?সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের বন্ধুরা বেশি আমাদের মোবাইল চালাই। আপনি করে দিবেন এপ ওপেন, আর কোনো এপ ওপেন করা যাবে না। তার মাধ্যমে বন্ধুরা আপনার মোবাইল ব্যবহার করতে পারবে না। তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।
?কাজটা করার জন্য আপনাদের সেটিংটা ওপেন করতে হবে। সবাই Setting টা ওপেন করে নিবেন।
তারপর Security তে যাবেন।
?তার পর আপনি যাবেন Screen Pinning। এখানে অন্য কিছু লেখা থাকতে পারে। সেটা আপনারা দেখে নিবেন।
?তারপর এটা On করে দিন।
?Lock Device when Unpinning ওপশনটা ওপেন করে দিবেন।
?তারপর Pattern অথবা Pin সেট করে দিবেন। তাই Pattern ক্লিক করে দিবেন।
?Pattern সেট করার পর Continue ক্লিক করুন।
?তারপর যেকোনো একটা এপ ওপেন করে রিসেন্ট বাটন ক্লিক করুন। তারপর পিন আইকন টাতে ক্লিক করুন।
?এবার সেই এপ থেকে আপনার বন্ধু বের হতে পারবে না। বেক, হোম, রিসন্ট বাটন চাপলে এই লেখা আসবে।
?আপনি চালানোর সময় Back Button চেপে ধরে রাখুন। কারো কারো মোবাইলে Back + Recent Button চাপা লাগে। তারপর Pattern টা দিতে হবে।
?না বুঝলে ভিডিওটা দেখেনঃ
?এইভাবে আপনি ব্যবহার করতে পরবেন।আপনার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা কমেন্ট করিয়েন এতে করে আমার নতুন নতুন পোস্ট নিয়ে আসতে উৎসাহিত করবে।
আমার চেনেলটা থেকে ঘুরে আসেন ভাল লাগলে, Subscribe করতে বুলবেন না।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।
but post kora jonno thanks..✌
jara jane na tader jonno valo?
Old post….
এই অপশন কয়টা ফোনে আছে