আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

আমরা প্রায়ই পিসি তে উইন্ডোজ ইনস্টল দেয়ার পর যে ঝামেলায় পড়ি তা হলো এটা অ্যাক্টিভ করা। কিভাবে অ্যাক্টিভ করবো তা নিয়ে বিভিন্ন সফটওয়্যার থাকলেও প্রায়ই তা ভাইরাস বা ম্যালওয়ার হিসেবে ডিটেক্ট করে উইন্ডোজ সিকিউরিটি। এতে করে আপনার পিসি রিস্ক এর মুখে পড়ে যায়।

এরকম Active Windows ওয়াটারমার্ক এর সম্মুখীন তো আপনারা অনেকেই হয়েছেন। তাই না? আর যারা একটু প্রো ইউজার তারা তো জানেনই কিভাবে এটা রিমুভ করা যায়। মানে উইন্ডোজ অ্যাক্টিভ করে নেয়া যায়!

আজকে আমি দেখাবো কিভাবে আপনি PowerShell এর মাধ্যমে খুব সহজেই উইন্ডোজ ও মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ করে নিতে পারেন তাও একদম ফ্রি তে। এতে কোনো ভাইরাস বা ম্যালওয়ার ডিটেক্ট করার সম্ভাবনা নেই। আপনার পিসি একদমই সুরক্ষিত থাকবে। তো চলুন শুরু করা যাক।

প্রথমে Start বাটনে ক্লিক করুন। এরপর Powershell লিখে সার্চ করুন।

এবার মাউসের রাইট বাটন ক্লিক করে উপরের মতো অপশন অর্থাৎ Run as administrator এ ক্লিক করুন।

এরপরঃ

এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে হুবহু নিচের লেখাটুকু কপি করে পেস্ট করুনঃ

irm https://get.activated.win | iex

এবার Enter প্রেস করুন।

Enter প্রেস করার পর নিচের মতো একটা ইন্টারফেস আসবে।

এবার আপনি যদি উইন্ডোজ অ্যাক্টিভ করতে চান তাহলে 1 প্রেস করুন।

যদি মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ করতে চান তাহলে 2 প্রেস করুন।

উইন্ডোজ বা মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ আছে কিনা তা চেক করতে 6 প্রেস করুন।

আপনার কাঙ্ক্ষিত অপশনে প্রেস করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

কিছু প্রোসেসিং এর পর আপনার উইন্ডোজ বা মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেট হয়ে যাবে। আর মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন এর ক্ষেত্রে 2 প্রেস করার পর আরেকটা ইন্টারফেস আসবে। নিচের মতোঃ

এখান থেকে 1 সিলেক্ট করলে কিছু প্রোসেসিং এর পর মাইক্রোসফট অফিস পারমানেন্টলি অ্যাক্টিভেট হয়ে যাবে।

কোনো সমস্যা হলে অপশন 3, 4 বা 5 ট্রাই করে দেখতে পারেন। তবে আমি যতদূর দেখেছি অপশন 1, 2 তেই অ্যাক্টিভেট হয়ে যায় বেশিরভাগ এরই। আর হ্যাঁ, অ্যাক্টিভেট করার এই প্রোসেসে আপনার পিসি তে ডাটা কানেকশন অবশ্যই থাকতে হবে!

তো আজকে এই পর্যন্ত।

আমার অন্যান্য পোস্ট দেখে আসতে পারেনঃ

যেকোনো প্রয়োজনেঃ ফেসবুকে আমি

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

17 thoughts on "কোনো সফটওয়্যার ছাড়াই লাইফটাইম মেয়াদে অ্যাক্টিভেট করে নিন Windows 10, 11 এবং Microsoft Office 365!"

  1. Bita Paradox Contributor says:
    একটিভেট তো হয়, কিন্তু কিছুদিন পরেই তো “Get Geniune Office” জাতীয় সমস্যা সৃষ্টি হয় ।
    1. Forhad Rahman Author says:
      না, এই সিস্টেমে অ্যাক্টিভেট করলে কিছুদিন পর সমস্যা করবে না। এখানে পার্মানেন্টলি অ্যাক্টিভেট করা যায়।
    2. Avatar photo Md Rasel Rahman Rocky Contributor says:
      এই ধরনের সমস্যা হয়তো আপনার টাতে হতে পারে। আমি নিজেও ব্যক্তিগত ভাবে এই পদ্ধতি অনুসরণ করে Windows এক্টিভ করেছি। কিন্তু এখন পর্যন্ত কেন সমস্যা দেখি নাই।😉
  2. cawen82950 Subscriber says:
    Ei same post already ache.
  3. Avatar photo sojol Contributor says:
    Vy Facebook a knock doyeci vai please help koiren vy
  4. cawen82950 Subscriber says:
    Vai new kichu hole korben, na hole ki dorkar poribesh nosto korar?
    https://trickbd.com/windows-pc/1617090
    1. Avatar photo Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      একজন কমেন্টে জানতে চেয়েছেন তাই পোস্ট করেছি। ভালো না লাগলে ইগ্নোর করুন।
    2. cawen82950 Subscriber says:
      🤮= apnar opinion

      Comment korlei post korben naki?

  5. Avatar photo sojol Contributor says:
    ভাই আমি এর আগেও অনেকের কাছে জানতে চেয়েছি কিন্তু কেউ বলেনি।
    পোস্ট করার পর সবাই এখন বলতেছে।
    যখন হেল্প লাগতো তখন বলেনি,
    আর এখন……
    1. Avatar photo Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      ট্রিকবিডির নীতিমালা দেখে আসুন। একই আইডিয়ার পোস্ট শেয়ার করা যাবে তবে সম্পূর্ণ কপি করা যাবে না।
  6. Avatar photo Haque Battery Contributor says:
    Thanks for sharing
  7. Md Kayum Contributor says:
    not working brother, plz help
    img= https://ibb.co.com/PvgYQFTY
    see this image
  8. M_H_Mahin Contributor says:
    365 active kora jabe?
    1. Avatar photo Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      Ji
  9. Avatar photo Mimsad Contributor says:
    It’s working bro, Thank you so much for your support, It means lot to me.
    Muloto apnake thanks deyar jonnoi trickbd er ID ta log in disi,,
    Thank you again

Leave a Reply