ট্যাগ,,, ইউটিউব ভিডিও SEO করার জন্য ট্যাগ অত্যান্ত প্রয়োজনীয় বিষয়। যেকোন ভিডিওতে ট্যাগ যত ভালো হবে, ভিডিওতে ভিউ বারার সম্ভাবনাও বেরে যাবে। তবে যারা নতুন ইউটিউবার তাদের ট্যাগ দিতে প্রবলেম হয়। আবার ট্যাগ দিলে তা যথেষ্ট ভালো নাও হতে পারে। সেইক্ষেত্রে কোনো পপুলার ভিডিও এর ট্যাগ দেখে, তা বিশ্লেষণ করে আরো মানসম্মত ও ভালো ট্যাগ দেয়া যেতে পারে। তাহলে চলুন জেনে নেই কিভাবে কোনো ভিডিও এর ট্যাগ দেখব কোনো অ্যাপ এর ঝামেলা ছারা।
1. প্রথমে কোনো ভিডিও এর লিংকটি কপি করুন।
2. এবার Youtube Tag Find এ প্রবেশ করুন। পেজটি লোড হলে কিছুটা নিচে গিয়ে দেখুন Youtube Video URL এর নিচে একটা টেক্সটবক্স আছে। এই বক্সে ভিডিও এর লিংকটি পেস্ট করুন। তারপর Find The Tags এ ক্লিক করুন।
3. এবার পেজটি লোড হলে আবার নিচে যান। Find The Tags এর নিচে দেখুন কতগুলো নীল বক্সে কিছু লেখা আছে। এই গুলাই হল ভিডিওটির ট্যাগ। আর এর নিচে দেখুন আরেকটি টেক্সটবক্স, এই বক্স থেকে আপনি ট্যাগগুলো কপি করতে পারবেন।
আশাকরি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সমস্যা হলে কমেন্ট করবেন।
ধন্যবাদ।
youtube tag find lekhati kivabe takbe aro koyekta ss add korle amara jara ekenate bojina tara clearly bojte partam
picture ta open koren, dekhen, bujhte parben….