গাড়ি রাখার স্থান খুঁজে বের করার সুবিধা নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৫টি শহরের নাগরিকরা এই সুবিধা পেয়ে থাকবেন।

৩০ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে এই সুবিধা চালু হলেও বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন শহরে এই সুবিধা সংযুক্ত করা হবে। ফলে দেশগুলোর নাগরিকরা কোনো ব্যস্ত শপিংমলে বা অন্যান্য স্থানে গেলে সহজেই তাদের গাড়ির রাখার স্থান খুঁজে পেয়ে যাবেন।

যেসব শহরে এই সুবিধা পাওয়া যাবে- বার্সেলোনা, লন্ডন, মাদ্রিদ, ম্যানচেস্টার, মিলান, মন্ট্রিয়েল, মস্কো, মিউনিখ, প্যারিস, প্রাগ, রিও ডি জেনেরিও, রোম, সাও পাওলো, স্টকহোম, স্টুটগার্ট, টরন্টো, ভ্যালেন্সিয়া ও ভ্যানকুভার।

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা গুগল ম্যাপ ব্যবহারের মাধ্যমে এই সুবিধা উপভোগ করতে পারবেন। এ ছাড়া ম্যাপে ইংরেজি অক্ষরে ‘পি’ দেখেই বুঝে নিতে পারবেন কোথায় গাড়িচালক তার গাড়িটি পার্ক করবেন।

[নিত্য নতুন টিপস পেতে আমাদের চেনেল Subcribe করুন]

2 thoughts on "কোথায় গাড়ি রাখবেন বলে দেবে গুগল ম্যাপ। By Simple Author"

  1. kamru zzaman Subscriber says:
    মোবাইল  দি‌য়ে কিভা‌বে এক  ক্ল‌িকে FB এর সকল  ফ্রেন্ড  রিমুভ করব ?
    Anybody help me plz !!
  2. Simple Author Contributor Post Creator says:
    fb তে আসেন

Leave a Reply