আসসালামু আলাইকুম, সবাই ভাল আছেন নিশ্চয়ই। আজ আপনাদের মাঝে একটা ট্রিক শেয়ার করব, যারা জানেন তারা দয়া করে পোষ্ট টি এড়িয়ে যান। যারা জানেন না তারা পড়েন-
আমরা অনেকেই আমাদের এন্ড্রয়েড ডিভাইসকে রুট করি বিভিন্ন সুবিধা ভোগের আশায়। মোবাইলকে মোডিফাই করতে চাইলে অবশ্য ই আপনাকে ডিভাইস রুট করতে হবে। এ জন্য অনেক রুট করার সফটওয়্যার আছে আর যদি হেলপ চান কিভাবে করবেন রুট বা করতে পারছেন না কেউউ আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সলভ করার চেস্টা করব। যাই হোক আজ যেটা শেয়ার করব তা হল “একটি রুট ডিভাইসে কিভাবে আপনি সেভ করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পাবেন”

ধরুন আপনার বন্ধু বা অন্য যে কেউ আপনাকে কেবল তার ওয়াফাই এর পাসওয়ার্ড মোবাইলে সেট করে দিল কিন্তু আপনাকে বলে দিল না তবে চিন্তার কারণ নেই আপনি আপনার মোবাইলে এমন সেভ করা পাসওয়ার্ড গুলো সহজের পেয়ে যাবেন “ES File Explorer” দিয়ে। কিভাবে? আসুন ধাও গুলো দেখে নিই।

[h6]ধাপ অনুসরণঃ[/h6]

১| প্রথমে যা লাগবে তা রুটেট এন্ড্রয়েড ডিভাইস

২| “ES File Explorer” বা “ES File Explorer Pro” ভার্সন। নরমাল ভার্সন টি আপনি গুগল প্লেস্টোরেই পাবেন আর যদি পেইড মানে মূল্য দিয়ে নেয়া ভার্সন চান তবে গুনতে হবে ২৫০ টাকা। তবে আমি একটা লিংক দিচ্ছি যেখান থেকে এটি বিনামূল্যেই নামাতে পারবেন এখান থেকে লেটেস্ট ভার্সনটি নামিয়ে নিন

৩| সফটওয়ার টি ইন্সটল করুন এবং ওপেন করুন। এবার স্ক্রীনশট অনুযায়ী করুন—

1.ES File Explorer pro ওপেন করে “Device” এ ক্লিক করুন

2.এবার “Data” তে ক্লিক করুন

3. একটু নিচেই “misc” ফাইলটা ওপেন করুন

4. দেখেন “Wifi” ফাইল, এটি ওপেন করুন-

5. একদম নিচের দিকে wpa_supplicant.conf ফাইলটা ওপেন করুন

এবার দেখেন আপনার ডিভাইসে সেভ করা সকল ওয়াইফাই এর পাসওয়ার্ড শো হচ্ছে 🙂

ধন্যবাদ পুরোটা পড়ার জন্য, কোথাও বুঝতে অসুবিধে হলে কমেন্ট সেকশনে জানান। আর হ্যা, এন্ড্রয়েড এর জন্য Paid Apps & Games পেতে Agroon.info সাইটটিতে দেখতে পারেন। সাইটটির ফেসবুক পেজেও আপনি কোন সফটওয়্যার টি চান জানাতে পারেন।

আবার আসব কিভাবে রুট ছাড়া মোবাইলে জানতে পারবেন ওয়াফাই এর সেভ পাসওয়ার্ড এই লেখা নিয়ে।

25 thoughts on "Wifi এর Save পাসওয়ার্ড বের করুন এখন তুড়ি বাজিয়েই [HOT]"

  1. মো: সোহেল Subscriber says:
    একটি পোস্টেই গুরিয়ে পেচিয়ে আর কত বার করবেন Bro!!
    1. Mihan Author Post Creator says:
      আমার চোখে পড়েনি ভাই তাই করলাম, বিরক্ত হলে দুঃখিত। যারা জানেনা তাদের জন্য বলেই দিয়েছি
    2. মো: সোহেল Subscriber says:
      Ok Bro…Thnx
  2. Md.Al-amin Author says:
    পোষ্ট করা আছে
    1. Mihan Author Post Creator says:
      আমার চোখে পড়েনি ভাই
    2. Md.Al-amin Author says:
      AZ ভাই পোষ্ট করেছে দেখুন
  3. @ishan Subscriber says:
    ফাউল পোস্ট”কারণ;রুট করা ডিভাইসে wifi password viewer বা এরকম আরো অনেক অ্যাপ আছে যেগুলোতে ওপেন করার সাথে সাথে পাসওয়াড্ দেখা যায়”শুধু শুধু এতো ঝামেলা কিসের!ননরুটেড হলে একটা কতা হতো
    1. Mihan Author Post Creator says:
      ভাই বলেই দিয়েছি যারা জানেন তারা এড়িয়ে যান। অনেকেই ব্যাপারটা বুঝেনা কেবল এবং শুধুই কেবল তাদের জন্য।
    2. Mihan Author Post Creator says:
      আনরুটের টাও দিব ওয়েট করুন
    3. shamim7000 Subscriber says:
      sob app gulato vua pass dakhai
    4. Mihan Author Post Creator says:
      না ভাই আমি যেটা বলেছি এটা সঠিক
  4. oreo Contributor says:
    falto poss…….
  5. shamim7000 Subscriber says:
    wps Sara kora jabe
  6. JûStÎñ ShÎrÅjÛl Subscriber says:
    keu ki amake trickbd er all bbcode ta dite parben
  7. Imran from Charlakshya Contributor says:
    vay Walton RM3 kivabe root korbo?
    1. Mihan Author Post Creator says:
      Kingroot ইউজ করেছেন?
  8. badsha khan Contributor says:
    আমার তো মনে হচ্ছে আপনার কথা ভুল
    1. Mihan Author Post Creator says:
      কিসে ভুল ধরিয়ে দিন
  9. badsha khan Contributor says:
    Es file explor diya ki ami wi-fi,,passward pabo
  10. Fahad Contributor says:
    reported,erkom post age hoice
    1. Mihan Author Post Creator says:
      ভাই কে বলছে আপনাকে এটা পড়তে? বলেই দেয়া আছে নতুনদের জন্য। পায়ে পা লাগিয়ে ঝগড়ার স্বভাব। ভাল্লাগেনা এড়িয়ে যান।
  11. Imran from Charlakshya Contributor says:
    vay Amar WALTON RM3 te kivebe TWRP.install dibo?? TWRP.img download link ta dila hobe. vay pls help
  12. Rifat Boss Contributor says:
    rot chara kibabe kora jai e ta janle valo hoto
  13. Crecker-Durjoy Contributor says:
    vy… password code er moto thakle kivabe bujho ?? ex: 4735e72082dbcec0162e9541db0a9d8b

Leave a Reply