আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।সকলকে ট্রিকবিডিতে আমার আজকের পোষ্ট স্বাগতম জানাচ্ছি। আবারো আমি আপনাদের মাঝে চলে এসেছি দারুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটি মূলত যারা ইউটিউবার আছেন তাদের জন্য।আজকে ইউটিউব সামাজিক মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে সেরা মাধ্যমের একটি।আর আমাদের সবারই এক বা একাধিক ইউটিউব চ্যানেল রয়েছে।আর সবার চ্যানেল রয়েছে ভিন্ন ভিন্ন বিষয়ে।যেখানে আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন।অনেকে টেকনোলোজি বিষয়ে ভিডিও আপলোড করে থাকেন, যেখানে ফ্রিনেটের কথা না বললেই নয়,আর ফ্রি এমবি হলে কথাই নেই।অনেক সময় লক্ষ্য করেন বিভিন্ন সিম কোম্পানি ফ্রি এমবি অফার দেই যা কিছুদিনের জন্য।আপনারা সে বিষয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে থাকেন তখন অনেকে ভালো ভালো কমেন্ট করে যখন তারা ফ্রিতে অফারটি নিতে পারে,কিন্তু কিছুদিন পর যখন অফারটি শেষ হয়ে যায় যখন নতুন দর্শক আপনার চ্যানেলে এসে ভিডিওটি দেখার পর অফারটি না পাই তখন গালাগালি ও বাজে কমেন্ট করে থাকে এবং ভিডিওতে ডিসলাইক দিয়ে থাকে।তো আজকের এই পোষ্টটি এই সম্পর্কে কিভাবে আপনি বাজে কমেন্ট, ডিসলাইক ও গালাগালি থেকে রক্ষা পাবেন। তো এর জন্য আপনি চাইলে শুধু সেই ভিডিওটির লাইক,কমেন্ট,ডিসলাইক ডিজেবল অর্থাৎ বন্ধ করে রাখতে পারেন।তো বেশি কথা না বলে চলুন দেখিয়ে দিই কিভাবে সেগুলো বন্ধ করবেন।তো প্রথমে প্লে-স্টোর থেকে Yt studio এ্যাপসট ইনস্টল করেনিন,ইনস্টল করতেএখানে ক্লিক করুন
এবার নিচের স্কিনশর্টগুলো ফলো করুন










আশাকরি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।আমি ছোট মানুষ তবুও আপনাদের বোঝানোর চেষ্টা করেছি।তারপরও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন।পোষ্টের মধ্যে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন।
আজকের মতো বিদায় নিচ্ছি {{{খোদাহাফেজ}}}

One thought on "Yt studio এর গোপন সেটিংসে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে লাইক,কমেন্ট,ডিসলাইক ডিজেবল করে রাখুন,কেউ আজেবাজে কমেন্ট করতে পারবে না"

  1. Mdshakilhasan Author Post Creator says:
    অনেক আগের পোষ্ট আশাকরি কেউ বাজে কমেন্ট করবেন না

Leave a Reply