এটা নিয়ে মোটামুটি সবাই চিন্তায় থাকে।
কারন আপনার সাইট এর
আকার যদি বড় হয় তাহলে আপনার সাইট লোড হতে বেশি
সময় নিবে আর যদি আপনার সাইট লোড হতে বেশি সময়
নেয় তাহলে আপনি প্রতিদিন আপনার সাইট এর ভিসিটর
হারাবেন।
আর যদি আপনার সাইট নতুন হয় তাহলে তো আরও
বেশি প্রবলেম।
তাছাড়া সাইট এর স্পীড SEO এর জন্য ও
বড় একটা ব্যাপার। যাহোক আপনি চাইলে নিছের সামান্য কাজ
করে আপনার সাইট এর আকার অনেক কম করে নিতে
পারেন।
এতে আপনার সাইট এর স্পীড অনেক বেড়ে
যাবে।
নিছের কোড গুলো কপি করে আপনার সাইট এর
.htaccess এর একদম শেষে যোগ করে দিন।
এবার

দেখুন আপনার সাইট এর স্পীড আগের চেয়ে
বেরেছে কিনা।
তবে কোড অ্যাড করার আগে আপনার
সাইট এর স্পীড এবং সাইজ একবার চেক করে নিন এবং
কোড অ্যাড করার পড়ে আবার চেক করে দেখুন
তাহলে বুঝতে পারবেন। স্পীড চেক করতে এই সাইট
গুলতে যেতে পারেন।

http://tools.pingdom.com/fpt/
http://www.webpagetest.org/
http://gtmetrix.com/

Code:

# compress text, html, javascript, css, xml:
AddOutputFilterByType DEFLATE text/plain
AddOutputFilterByType DEFLATE text/html
AddOutputFilterByType DEFLATE text/xml
AddOutputFilterByType DEFLATE text/css
AddOutputFilterByType DEFLATE application/xml
AddOutputFilterByType DEFLATE application/xhtml+xml
AddOutputFilterByType DEFLATE application/rss+xml
AddOutputFilterByType DEFLATE application/javascript
AddOutputFilterByType DEFLATE application/x-javascript

AddType x-font/otf .otf
AddType x-font/ttf .ttf
AddType x-font/eot .eot
AddType x-font/woff .woff
AddType image/x-icon .ico
AddType image/png .png
AddType text/css .css

# Or, compress certain file types by extension:

SetOutputFilter DEFLATE
ধন্যবাদ সবাই ভালো থাকুন আরো অনে সুন্দর সুন্দর পোসট নিয়ে হাজির হবো সবাই আমার সাথেই থাকুন।
NewTopicBD.Com

Leave a Reply