আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন??? আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম আরেক টি এপ যা অত্যন্ত কাজের। আশা করি পোস্ট টি একজনের হলেও কাজে দিবে। তো কথা না বাড়িয়ে আসল কথায় যাই।
→ আমরা অনেক সময় দেখি বিভিন্ন সিনেমায় সাবটাইটেল ইনকোড করা থাকে যা আলাদা করা যায় না। আজ দেখাবো কিভাবে আলাদা করবেন কোনো মুভি তে ইনকোডেড সাবটাইটেল।
প্রথমেই নিচের লিংক থেকে এপ টি ডাউনলোড করে নিন।
।
তারপর অপেন করুন এবং নিচের স্ক্রিনশট এর মত ব্রাউজার এর যায়গায় ক্লিক করে মুভি টি সিলেক্ট করুন।
তারপর নিচের স্ক্রিনশট এর মত এক্সট্রাক্ট এ ক্লিক করুন
তারপর ক্লিক করুন Save as SRT তে। আপনার সেই সাবটাইটেল টি পাবেন ঐ ফোল্ডারে যেখানে মুভি টি আছে। মুভি টির ফোল্ডারে সাবটাইটেল টি (.srt) ফরমেট এ পাবেন।
।
।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ
যেকোনো সমস্যায় ফেইসবুকে যোগাযোগ করুন
22 thoughts on "এবার দেখে নিন কিভাবে আলাদা করবেন কোনো মুভি তে ইনকোডেড সাবটাইটেল। ৩০০ কেবি এপ দিয়ে"