?সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে দারুন একটা টিপস নিয়ে হাজির হলাম। যারা বিভিন্ন লিংক অথবা কোনো লেখা ভালো করে রেখে দিতে চান তারা এই পোস্ট টা পরেন। আসা করি সবার এপটা কাজে আসবে। । তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।
এটার জন্য আপনাকে একটা এপ ডাউনলোড করতে হবে। মাত্র ৬২২ কেবি এপটার সাইজ।প্লেস্টোরে গিয়ে লিখবেন Fast Notepad তাহলে এপটা চলে আসবে।
?ডাউনলোড করা হলে ওপেন করুন।
?তারপর নিচের মত আসবে। এখান থেকে কোনো লেখা লিখতে হলে প্লাস (+) আইকনে ক্লিক করুন।
?যা যা লিখবেন এখানের সাদা বক্সে লিখবেন। তারপর বেক বাটন চাপলে লেখাটা সেভ হয়ে যাবে।
?দেখেন লেখাটা সেভ হয়ে গেছে।
?এবার ফাইলটা ডিলিট করবেন কি করে। ফাইলটাতে ক্লিক করে ধরে রাখুন।
?ক্লিক করুন Delete
?তিন ডট মেনুতে ক্লিক করেন।
?Trash bin ক্লিক করুন।
?দেখেন ডিলিট করা ফাইল এখান থেকে নিতে পারবেন।
?এইভাবে আপনি ব্যবহার করতে পরবেন।আপনার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা কমেন্ট করিয়েন এতে করে আমার নতুন নতুন পোস্ট নিয়ে আসতে উৎসাহিত করবে।
এ রকম ট্রিকস আরো পেটে আমার চেনেলটা সাবস্কাইব করুন।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।
ফোনেই তো Google Keep আছে সেখানেই তো এগুলা করা জায়
okk