আসসালামু আলাইকুম।

আপনারা সকলে কেমন আছেন?

আশা করি সবাই
ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো
আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আজ আপনাদের একটা Apps দিব সেটা যদি
আপনার Android ফোনে Install দেন তাহলে
আপনার মেমোরি থেকে যদি ভুল বসতো কোনো

ফাইল Delete হয়ে যায় তাহলে তা ফিরিয়ে আনতে
পারবেন বেশি কিছু লিখব না তার কারন হলো
টাইটেল দেখে সবাই বুঝতেই পারছেন কি ধরনের
কাজের অ্যাপ এটা।

ডাউনলোড করতে এখানে যান।

Download হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন।
আশা করি আজকের এই এপ্সটি আপনাদের খুব
ভাল লাগবে।

তাহলে আজকে আর নয়। অনেক বক বক করলাম।
আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।ভুল
ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন

ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

Trickbd এর সাথেই থাকুন।

5 thoughts on "Android ফোনের ডিলেট হওয়া ফাইল ফিরিয়ে আনুন সহজেই।"

  1. Jahedul Alam Contributor says:
    একি পোষ্ট ২ বার হয়েছে ভাই। তবে তোমার পোষ্ট গুলো খুব ভাল হয়েছে থানক্স। 😀
    1. Riaz Author Post Creator says:
      Thanks Vi
  2. Saimon Rasel Contributor says:
    Phone Ki Root Kora Lagbe….?
  3. Rashu Contributor says:
    Kaj korena ki korbo
  4. Rashu Contributor says:
    কাজ করেনা কিভাবে কাজ করবে জানান

Leave a Reply