আসসালামু আলাইকুম,

আজকে আমি দেখাব কিভাবে আপনি মোবাইলে কোন রকম এপ ছাড়া যেকোন একটি এপ প্রবেশ থাকা অবস্তা লক করে দিন আর কেও সেই লক থাকা এপ ছাড়া অন্য কোন এপ প্রবেশ করতে পারবেনা!!
অনেক সময় দেখা যায় আপনার কোন বন্ধু আপনার কাছ থেকে মোবাইলটা কোন কাজে নিয়ে নিল।কিন্তু আপনার পারসোনাল কিছু মোবাইলে থাকতে পারে।যদি আপনি অই প্রবেশ কিত এপটা লক করে দেওয়া হয়।তাহলে অই এপ ছাড়া অন্য কোন এপে ডুকতে পারবে না।
কীভাবে কাজ করবেন নিচে Screenshot দেওয়া হল!!!

১. প্রথমে আপনাকে মোবাইলে Sitting গিয়ে Security অপশন থেকে Screen Pinning অপশন যান।

২. তারপর Screen Pinning অফ আছে অন করে দিন এবং Ask for Inlock Pattern…… On করে দিন।

৩.তারপর আপনি যেই এপটা লক করবেন সেই এপটা প্রবেশ করুন। ধরুন আমি Ekstar Browser Pro এপটা লক করব।তখন এপটা মিনিমাইজ করলে একদোম ডান দিকে কোনায় ১টা পিন দেখতে পাবেন।অইটা ক্লিক করুন। তারপর Go to ক্লিক করুন।



৪. দেখেন আর এপ থেকে বের হতে পারছেন কিনা!!!!

৫.কিভাবে আনপিন করবেন?????? আপনি Left(Minimize) & Right(Back) button একসাথে দরে রাখুন। দেখবেন Unpin হয়ে গেছে।

না বুজলে কমেন্ট করবেন।

One thought on "যে কোন এপ কে লক করে দিন কোন এপ ছাড়া। আর কেও আপনার মোবাইলে একটা এপ থেকে অন্য এপ ডুকতে পারবেনা!!!!"

Leave a Reply