আমরা যারা ইউটিউবে কাজ করি বা ইউটিউবে চ্যানেল আছে তাদের তো প্রায় YouTube Studio ছাড়া চলেই না।
কিন্তু কথা হচ্ছে, আমরা অনেকেই মোবাইল দিয়েই YouTube Desktop Version এর কাজ সারি।
আর বর্তমানে ইউটিউবের আপডেট চলছে।
২০১৯ সালেই নতুন এক ইউটিউব উপহার দিতে যাচ্ছে গুগল।
তো তাই এখন Desktop Version দিয়ে ইউটিউবে গেলে YouTube Studio এর জায়গায় লেখা আসে YouTube Studio (Beta)
আর এখানে ক্লিক করলে এরকম একটি লেখা আসে – Loading YouTube Studio… কিন্তু আর লোড হয় না।
তো এই জন্য আমাদের অনেকেরি বিড়ম্বনায় পরতে হয় এবং YouTube Studio তে যেতে পারি না।
আর আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এটা থাকা সত্তেও ইউটিউব স্টুডিও তে ঢুকা যায়।
এজন্য প্রথমে আমরা এভাবে ইউটিউবে গিয়ে Settings এ ক্লিক করব।
তারপর View Additional Feature এ ক্লিক করব।
ব্যাস এরপরই এসে যাবে ইউটিউব স্টুডিও।
More Posts…
❏ My Own Contacts Link :
My YouTube Channel
কোন রকম সমস্যা হলে:
ভালো থাকুন, সুস্থ থাকুন, TrickBD এর সাথেই থাকুন
ভালো।
যাইহোক ধন্যবাদ।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পোস্ট টা করার জন্য।