আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় ভালো আছি।
আজকে আমি যেই টিউটোরিয়াল নিয়ে এসেছি তা হলো কিভাবে ওয়ার্ডপ্রেসে নিজের পারসোনাল ফ্রি ডোমেইন সেট করা যায়।
অনেকেই বিষয়টি জানেন। যারা জানেন তারা পোস্টটি পড়তে পারেন তবে কেও বাজে মন্তব্য করে নিজের পরিচয় দিয়ে যাবেননা
পোস্টের টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে এটা রিকুয়েস্টেড পোস্ট।ট্রিকবিডিতে এ নিয়ে পোস্ট আছে তবে তা wapka তে কিভাবে ফ্রি ডোমেইন সেট করা যায় তা নিয়ে।আর ওয়ার্ডপ্রেস নিয়েও আছে তবে তা বিস্তারিত নয়।
যা যা লাগবে
- ইন্টারনেট ব্রাউজিং করতে পারলেই হবে।তাই যারা একেবারে বিগিনার তারাও পারবেন।
মূল পোস্ট
আগেই বলে রাখি পোস্টটা একটু বড় হবে। আর আমি সবচেয়ে সহজ আর ভালো হোস্টিং সাইট থেকে হোস্ট নিয়ে ফ্রি. tk,.ml,.ga,.cf নিয়ে দেখাবো।
আমার আগের পোস্টে আমি একটি হোস্টিং সাইট সাজেস্ট করেছিলাম ওইটা থেকে হোস্ট নিলে প্রিমিয়াম ফিচার পাবেন।তবে ওইটা থেকে হোস্ট নেওয়ার প্রোসেস টা একটু লেন্থি তাই আমি Infinity free থেকে হোস্ট নিয়ে দেখাবো।আপনারা চাইলে 000freehost থেকেও নিতে পারেন।
আমার আগের পোস্ট এখানে
- প্রথমে আপনারা
infinity free host e গিয়ে লগিন করুন
লগিন করা না থাকলে রেজিস্টার করুন।কিভাবে রেজিস্টার করতে হয় না জানলে আমাকে ফলো করুন।সবচেয়ে ভালো হবে ক্রোম ব্রাউজার ব্যাবহার করলে।
তারপর নিচের দেখানো জায়গায় ক্লিক করুন
তারপর লগিনে ক্লিক করুন
নিচের মত আসবে।আগে থেকে একাউন্ট থাকলে ইনফরমেশন দিয়ে লগিন করুন।না থাকলে রেজিস্টার এ মারুন।
রেজিস্টার বাটনে মারলে নিচের মত আসবে।সব তথ্য সঠিক ভাবে দেওয়া লাগবে এমন না।আপনি চাইলে ফেক ইনফরমেশন দিতে পারবেন।তবে ইমেইল টা ঠিক রাখবেন ওইটাতে ভেরিফিকেশন কোড যাবে।তারপির ক্যাপচা ভেরিফাই করে iread and agree te টিক দিয়ে Sign up এ ক্লিক করুন।
সব ঠিক ঠাক মত হলে নিচের মত ইমেইল ভেরিফাই করতে বলবে। ওইখানে ক্লিক করুন।
আপনার ইমেইল এ একটা লিংক যাবে ওইটাতে ক্লিক করলে আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে এবং নিচের মত পেজ আসবে।ওইখানে দেখানো যায়গায় ক্লিক করুন।
এরপর আপনার ব্রাউজারে একটা নতুন ট্যাব খুলুন তারপর নিচের দেওয়া লিংকে যান।এইখান থেকে আমরা আমাদের ফ্রি ডোমেইন নেম নিবো।
গিয়ে লগিন করুন।আপিনার একাউন্ট না থাকলে সাইন আপ করুন।সাইন আপ করার প্রসেস টা সহজ তাই আমি আর দেখালাম না।
এরপর নিচের দেখানো জায়গায় register a new domain এ ক্লিক করুন
তারপর একটি ফাকা ঘর দেখতে পাবেন নিচের মত ওইখানে আপনার ওয়েবসাইটের নাম দিন যে নামে আপনি ওয়েবসাইট খুলতে চান।আমি bdtricksjone দিলাম আপনারাও আপনাদের পছন্দের নাম দিন।তারপর check availability তে ক্লিক করুন।
অনেকগুলো ডোমেইন দেখাবে।আপনার পছন্দমত ডোমেইন সেট করুন।আমার ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম।
checkout এ মারার পর 12 months free select করুন।
তারপর ওকে দিন
নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন।ওখানে আপনার তথ্য দিয়ে complete order এর দিন।
এক্ষেত্রে আপনার সঠিক তথ্য না দিলেও চলবে।আপনি ফেক তথ্য ব্যাবহার করতে পারেন।
আপনি আমার মত একটি অরডার নাম্বার পাবেন।চিত্রে দেখানো যায়গায় ক্লিক করুন।ব্যাস আপনার কাজ শেষ।এখন শুধু নেমসারভার সিলেক্ট করলেই হবে।
নেম সারভার সিলেক্ট করার জন্য my domains এ যান
তারপর আপনার ডোমেইন বের করে সেটিংস আইকনে ক্লিক করুন।
তারপর management tools থেকে nameservers সিলেক্ট করুন।
নেমসারভারগুলো হুবোহু নিচের মত এডিট করুন।তারপর change nameservers
একটা successful মেসেজ পাবেন।
এরপর আপনি আপনার ব্রাউজারের আগের ট্যাবে যান অর্থাৎ infinityfree তে যান এবং or use your own domain সার্চ বক্সে আপনার ওয়েবসাইটের নাম দিন যা আপনি freenom থেকে বানালেন।তারপর ওকে দিন।
অকে দেওয়ার পর আপনাকে অভিনন্দন বার্তা দেখাবে এবং আপিনার সাইটের ইউজারনেম এবং পাসওয়ার্ড দেখাবে।ক্যাপচা ভেরিফাই করে ক্রিয়েট একাউন্ট এ দিন।
আপনার একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।তারপর দেখানো যায়গায় ক্লিক করুন।
নিচের মত আসলে বুঝবেন আপনার কাজ প্রায় শেষ।আপিনার cpanel রেডি হতে ২-৩ মিনিট সময় লাগবে।২-৩ মিনিট পির নিচের পেজ রিফ্রেশ করুন।
তাহলে দেখবেন control panel নামে বাটন এক্টিভ হয়েছে।ওইখানে ক্লিক করুন।
ক্লিক করার পর যে পেজ পাবেন ওইখান থেকে softraculer apps installer খুজে বের করুন।and click
তারপরের পেজে ওয়ার্ডপ্রেস দেখতে পাবেন ওইটায় ক্লিক করলে দেখতে পাবেন install লেখা আসছে।install দিন।
তার পরের পেজ থেকে নিচের জায়গায় ক্লিক করুন।
এর পরের কাজটা একটু মনযোগ সহকারে করবেন।পাসওয়ার্ড এর যায়গায় আপনার নিজের পাসওয়ার্ড দিন।এডমিনের যায়গায় ইচ্ছা মত নাম দিন।না চাইলে দরকার নেই।এমেইলের জায়গায় আপনার ইমেইল দিন।
এই বক্সটা খালি রাখবেন।এখানে কিছু লেখা থাকবে।
এখান থেকে চাইলে থিম পরিবর্তন করতে পারেন আমি ডিফল্ট রাখছি। তারপর ইন্সটল এ দিন।
প্রসেস হবে তারপর ইন্সটল কমপ্লিট হবে।আর আপিনার ওয়ার্ডপ্রেস সাইট তৈরি হয়ে গেলো।
এখন www.আপনার সাইট এড্রেস/wp-admin এ গিয়ে আপনার সাইট দেখতে পারেন।আমি যেই ডেমো সাইটটি বানালাম তার লিংক এইটা
কোনো সমস্যা হলে ফেসবুকে আমি
প্রথম প্রকাশিত XPOSEDBD.ML
ট্রিকবিডির কি দিন এলো????
Erokom e hobe vai.
Trick bd te r ager moto post hoy na.
Kheyal kore dekhun
I’m KM Shariful Islam.
Ami ei host e use koreci & same-vabei korecilam .
But in directory er jaygay vul kore wp diye disilam .
Anyway …
Ai kaj ta Ososti.com diye hobena?
Naki beshi critical?
Ager ta off/delete korte parbo?
R new version er wp te theme upload dite parcina ..
ekhon ki karone amar ip block korlo???