শ্রেণিকক্ষ বা অফিসের সেমিনার কক্ষে এখন লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমেই এখন বেশির ভাগ কাজ করা হয়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করা হয় প্রেজেন্টেশন।

এই প্রযুক্তিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে বিশালাকৃতির টাচস্ক্রিন। এর ফলে আরো বড় পরিসরে এই স্ক্রিনটিকে কাজে লাগানো যাবে।

শ্রেণিকক্ষের উপযোগী ৭০ ইঞ্চির বিশাল টাচস্ক্রিনটি তৈরি করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল। এর ফলে শ্রেণিকক্ষে বা অফিসের প্রেজেন্টেশনে প্রজেক্টরের আর দরকার পড়বে না।
মূলত শ্রেণিকক্ষে পাঠদানের জন্যই এই
বিশালাকৃতির টাচস্ক্রিন তৈরি করেছে ডেল। সি ৭০১৭টি মডেলের এই স্ক্রিনের রেজ্যুলেশন ১৯২০X১০৮০ পিক্সেলস। এর স্পেশাল কোটিং এলসিডি প্যানেলে আলোর প্রতিবিম্বতা হ্রাস করে, ফলে চোখের জন্য ক্ষতিকর নয় স্ক্রিনটি। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেট ও দ্য ভার্জ

টাচস্ক্রিনটিতে রয়েছে ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল। এর ফলে কক্ষের যে কোনো প্রান্ত থেকেই স্ক্রিনের রং ও লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে। স্ক্রিনটির সঙ্গে রয়েছে ওয়্যারলেস কানেক্টিভিটি, এইচিডিএমআই ও ভিজিএ পোর্টস।

এই স্ক্রিনটি একসঙ্গে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারবেন। রাখা হয়েছে একসঙ্গে ১০টি আঙুল ও দুটি স্টাইলাস পেন ব্যবহারের সুযোগ। বিশালাকৃতির এই টাচস্ক্রিনের দাম রাখা হয়েছে পাঁচ হাজার মার্কিন ডলার। এর আগে মাইক্রোসফট ৮৪ ইঞ্চির সারফেস হাব বাজারে নিয়ে এসেছিল।

13 thoughts on "৭০ ইঞ্চির বিশাল টাচস্ক্রিন!"

  1. md mishu Contributor says:
    Vaia java symphony D53i ar verson whatsapp dan plzz vai dan jano sapord kora
  2. Rubel Contributor says:
    nice Stiry
  3. Sharafat 24 Contributor says:
    খুব ভালো হয়ছে….আশরাফুলের টিউনার পদ বাতিল হয়ছে
    1. Shaon Author says:
      আশরাফুল কি তোর বইনের হোগা মারছিলো?

      সব যায়গায় যাইয়া তুই এতো ম্যা ম্যা করছ ক্যান?

    2. NZS BOY Contributor says:
      জনি ভাই রে কিছু বলার জন্য আপনাকে TNX…
    3. IRFAN Author says:
      আশরাফুল কে বাশ মারার জন্য সবাই কে অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক।
    4. IRFAN Author says:
      কারণ তুমি এর আগে টিওনার থাকা অবস্থায় সবাইকে বাশ মার তা তোমাকেও ঈদ মেবারক। তুমি তো ট্রিকবিডি তে সেরা ২০এর মধ্যে ছিলা এই অবস্থা হল কখন।
  4. Sami Contributor says:
    contributor banai dilo re bokachoda re
  5. OnToR Author says:
    সঠিক সাজা হয়েছে জেই প্রকারে স্পাম করে জাচ্ছিলো।
  6. IRFAN Author says:
    আশরাফুল কে বাশ মারার জন্য সবাই কে অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক।
  7. NZS BOY Contributor says:
    জনি ভাই ভালো হয়ে জান
  8. IRFAN Author says:
    ২য় বার খারাপ কমেন্ট করবি তো আরো খারাপ ব্যবহার করতে বাধ্য হব। কথা দিলাম চুপ মেরে থাক আমি আর বাজে কমেন্ট করব না।

Leave a Reply