এখন ইউটিউবিং সবার কাছে একটা স্বপ্ন হয়ে গেছে। সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ইউটিউব এখন তুমুল জনপ্রিয়।তাই ইউটিউবারের সংখ্যাও বাড়তে। কিন্ত নতুনদের ক্ষেত্রে একটাই সমস্যার কথা শোনা যায় তা হল ভিউ নাই।আজ ৫ টি উপায় বলব যার মাধ্যমে খুব সহজে আপনি ইউটিউবে জনপ্রিয় হতে পারবেন। আপনার ভিউয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে অনেক গুণ।

১। অন্যর ভিডিওতে কমেন্ট ও SUBSCRIBE করুন & ভাল ভিডিও তৈরী করুন:

ইউটিউব একটি ভিডিও শেয়ারিং সোসাল সাইট তাই আপনি যত কমেন্ট করবে বা Subscribe করবেন তত আপনি এর ভিতরে প্রবেশ করবে এবং ভিউ বহু গুণ বৃদ্ধি পাবে।ফেসবুকের কথাই ধরুণ যেখানে যত কমেন্ট করা যায় তত বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট আসতে থাকে আপনার প্রোফাইলেও অনেক মানুষ ভিজিট করে। ইউটিউবও ঠিক এমনই তাই দিনে ৪০/৫০ টা কমেন্ট করার চেষ্টা করুন।ভাল সারা পাবেন।

ভিউয়ার রা ইউটিউবে আসে ভাল কিছু দেখার জন্য। আপনার যেমন ভিউয়ার দরকার তাদেরো তেমনি দরকার ভাল ভিডিও দেখা তাই ভিডিও ভাল ভাবে তৈরী করুন। যত ভাল কনটেন্ট তত বেশি ভিউয়ার।

২। আকর্ষণীয় Thumbnail বানান:

আচ্ছা আপনার কথাই বলি। যখন আপনি ইউটিউবে কোন ভিডিও খোজার জন্য আগে কোন জিনিসটা লক্ষ্য করেন? নিশ্চই Thumbnail! আসলে সব ভিউয়ারই থাম্বনাল পিক দেখে ভিডিও দেখে তাই ভাল Thumbnail দিন।Thumbnail অন্য ভিডিও তেকে আপনার ভিডিও আলাদা করবে।

৩। ভাল টাইটেল দিন:

টাইটেল হল আপনার ভিডিওকে ভিউয়ারদের কাছে আপনার ভিডিও পৌছে দিবে। সার্চে আসবেও টাইটেলের জন্য।তাই ভিডিওর যথাযর্থ টাইটেল দিন। সেটা যেন আকর্ষণীয় এবং ভিডিওর সাথে মিল রেখে হয়।তবে খুব বড় বা টাইটেল দেবার দরকার নাই।এতে ভিউয়ার রা বিরক্ত হবে।এসব বিষয় বিবেচনায় রেখে টাইটেল দিন।

৪। ভাল ট্যাগ ব্যবহার করুন:

ট্যাগ আপনার ভিডিওকে অন্য ভিডিওর সাজেস্ট লিস্টে নিয়ে আসবে।অর্থাৎ অন্য ভিডিও দেখতে গেলে আপনার ভিডিও আর ওই ভিডিও এর ট্যাগে মিল থাকলে আপনার ভিডিও সিমিলার ভিডিও হিসাবে দেখাবে। যা ভিউয়ার বাড়াতে ব্যাপকভাবে সাহায্য করে। তাই ভিডিওয়ের সাথে মিল রেখে ট্যাগ ব্যাবহার করুন।তাই যার ভিডিওতে যত ভাল ভাল ট্যাগ তত ভিডিও ব্যাংক করবে। ভিডিওর seo ভাল হবে।

৫। Description এ অনেক গুলা Keyword ব্যবহার:

চেষ্টা করুন বর্নণাতে বেশি বেশি কিওয়ার্ড ব্যবহার করার। টাইটেলের সাথে মিল রেখে এটা লিখুন। আবার আপনার পুর্বের কোন ভিডিও বা প্লেলিস্টয়ের লিংক এখানে এড করুন। তাহলে ওই ভিডিওগুলা ভিউয়াররা দেখবে।ফেসবুক পেজ বা গ্রুপ থাকলে সেটার লিংক এড করে ভিয়ারদের জয়েন করতে বলুন।এতে পরবর্তীতে ভিডিওগুলা শেয়ার দিলে তারা দেখবে ফলে ভিউ বাড়বে।

ইউটিউব অনেক ধৈর্য্যর বিষয় তাই একটু সময় নিন এবং ভাল ভাবে কাজ করুন সফলতা আসবেই।

ফেসবুকে আমি

SUBSCRIBE my channel

ধন্যবাদ সবাইকে।

24 thoughts on "ইউটিউবে জনপ্রিয় হবার ৫ উপায়!"

    1. Rakib Hasan Author Post Creator says:
      thanks…
  1. The Roky Contributor says:
    tomar basa kothai vau
    1. Rakib Hasan Author Post Creator says:
      সিরাজগন্জ
  2. unknown Contributor says:
    Not bad post
    1. Rakib Hasan Author Post Creator says:
      dhonobad.
  3. Saykat Contributor says:
    কিভাবে চ্যানেল খুলব
    1. Rakib Hasan Author Post Creator says:
      google সার্চ দেন।
  4. Shahadat Hossain prince Contributor says:
    vai ami channel khulci but Movie upload deta parci vedo large file asa akhon ki kora 15 min ar beshi file upload korbow akto bujeya bolla valo hotow
  5. YASIR-YCS Author says:
    আপনি হয়েছেন পপুলার?
    1. Rakib Hasan Author Post Creator says:
      জ্বি না ভাই। কারণ আমি ইউটিউবার না। শখের বসে মাঝে মাঝে ভিডিও বানাই। ভাল থাকবেন।
    2. Shariar Islam Author says:
      YASIR-YCS ভাই HI-5 দেন আমারে একটা ✋( ভাল্লাগছে)
  6. Vai, tmr Niti kotha ta valo lagse
    I agree
  7. Shariar Islam Author says:
    reported
    এই পোষ্টের ব্যাপারটা কিছুটা এমন হয়ে গেলোনা যে
    – কিভাবে বেশিদিন বেচে থাকা যায় জানতে চান?
    -ভাত রান্না করুন
    – ভাত খান
    -পরিষ্কার পানি দিয়ে ভাত রান্না করুন
    -সেই পানি চাইলে খেতে পারেন
    -দামি কোম্পানির ভাত খান।
  8. Kmahbub Contributor says:
    Apni koto ta famous?
  9. djshakilexe Contributor says:
    Example dile vhalo hoto
  10. TL Contributor says:
    report
  11. YASIR-YCS Author says:
    এই পোস্ট এ রিপোর্ট এর কিছু দেখছি না। তবে আপনার পোস্ট এ আরো কিছু ইনফরমেশন যোগ করা উচিৎ। যেমন: ধরুণ টেগ এর ব্যাপারটা। এখানে আপনি তার ব্যবহার বলেছেন। কিন্তু জিনিস টা কি, কেম্নে কি, এক্সাম্পল ইত্যাদি কিছু দেননি। বাকিগোলোর একই অবস্থা।
  12. MOHAMMAD SOJIB Contributor says:
    APNER FB ID DIN
  13. alimran Contributor says:
    Ame Akta Youtube Chanel Kholbo Help korun… ke vabe khulbo
  14. Mahdi Hasan Contributor says:
    5 no. Option er moddhe mone hoy vul ace.
    Mani, keyword gula Description er moddhe na deoyai better.
    Vul hole khoma prarthi.

Leave a Reply