ফোনে চার্জ নেই? স্রেফ গোটাকয় লাফ
দিন। ব্যস! আপনার ফোনে চার্জ হয়ে
যাবে। ভাবছেন এ আবার কেমন কথা?
লাফালেই যদি ফোনে চার্জ হতে তবে
তো সবাই ফোনে চার্জ না দিয়ে কেবলই
লাফাতো! বিশ্বাস করুন আর নাই করুন
ঘটনা সত্যি।
যুক্তরাষ্ট্রের সিকাগোর ইল্লিনয়েস
ভিত্তিক ইভানেস্টোন নামের একটি
প্রতিষ্ঠান একটি ব্যাটারি প্যাক
উদ্ভাবন করেছে। যেটি হাতে নিয়ে

লাফালেই স্মার্টফোনে চার্জ হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ব্যাটারি
প্যাকটিতে কয়েল এবং ম্যাগনেট
রয়েছে। এই ম্যাগনেট ঝাঁকি খেলে
বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎ কয়েলের
মাধ্যমে ব্যাটারিতে গিয়ে সংরক্ষিত
হয়। তারপর সেটি ফোনকে চার্জ করতে
পারে।
লাফানো ছাড়াও জোরে হাঁটলেও
ব্যাটারিতে চার্জ হয়। এই ধরণের বিদ্যুৎ
উৎপাদনের পদ্ধতি প্রথম উদ্ভাবন করেন
১৮০০ সালে নিকোলা টেসলা।
ইভানস্টোনের উদ্ভাবিত ব্যাটারি প্যাক
হাতে নিয়ে এক ঘণ্টা জগিং করলে
ফোনের আয়ু বাড়বে এক ঘণ্টা।
এই ডিভাইসটি ৯৯ ডলারে বিক্রির
পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।

আমার
সাইট
সময় পেলে ঘুরে আসবেন

Leave a Reply