আলোচনাঃ

প্রথমেই বলে রাখি এই ট্রিক শুধু রুট ইউজারদের জন্য প্রযোজ্য!! হ্যাপি এন্ড্রয়েড লাইফ এর জন্য ফোনের RAM এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কারণ Ram কম থাকলে সেট অনেক স্লো হয়ে যায়,এক টা অ্যাপ ওপেন করতেই অনেক সময় লেগে যায়, কোন গেম স্মুথলি খেলা যায়না

এছাড়া ফোন মাঝেমাঝে এত্তো স্লো হয়ে যায় যে, ইচ্ছা হয় যেনো ফোন টাকে আছাড় মেরে গুলিয়ে ফেলি!বারবার ফোন রিসেট দিয়েও তেমন সুবিধা পাওয়া যায়না!!কারণ কিছুদিন পর আববার সেই স্লো হয়ে যায়।এ সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ এই টিউনেই পাবেন।

 

বিস্তারিত:

Ram এর উপরোল্লিখিত সমস্যা সমাধানের জন্য আমরা সাধারণত Ram Expander, Universal Ram দিয়ে Ram বাড়িয়ে থাকি।কিন্তু এতেও খুব বেশি সন্তুষ্ট যারা হতে পারছেন না তারা এটি ট্রাই করুন।এটি একটি ফ্ল্যাশেবল জিপ ফাইল যেটি CWM এর মাধ্যমে ফ্লাশ করতে হতে হবে।এটা মুলত ভার্চুয়াল Ram,Swap Ram।তো চলুন আসল কাজ শুরু করা যাক।প্রথমেই Swap Ram এর জিপ ফাইল টি ডাউনলোড করে নিন।

 

●ডাউনলোড লিংক: Click Here To Download

 

ডাউনলোড করতে UC Browser দিয়ে লিংকে গিয়ে একদম DOWNLOAD নিচের লেখার নিচের টিক তুলে দিয়ে সেই DOWNLOAD লেখাতেই ক্লিক করবেন।পরের পেইজ আসলে Click Here To Download এ ক্লিক করবেন।
সাইজ:৪ এম্বি মাত্র

androidramhero-w320h150

নিয়মাবলী :

  • প্রথমেই লিংক থেকে জিপ ফাইল টা ডাউনলোড করে নিন।(UCBrowserদিয়ে)
    তারপর এটিকে SD Carder ভিতরে রাখুন কোন ফোল্ডারের ভিতর নয় বরং বাইরেই।এবার ফোন অফ করে Power Button আর Volume + Button একসাথে ধরে রেখে রিকোভারি মুডে যান।বা যেকোন এপ ব্যবহার করুন যেমন Rebooter।
  • এখন Install Zip From SD Card সিলেক্ট করে Choose Zip From SD Card এ গেলে আপনার SD শো করবে।জিপ ফাইল টি সিলেক্ট করে Yes এ ক্লিক করুন।কিছু সময় লাগবে।ব্রিক লেখা উঠবে,SD Card Damage লেখা আসবে ভয় পাইয়েন না এটা Developer মজা করে লেখছে 😛 :D। সিলেক্ট করতে পাওয়ার বাটন আর উপর নিচ করতে ভলিউম বাটন ব্যবহার করবেন।
  • ফোন রিবুট দিলে অ্যাপ ড্রয়ারে দুটি অ্যাপ দেখতে পাবেন।Universal Init.d Support আরেক টি Disk info.
    Universal init.d এপ ওপেন করুন।এবার Active লেখায় ক্লিক করুন!Done বা Ok লেখা আসলে ফোন রিবুট দিন!
  • এবার Disk info এপ ওপেন করুন আর দেখুন ম্যাজিক!! 500 MB SWAP RAM!!!তো আর কি! ইঞ্জয় করুন।মাঝেমাঝে
    এই অ্যাপ ● ডাউনলোড ●
    দিয়ে বুস্ট করতে হবে।(যদি স্লো হয়ে যায়)বুস্ট টা নিয়মিত করাই ভাল 😉

 

সতর্কতা:

সবসময় SD Card এ ৬০০ এম্বি জায়গা রাখবেন।সিস্টেম কাজ তাই নিজ দায়িত্বে করুন।কোন প্রকার ক্ষতির জন্য আমরা দায়ী থাকবোনা।
CWM দিয়ে টেস্ট করা হয়েছে।CTR/TWRP দিয়ে হবে কিনা শিওর নই।


 

টিউন টি ভাল লাগলে লাইক,টিউমেন্ট করবেন।
জরুরী টিউন তাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

#ARK

16 thoughts on "❄আপনার এন্ড্রয়েড ফোনটি কি স্লো?ল্যাগি?? Ram কম??নিয়ে নিন ৫০০ এম্বি এক্সট্রা Ram!!!আর সেট কে বানিয়ে ফেলুন একদম স্মুথ এন্ড স্পিডি!!!!!!❄"

    1. Ashikur Rahman Khan Contributor Post Creator says:
      mane?
  1. SOFIKUL Islam Contributor says:
    I trust you.
  2. Tuner Author says:
    kotha thaka jno copy kora….
  3. Prince Rsm Contributor says:
    kaj hoi….?
  4. Faisal Kabir Contributor says:
    atar jonno ke cwm/twrp thakta hoba?
  5. Rahat Rasti Contributor says:
    CWM. কি বুঝতে পারলাম না ভাই। আমার Symphony W68 এটাতে হবে কি?
    1. Prince Rsm Contributor says:
      ÇWM, হলো রিকোভারি মোড। আপনার Symphony W68 তে হকে পারে!
  6. Rahat Rasti Contributor says:
    আচ্ছা ভাই একটু বলবেন যে কিভাবে বুঝবো যে আমার ফোনে CWM মোড আআছে? Please help me
  7. Anind0 Contributor says:
    500 mb rm swap ram show kore thiki but kaj hoyna.ei poat ta oneeek din age akjon korecilo
  8. kashif Contributor says:
    na vaiyya….
    Ram bare nai borong aro set slow hoyse .symphony h50.
  9. kashif Contributor says:
    na vaiyya….
    Ram bare nai borong aro set slow hoyse .symphony h50.ei mobile hy na
  10. Riadrox Legend Author says:
    Amar post copy korsen kn!
    1. Ashikur Rahman Khan Contributor Post Creator says:
      apnar post copy korechi ami?? apnar sahos koto ami setai vabtechi.apni jodi dekhate paren j ami post copy korechi tahole apnake lakh taka debo..r jodi na parn tahole apni ake khot diben..raji?? jibone amon vabe post korte parchen mia???
  11. mdimtiaz655 Contributor says:
    plz vai kmne download kmne korbo????kono vabe download korta parce na????
  12. foyjulalishah Contributor says:
    cwm er download link ta din please amsr Android 4.4.2 eta te kihibe

Leave a Reply