আসসালামু আলাইকুম।।
মাসজিদুল হারামের ইমাম শাইখ মাহির
রমাদানের শেষ দশ দিনের জন্য এক চমৎকার
আমলের ফর্মুলা দিয়েছেন:
=======================
১) প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান
করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে
পড়ে, তবে আপনি ৮৪ বছর (১০০০ মাস) পর্যন্ত
প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব
পাবেন।
.

২) প্রতিদিন দু’ রাকা’আত নফল সালাত আদায়
করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে
পড়ে তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দু’
রাকা’আত সালাতের সাওয়াব পাবেন।
.
৩) প্রতিদিন তিন বার সূরা ইখলাস পাঠ করুন,
যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে,
তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম
ক্বুর’আন পাঠের সাওয়াব পাবেন ।
.
তিনি আরও বলেন, উপরের কথাগুলো মানুষের
মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ
আমল করবে, আপনিও তাদের আমলের সমান
সাওয়াব পাবেন
ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ভালো
কাজের পথ
প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ
সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে
কোনো ঘাটতি হবে না।…” [মুসলিম ২৬৭৪]

One thought on "রমযানের শেষ ১০ দিনের চমৎকার একটি আমলের বর্ণনা দেখে নিন"

Leave a Reply