প্রথমেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা । আশা করি সবাই ভালই আছেন আজকে আপনাদের জানাবো কিভাবে স্মার্ট ফোনের চার্য দীর্ঘ আয়ু করেবেন । মোবাইল আমাদের নিত্য প্রয়োজনীয়তার মধ্যে একটি অতি দরকারিয় বস্তু। মোবাইল ছারা এখন আমাদের এক মহুর্ত ভাবা চলে না। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসার হিসেব নিকেশ, ক্যালেন্ডার, রিমাইন্ডার, টাকা ট্রান্সফার, ব্যাংকিং ইত্যাদি ইত্যাদি কাজে মোবাইল ব্যবহার করা হয়। তাই আজ আমি আপনার মোবাইলের ব্যাটারি কিভাবেআয়ু বাড়াবেন তা শেয়ার করছি।

ফোনের ব্যাটারির চার্জ দীর্ঘায়ু করার পদ্ধতি
*.১) অকারনে মোবাইল এর ব্লুটুথ অন করে রাখবেন না। প্রয়োজন শেষ হলে ব্লুটুথ অফ করে রাখুন, এতে করে যেমন চার্জ বাঁচবে তেমনি ভাইরাস আসার ভয়ও থাকবেনা।
*.২) কীপ্যাড এর শব্দ এবং ভাইব্রেশন, প্রয়োজন ছাড়া ব্যবহার না করাই ভালো ।
*.৩) ডিসপ্লের আলো যতটা সম্ভব কমিয়ে রাখুন, যতটুকু আলো হলে আপনি মোবাইল এর কাজ করতে পারবেন, ঠিক ততোটুকু আলো রেখে বাকিটা কমিয়ে রাখুন।
*.৪) পাওয়ার সেভার টাইমআউট এ সর্বনিম্ন ভ্যালু ব্যবহার করুন।
*.৫) কোন অ্যাপ্লিকেশন এর কাজ শেষ হলে সেটা বন্ধ করে রাখুন।
*.৬) গেম(Game) খেলতে কম বেশি সকলেরই বেশ ভাল লাগে কিন্তু এতে করে ব্যাটারির আয়ু কমে যায়। তাই এদিকে লক্ষ্য রাখা উচিত ।
*.৮) অহেতুক কারনে মোবাইল টেপাটিপি করা বর্জন করুন।
*.৯) সপ্তাহে অন্তত একদিন, ব্যাটারি পুরা খালি করে চার্জ দিন। এটা করে ব্যাটারির স্থায়িত্ব বাড়বে।
*.১০) ফোনে অতিরিক্ত কথা না বলাই ভালো, মনে রাখবেন মোবাইল চার্জ না থাকার আর এক কারন হতে পারে।
*.১১) মোবাইল ফোন নেটওয়ার্কনা পায় তাহলে মোবাইল টি বন্ধ করে আবার চালু করে দেখুন তাও যদি না পায় তবে মোবাইল টি বন্ধ রাখুন কারণ নেটওয়ার্ক সার্চ এর জন্য প্রচুর চার্জ ব্যবহ্রত হয় ।

আজকের মত এখানেই থাক সবাই ভাল থাকবেন ।

7 thoughts on "যেভাবে স্মার্ট ফোনের ব্যাটারির চার্জ দীর্ঘায়ু করবেন ? ২০১৬ সেরা টিপস !!"

    1. Sheikh Rasel Author Post Creator says:
      ধন্যবাদ
    1. Sheikh Rasel Author Post Creator says:
      Tnx
    1. Sheikh Rasel Author Post Creator says:
      Welcome
  1. Orthohin Nahid Contributor says:
    kypad er sound off kmne korbo??

Leave a Reply