আস্ সালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়?
স্মার্টফোনে সাউন্ড কোয়ালিটি
সবসময় আমাদের মন মত হয়না। গান
শোনার ক্ষেত্রে যদি মিউজিক
কোয়ালিটি ভাল না হয় তাহলে কি
আর গান শুনতে ইচ্ছা হয়? অনেক
স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি
খুবই বাজে। এখানে সাউন্ড
কোয়ালিটি আর ভলিউম উন্নত করার
কিছু ট্রিকস দেয়া হল।
এই ট্রিকসগুলো হয়তো সাউন্ড
কোয়ালিটি একদম চেঞ্জ করে
ফেলবেনা কিন্তু কিছুটা হলেও ভাল
সাউন্ড পেতে সহায়ক হবে।
গান শোনার সময়ঃ
গান শোনার সময় মিউজিক
কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য
অনেক এপস আছে প্লেস্টোরে।
তেমনি একটি এপ হল
এখান থেকে ডাউনলোড করুন




এপটি ইন্সটল করার পর আপনার প্রিয়
একটি গান প্লে করুন। এপটি চালু
করুন। এবার আপনি নিজেই বুঝতে
পারবেন কি করতে হবে। এখন ভলিউম
বাড়াতে ও কমাতে পারবেন
নিমিষেই! EQ দ্বারা ভলিউম
এডজাস্টমেন্ট করা যায় সহজেই।
অন্যান্য সাউন্ডের ক্ষেত্রেঃ
এন্ড্রয়েড স্মার্টফোনের ওভারল
সাউন্ড বাড়ানোর জন্য কিছু এপস
আছে। এর মাঝে Volume+ অন্যতম।
এই অ্যাপসটি দিয়ে সাউন্ড বাড়িয়ে নিন
এখান থেকে ডাউনলোড করুন
ইন্সটল করার পর অনেক অপ্সহন
দেখতে পাবেন। Speaker Setting এ
ক্লিক করুন।
এবার আপনি ফোনের ভলিউম
রিপ্রোগ্রাম করতে পারবেন।
এক্ষেত্রে সাবধান থাকা উচিত
কেননা কিছু ফোনের স্পীকার
ম্যাক্সিমাম ভলিউমের কারণে নষ্ট
হতে পারে। যদি ইয়ারফোনে গান
শোনার সময় এপটি ইউজ করেন এবং
ভলিউম খুব বেশি দিয়ে রাখেন
তাহলে কানের ক্ষতি হতে পারে।
তাই, সতর্ক থাকা উচিত। Speaker
Modification এনাবল করে নিন। এরপর
ভলিউম লেভেল সেট করে নিতে
হবে। এবার, আপনার স্মার্টফোনের
সাউন্ড কোয়ালিটি অনেক ভাল ও
উন্নত হবে।
আজ এই পর্যন্ত,সবা ভালো থাকুন।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম

4 thoughts on "আপনার এন্ড্রোয়েড ফোনের সাউন্ড কোয়ালিটি ভালো না।দেখে নিন ইমপ্রুভ করবেন কিভাবে।"

  1. Mamun Al abdullah Contributor says:
    হ্যা অনেক ভাল এপটা
    1. hossain Contributor Post Creator says:
      Thx bro
  2. Meshkat Contributor says:
    Trickrun.com

    Wow very nice post.
    It is so helpfull for sound system.

    Trickrun.com

    1. hossain Contributor Post Creator says:
      thx

Leave a Reply