দুইটা এন্ড্রয়েড ডিভাইস একই
ওয়াইফাই জোনে কানেক্ট
থাকলে ওয়াইফাই ওয়াকিটকি
অ্যাপটা দিয়ে আন্ড্রয়েড ফোন
দুটি ওয়াকিটকি হিসেবে ব্যবহার
করা যাবে। সুন্দর এবং সহজ
ইউজার ইন্টারফেস। অ্যাপটি
ওপেন করলে নিচের দিকে একটি
বাটন দেখা যাবে। Press to Talk
নামে। Press to Talk বাটনে প্রেস
করে ধরে রেখে কথা বললে অন্য
ফোন থেকে শোনা যাবে। যত

ইচ্ছে তত। ফ্রি

অফিসের এক ডেস্ক থেকে অন্য
ডেস্কে বা একটা রুম থেকে অন্য
রুমে ওয়াকিটকির মত কথা বলা
যাবে। বাচ্চারাদের সাথেও
মজা করা যাবে অ্যাপটি দিয়ে।
বাচ্চারা তো ওয়াকি টকি টাইপ
খেলনা গুলো দিয়ে খেলতে পছন্দ
করে। এখন খেলনা না কিনে
দিয়ে ফোনে এন্ড্রয়েড অ্যাপটি
ইন্সটল করে দিলেই কাজ হবে।
তারা খেলতে পারবে।
অ্যাপটির বড় সুবিধে হচ্ছে
ওয়াইফাই না থাকলে এন্ড্রয়েড
হটস্পট দিয়ে ওয়াইফাই হটস্পট
তৈরি করেও ব্যবহার করা যাবে।
অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে
ফ্রিতে ডাউনলোড করা যাবে।

Click Here To Download

কোনো প্রবলেমে এই পোস্টটি প্রথম প্রকাশিত স্থানে দেখুন

Leave a Reply