম। কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগে থিম ইন্সটল করা যায়?
নতুনদের জন্য এটা একটা কমন বিষয় ।
তাই আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ব্লগকে কিভাবে নতুন নতুন থিম আপলোড করে
সাজানো যায়। নিম্নে এ সম্পর্কে চিত্র সহ
বিস্তারিত
আলোচনা উপস্থাপন করা হলো-
প্রথম ধাপঃ
প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের
এডমিনিস্ট্রেটর বিভাগে প্রবেশ করুন
অতঃপর
হাতের বাম দিকে > Appearance > Themes এ
ক্লিক করুন। এই পোস্টের উপরে সংযুক্ত
চিত্রটি
লক্ষ করুন তাহলে ভালভাবে বুঝতে
পারবেন।
দ্বিতীয় ধাপঃ
দ্বিতীয় ধাপে ইন্সটল থিম এ ক্লিক করুন
এবং তার
নিচে আপলোড বাটনে ক্লিক করুন । এখন
browse নামক মেনুটি ব্যাবহার করে আপনার

কম্পিউটারের যেখানে থিম ফাইলটি
রাখা হয়েছে
সেটি নির্বাচন করে দিন এবং ইন্সটল নাউ
বাটনে
ক্লিক করুন।
তৃতীয় ধাপঃ
তৃতীয় এবং সর্বশেষ ধাপে > Appearance >
Themes > Manage themes থেকে আপনার
আপলোডকৃত থিমটি একটিভ করুন ব্যাস এখন
ব্রাউজারে আপনার ওয়েবসাইটটি দেখুন
নতুন থিম
ইন্সটল করার কারনে সাইটটি নতুন আকার
ধারন
করেছে।
গুরুত্বপূর্ণ নোটঃ
ওয়ার্ডপ্রেসে থিম আপলোড করার পূর্বে
আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণরুপে ব্যাকআপ
নিন।
নতুন থিম আপলোড করার কারনে আপনার
উইজেটসমূহের উপরে প্রভাব পড়তে পারে
অর্থাৎ আপনার নতুন থিমের জন্য আপনার
ব্যাবহত
পুরাতুন উইজেটসমূহকে পুনরায় সাজাতে
হতে
পারে।
ওয়ার্ডপ্রেসে থিম আপলোড করার পূর্বে
লক্ষ রাখুন যেন থিমটিতে কোন ভাইরাস
না থাকে
কারন ভাইরাসযুক্ত থিম সহজেই আপনার
সাইটের
সর্বত্র ছড়িয়ে পড়তে পারে।
এছাড়াও এফটিপি ফাইল ম্যানেজার
ব্যাবহার করে
আমরা থিম ফাইল আমাদের সার্ভারে
আপলোড
করেও থিম চালু করতে পারি এসম্পর্কিত
তথ্য
আগামীতে প্রকাশিত হবে।
পরিশেষে, ওয়ার্ডপ্রেসে থিম আপলোড
করার
সময় সতর্ক থাকুন এবং থিম ইন্সটল
সম্পর্কিত
আপনার কোন সমস্যা নিঃসঙ্কোচে
নিম্নের
মন্তব্যের ঘরে জমা দিন। আপনার সমস্যা
সমাধানের যথাসম্ভব চেষ্টা করবো । ভাল থাকবেন।
সোর্সঃ BDtechBlog.CF

One thought on "কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগে থিম ইন্সটল করা যায়? নতুনরা অবশ্যই দেখবেন ।"

  1. RE ROFIQUL Contributor says:
    help me ami fist hosting e kothay themes install dibo… sshot shoh post korun pls

Leave a Reply