আমরা অনেকই আমাদের প্রিয় Android ডিভাইসটিতে Ram ও Battery ব্যাকাপ সমস্যায় ভুগি। তবে ইচ্ছে করলে আপনি Greenify দিয়ে আপনার ফোনের Ram ও ব্যাটারি ব্যাকাপ বাড়াতে পারেন।
Greenify ব্যবহার করে ফোনের Ram ৫০% পর্যন্ত সেভ করতে পারবেন। আর অনেক এপস আছে যে গুলা Background এ Run হয় যা অনেক Ram দখল করে যা Force Stop করলেও কাজ হয়না, সেগুলোকেও Hibernate করার মাধ্যমে Ram সেভ করতে পারেন। আর
Application Hibernate থাকার ফলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকাপও অনেক বেড়ে যাবে। এবার তাহলে কাজের
কথায় আসি।

▥▥▥▥▥▥▥▥▥▥▥▥▥▥
✿✿ যা যা প্রয়োজনঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥▥▥▥
● Rooted Devices
Xposed Installer

Greenify (Donation)
Version:- 2.5.2 Final Patched

▥▥▥▥▥▥▥▥▥▥▥▥▥
✿✿ কাজের ধারাঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥▥▥
➥ ধাপঃ-(১): প্রথমে Xposed Installer, Greenify ইনস্টল করুন। (Note:- Greenify কখনো Update করবেন না)

➥ ধাপঃ-(২): এবার Xposed করে Open করুন। Root Permission চাইলে Grant করুন।

➥ ধাপঃ-(৩): এরপর Xposed Installer এর Framework এ ক্লিক করে Install/Update এ ক্লিক করুন। Pop Up Window এলে OK করুন, Reboot হবে।

➥ ধাপঃ-(৪): এবার আবার Xposed Modules এর ক্লিক করুন এবং Greenify এ টিক দিন।

➥ ধাপঃ-(৫): টিকমার্ক দেবার পরে, আবার Framwork>Install/Update এ ক্লিক করে অপেক্ষা করুন কাজ না হওয়া পর্যন্ত। Install/Update হয়ে গেলে ফোন
Reboot করুন।

➥ ধাপঃ-(৬): এরপর Greenify অ্যাপটি Open করুন। এখন Experimental Feature এ গিয়ে Boost Mode, GCM Push For Greenified Apps, Keep Notification, Greenifing System Apps এ টিক দিযে দিন। (অনেক সময় এই মেনুটা হাইড থাকতে পারে, তখন আপনি আবার Xposed Installer এ গিয়ে Greenify এ টিক দিয়ে আপনার মোবাইল Reboot করে নিন।)

➥ ধাপঃ-(৭): এবার (+) চিহ্নে ক্লিক করে সকল এপস পাবেন, আর More ক্লিক করলে সকল Installed & System অ্যাপস Open হবে। আর Select হলে ডান দিকে উপরে একটা টিক চিহ্ন আসবে। Select করার পর উপরের টিক এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ এরপর আপনার সকল এপস হাইবারনেট করতে হবে।

তবে যে Appগুলা ভুলেও Select করবেন নাঃ
● Android Stock Clock
● Android Stock Calendar
● Android Stock Downloads
● Android Stock E Mail
● Contacts
● Contact Storage
● Google Play Services
● Google account manager
● Google Play Store
● SuperUser
● Sim Tool kit
● Battery Saver
● Massaging

➥ ধাপঃ-(৮): এরপর আপনার ফোনের Widget থেকে Greenify এর Shortcut করে Home এ রেখে দিন আর যে কোন এপস Open করার আগে Hibernate Now এ ক্লিক করুন।

×××××××××××××××

✿বিশেষ দ্রষ্টব্যঃ✿
×××××××××××××××
➽ অ্যাডভান্সড ক্যাটাগরির কোন কাজ করার আগে রমের ব্যাকাপ রেখে নিন।
➽ সকল কাজ নিন দায়িত্বে ব্যবহার করবেন। কোন সমস্যা হলে কিন্তু আমি দায়ি নই।
➽ আপনার ভালো লাগলে কমেন্ট করতে পারেন।
তবে কপি করবেন না। কপি করলে, অবশ্যই সবসময় মূল লেখকের(আমার) নাম উল্লেখ করবেন।
➽ ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন।
➽ ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।

Leave a Reply