??আসসালামু আলাইকুম??

?সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে দারুন একটা টিপস নিয়ে হাজির হলাম। যারা বিভিন্ন লিংক অথবা কোনো লেখা ভালো করে রেখে দিতে চান তারা এই পোস্ট টা পরেন। আসা করি সবার এপটা কাজে আসবে। । তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।

এটার জন্য আপনাকে একটা এপ ডাউনলোড করতে হবে। মাত্র ৬২২ কেবি এপটার সাইজ।প্লেস্টোরে গিয়ে লিখবেন Fast Notepad তাহলে এপটা চলে আসবে।

?ডাউনলোড করা হলে ওপেন করুন।

?তারপর নিচের মত আসবে। এখান থেকে কোনো লেখা লিখতে হলে প্লাস (+) আইকনে ক্লিক করুন।

?যা যা লিখবেন এখানের সাদা বক্সে লিখবেন। তারপর বেক বাটন চাপলে লেখাটা সেভ হয়ে যাবে।


?দেখেন লেখাটা সেভ হয়ে গেছে।

?এবার ফাইলটা ডিলিট করবেন কি করে। ফাইলটাতে ক্লিক করে ধরে রাখুন।

?ক্লিক করুন Delete

?তিন ডট মেনুতে ক্লিক করেন।

?Trash bin ক্লিক করুন।

?দেখেন ডিলিট করা ফাইল এখান থেকে নিতে পারবেন।

?এইভাবে আপনি ব্যবহার করতে পরবেন।আপনার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা কমেন্ট করিয়েন এতে করে আমার নতুন নতুন পোস্ট নিয়ে আসতে উৎসাহিত করবে।

এ রকম ট্রিকস আরো পেটে আমার চেনেলটা সাবস্কাইব করুন।

Tech শিক্ষক (SUBSCRIBE)

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ

27 thoughts on "মাত্র ৬২২ কেবির Notepad সবাই ব্যবহার করুন। সবার কাজে আসবে।"

  1. Md_Samiul_Alim Contributor says:
    nice post bro…
    1. Saif Author Post Creator says:
      tnx ?
  2. Reporter Author says:
    বুঝি না এগুলার কি দরকার?
    ফোনেই তো Google Keep আছে সেখানেই তো এগুলা করা জায়
    1. Saif Author Post Creator says:
      Amader mobile e nai
    1. Saif Author Post Creator says:
      Thank You ?
  3. শফিক Author says:
    Esob post dekhe keno rag utbena?
  4. Yasin Arafat Contributor says:
    keo far cry 5 er key ta dite parben
    1. AshfaqUzzaman Author says:
      far cry 5 ar codex aste 1month lagbe.ar key free pawa jai na kinte hoi
    2. Yasin Arafat Contributor says:
      ohh
      okk
    1. Saif Author Post Creator says:
      why?
    2. Tahsin Author says:
      এটাতো বেশির ভাগ ফোনের সথে ডিফল্ট ভাবে থেকে এজন্য কোন অ্যাপ লাগে না|এক এক ফোনে এক এক নামে থাকে|তাছাড়া ২ লাইন এর রিভিউ!
    3. Kamrul Contributor says:
      সব মোবাইলে থাকে না ??
    4. Tahsin Author says:
      হুম তাহলে রিপোর্ট করুন**
    5. Saif Author Post Creator says:
      right
  5. Riadrox Legend Author says:
    ধন্যবাদ। ভালো লাগল।।।।।
    1. Saif Author Post Creator says:
      Thank You
  6. স্বপ্ন Author says:
    ভালো পোস্ট
    1. Saif Author Post Creator says:
      Thank You @Mr. Perfect
  7. Sohag Khan Contributor says:
    ata na use koira Google keep use korle o onnek valo.so Google keep er review dile o valo hoto oitar moddhe akta likha shara jibon thakbe r onnek kajer akta app
  8. Úїм Author says:
    colornote onek vlo
  9. Guilty1122 Contributor says:
    emon note pad nai jeitay word er shonkha hisab kore?
    1. Saif Author Post Creator says:
      Na

Leave a Reply