ফটোসোর্স: www. ask. com
মায়ান সভ্যতার বিকাশ ঘটেছিল ২৬০০ খ্রীষ্ট পূর্বাব্দে।
বর্নিল এই সভ্যতায় যেমন ছিল হিংস্রতা, নিষ্ঠুর আদিমতা, তেমনি বিকাশ হয়েছিল জ্ঞান-বিজ্ঞানেরও। মায়ানরা হয়ে উঠেছিল প্রাচীন সভ্যতার অন্যতম সংগঠিত জাতি। তাদের ছিল ছিল রাষ্ট্রব্যবস্থা, আইন-কানুন, নিজস্ব ভাষা, সংস্কৃতি।
আসুন জেনে নিই মায়ানদের সম্পর্কে এমন কিছু চমকপ্রদ কিছু তথ্য যেগুলো চমকে দেবে আপনাকে!
১। মায়ানরা অন্যান্য সভ্যতার মত লোহা বা ব্রোঞ্জ এর অস্ত্র ব্যবহার করতেন না। তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতেন আগ্নেয় শিলা অথবা অবিসিয়ান অর্থাৎ কাঁচের মতো দেখতে এক প্রকার পাথর।
২। চ্যাপ্টা কপালের অধিকারী মায়ানরা তাদের জাতির গুনী মানী ব্যক্তিদের নাক কোণ বিশিষ্ট করার জন্য পুডিং ব্যবহার করত।
৩। সমাজের অভিজাত নারীরা দাঁতে বিন্দু এঁকে নকশা করতেন।
ফটোসোর্স: aquaworld. com . mx
৮। মায়ানদের ছিল ৩ টি ক্যালেন্ডার। তাঁর মধ্যে একটি ছিল ‘হাব’ যেখানে বছরকে আধুনিক ক্যালেন্ডারের মতোই ৩৬৫ দিনে ভাগ করেছিলেন তারা।
৯। তাদের দীর্ঘতম ক্যালেন্ডারটি ছিল ২,৮৮০,০০০ দিনের।
এই হিসেব অনুযায়ী ক্যালেন্ডারটি শেষ হয় ২০১২ সালে, যা পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎ বানীকে নির্দেশ করে।
১০। মায়ানদের লেখার পদ্ধতি সমসাময়িক যেকোন সভ্যতার তুলনায় অগ্রবর্তী ছিল। তারা যেকোন কিছুর উপরেই লিখতেন, যা সামনে পেতেন তাঁর উপরই, এমনি দালানের দেয়ালে
সৌজন্যে → www.PostBangla.GA