অনলাইনে কাজ করবেন, কিন্তু গুগল ব্যবহার করেননা, সেটা হতেই পারেনা। নিয়মিত সবাই গুগলে প্রয়োজনীয় অনেক কিছু সার্চ করি। কিন্তু গুগলের অনেক গুপ্ত টেকনিক না জানা থাকার কারনে আমরা দৈনন্দিন কাজে গুগলের সার্চের উপর ১০০% নির্ভর করতে পারছিনা। আজকে ১০টি টিপস দিব। পুরোটুকু পড়ে দেখেনতো, কোন কিছুর জন্য আর অন্য কারও কাছে নির্ভর করতে হবেনা আর কোন দিন।

১। পছন্দের গান কিংবা মুভি খুজবে

বিভিন্ন ফরম্যাটের গান খুজে বের করা, নির্দিষ্ট বিশেষ কোন গান খোজা, কিংবা গানের পুরো অ্যালবাম খুজে বের করবেন, এ ক্ষেত্রেও গুগলের বিকল্প কেউ আছে কিনা জানা নাই।

পদ্ধতিঃ আপনি জেমসের গান খুজছেন। তাহলে গুগলের সার্চ বক্সে গিয়ে লিখুন, intitle:”index of” (mp3|mp4|avi) James”। যদি বিশেষ কোন গান খুজবেন , ফরমেটটি হবে: “index of” (mp3|mp4|avi) bangladesh james” কোন গানের পুরো অ্যালবাম লাগবে তখন লিখুন “index of” (mp3|mp4|avi) piano james । অন্যান্য ক্ষেত্রেও এই টিপস কাজে লাগানো যাবে।

২।পিডিএফ ফাইল খুজে বের করুনঃ

বিভিন্ন কাজে পিডিএফ ফাইল খুজ এই কাজটিও গুগল অত্যন্ত ভালভাব

পদ্ধতিঃ যে সম্পর্কিত পিডিএফ খুজতে চাচ্ছেন, সেটি লিখে fileType:pdf লিখতে হবে। যেমন: seo fileType:pdf

৩।ক্যালকুলেটরের কাজ করা যাবে

হিসেব নিকেশ সহ যা যা কাজ করতে ক্যালকুলেটর প্রয়োজন হয় আপনার, সেই কাজগুলো এখন থেকে গুগলের সাহায্য নিয়েই করতে পারবেন। কাজটি অনেক সহজও।

পদ্ধতিঃ গুগলের সার্চে একটি হিসাব টাইপ (200 + 500 =) করুন, তাহলে গুগল ক্যালকুলের হাজির হবে।

4 thoughts on "গুগল থেকে খুব সহজে সার্চ করুন যে কোনো গান, ভিডিও, যে কোনো কিছু, জেনে নিন কিছু এক্সক্লুসিভ টিপস..!"

  1. mdrasel1241 Contributor Post Creator says:
    কমেন্ট পরিবেশ কেউ নস্ট করবেন না
  2. Nur Alom Author says:
    Nice… aro onek subidha ase shegulao tule dhorar chesta koren…
    1. mdrasel1241 Contributor Post Creator says:
      thanks for your comment
      I will give more information in next tune
      bro
  3. mdrasel1241 Contributor Post Creator says:
    thanks for your comment
    I will give more information in next tune

Leave a Reply