Itel Vision 1

Itel বাজারে নিয়ে এসেছে নতুন মডেল ফোন Itel Vision 1

ফোনটি বাজারে ফেব্রুয়ারী ২০২০ সালে লঞ্চ করে।

আইটেল নতুন ফোন ডিজাইন ছিল দুর্দান্ত ফোন পিছনের ক্যমেরা ডিজাইন আইফোন ১১ প্রো মতো করেছে।

অনেকে Itel Vision1 ফোনটিকে গরিবের আইফোন বলে থাকে☺

আপনাদের যাদের বাজেট কম ৭০০০-/ টাকা মধ্য এই ফোনটি আপনার জন্য বেস্ট হবে।

আইটেল তাদের অন্য মডেল ফোন থেকে Vision 1 অনেক ফিচার এড করেছে।

কম বাজেট মধ্যে সেরা ফোন আইটেল। ডিজাইন আইফোন ১১ প্রো মতো করেছে।

ফোনটি কিছু রিভিউ দেখে নিন

ফোনে ব্যবহার করা হয়ে অপারেটিং সিস্টেম Android 9.0(pie)।

ফোনের নোটিফিকেশন পাবেন অনেক ফিচার।ফোনটি তে ২জি,৩জি ও৪জি নেটওয়াক সুবিধা পেয়ে যাবেন।

এই ফোনে ডিসপ্লে তে 720 x 1560 pixels রেজলিয়েসন ৬.০৮ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।এছাড়া ফোনের ডিসপ্লে উপরে নক টাচ ব্যবহার করা হয়েছে।

ডিসপ্লে কালার ফুল এইচডি ভিডিও কোয়ালিটি অনেক ভালো যা দূর থেকে দেখলে সমস্য হবে না।

ফোনে 1080p ভিডিও প্লে করতে পারবেন অনায়েসে।

Itel Vision 1 ফোনে ব্যবহার করা হয়েছে ২জিবি র‍্যম এবং৩২ জিবি রোম।or

মেমোরি ১২৮ জিবি পযন্ত বাড়াতে পারবেন।ফোনে আপনি ৩২জিবি রোম মধ্যে ২৫-২৬ জিবি খালি পাবেন।

ফোনে পিছনে ডুয়েল ক্যমেরা ব্যবহার করা হয়েছে।পিছনে ক্যমেরা ১৩+২ পিক্সেল।

সামনে পাবেন ৫ পিক্সেল ক্যমেরা।ফোনে সামনে ও পিছনের ক্যমেরা দাম অনুযায়ী ভালো ছিল।

ফোনটি ব্যবহার করা হয়েছে ৪০০০ অম্পিয়ার ব্যটারি যা আপনি নরমাল ইউজার হলে ১.৫ দিন চাজ ব্যকাপ পাবেন।যদি হেবি ইউজার হন ১দিন মতো ব্যকাপ পাবেন।ফোনে ফুল চাজ হতে ৩ ঘন্টা লাগবে।

যারা গেম প্রেমিক তারা এই ফোনে লো গ্রফিক্স পাবজি ও কল অফ ডিউটি গেম খেলতে পারবেন।লো গ্রফিক্স গেম ভালো গ্রফিক্স পাবেন।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১.৬ অক্টাকর প্রসেসর।ফোনের ওজন ১৬৩ গ্রাম যা ফোন ব্যবহার করতে কোন সমস্যা ফিল হবে না।

ফোনে সিকিউরিটি হিসাবে আছে ফিঙ্গার প্রিন্ট,ফেসলক,পিন,প্যটান সিস্টেম।এই ফোনের ফিঙ্গার প্রিন্ট ছিল ভালো ফাস্ট।এছাড়া এই ফোনে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এলাম বন্ধ ও সেলফি তুলতে পারবেন।

ফোনের ওয়াইফাই নতুন ফিচার তারা দিয়েছে QR স্কেনার যা দিয়ে আপনারা কানেন্ট হওয়া ওইফাই পাসওয়াদ দেখতে পাবেন।

ফোনটি বাজারে তিনটি কালার পাবেন Purple, GreenওRoyal Blue।ফোনটির বাজার মুল্য-৬৯৯০-/ টাকা।

আমি আমার রিভিউ আপনাদের মাঝে তুলে ধরলাম।যারা ৭০০০ টাকা মধ্যে ভালো ফিচার ফোন নিতে চান তারা Itel Vision 1 মডেল ফোনটি নিতে পারেন।

সবাই ভালো থাকবেন Trickbdসাথে থাকবেন।

প্রথম প্রকাশিতঃপ্রযুক্তি৭১

13 thoughts on "Itel Vision 1 মুল্য-৬৯৯০ টাকায় গরিবের আইফোন?বাংলা রিভিউ"

  1. এস.আর.আবির Contributor says:
    Phone a review dilen….phone ar pic koii
    1. Sohan Author Post Creator says:
      amar review dese photo de nai
    1. Sohan Author Post Creator says:
      tnx
  2. Fahim Contributor says:
    Pic দিলেন না কেন ?
    1. Sohan Author Post Creator says:
      emni net dakta parban
    2. Forhad Rahman Author says:
      @Sohan,
      Emni jodi net e dekha jay, to post korar ki dorkar cilo? Net e to sob e ache
    3. Hiron Contributor says:
      Hasibul Islam Fahader Fan Tumi?Honuman Squad!!
  3. Sujonmax Contributor says:
    এই ফোনের রিভিউ কয়েক দিন আগেও একজন দিছে।পোস্ট করার আগে একবার চেক করে নিবেন।
    1. Sohan Author Post Creator says:
      link
  4. Nirab Hossain Contributor says:
    পোস্ট ভালো হয়েছে কিন্তু একটু দেখে করা উচিত ছিল কারণ এটা আপনার থেকে দুই দিন আগেই করা হয়েছিল।
    1. Sohan Author Post Creator says:
      ata ami nejar moto lakse copy na

Leave a Reply