আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু ও জানতে ও শিখতে পারি।তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির নিরাপত্তা বৃদ্ধি করবেন, আর রক্ষা করবেন আপনার ফেসবুক আইডিকে।ফেসবুক আইডি নিরাপত্তার জন্য আপনাদের সাথে একটা সেটিংস শেয়ার করবো।আপনি যদি সেই সেটিংসটা চালু করেন তাহলে আপনার ফেসবুক আইডির নিরাপত্তা বৃদ্ধি পাবে।তো সেই সেটিংসটা হলো টু ফেক্টর ভেরিফিকেশন।অনেকে শুধু নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডি চালিয়ে থাকেন।তবে এক্ষেত্রে সমস্যা হলো কেউ চাইলে আপনার ফেসবুক আইডিটা হ্যাক করতে পারে।তবে টু ফেক্টর ভেরিফিকেশনটা হলো যখনই ফেসবুক আইডি লগইন করতে যাবেন তখন নাম্বার, পাসওয়ার্ড দেওয়ার পর ফেসবুক থেকে আপনাকে কোড পাঠাবে, আর ওই কোডটি দেওয়ার পর আপনি আপনার আইডি লগইন করতে পারবেন,অর্থাৎ কেউ যদি আপনার নাম্বার, পাসওয়ার্ড জেনেও যায় তবুও আপনার আইডি লগইন করতে পারবেনা।কারণ লগইন করতে হলে আপনার নাম্বারে আসা কোডটি প্রয়োজন হবে।নতুন ব্রাউজার ও অন্য ডিভাইসে লগইন করার সময়ও নাম্বার, পাসওয়ার্ডের পাশাপাশি কোড দরকার পড়বে।আশাকরি কি বুঝাতে চাচ্ছি বুঝতে পেরেছেন,বেশি কথা না বলে চলুন শুরু করা যাক কিভাবে টু ফেক্টর ভেরিফিকেশন চালু করবেন।
আমি আপনাদের ফেসবুক লাইট এ্যাপস থেকে দেখাচ্ছি, তবে আপনি চাইলে অন্য ব্রাউজার অথবা ফেসবুক এ্যাপস দিয়ে করতে পারবেন।
প্রথমে ফেসবুক লাইট এ্যাপসটি ইনস্টল করেনিন,ইনস্টল করতেএখানে ক্লিক করুন
সাইজ মাত্র ২ এমবি।
এবার আপনার নাম্বার, পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডি লগইন করুন এবং নিচের স্কিনশর্টগুলো ফলো করুন।











এবার ফেসবুক আইডি লগআউট করে আইডি রিমুভ করুন অথবা অন্য কোনো ব্রাউজারে লগইন করুন।প্রথমে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করুন



এবার ওকে তে ক্লিক করুন





আর এভাবেই আপনার ফেসবুক আইডিকে হ্যাকারের হাত রক্ষা করতে সাহায্য করবে।আশাকরি বুঝতে পেরেছেন।না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।মানুষ মাত্রই ভুল, তাই পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে ভুল ধরিয়ে দিবেন সংশোধনের চেষ্টা করবো।আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH ঘুরে আসার দাওয়াত রইলো,চ্যানেলটিতে যেতেএখানে ক্লিক করুন
আমাদের সাইটে একটা পোষ্ট করলে ৫-১০ টাকা দেওয়া হয়,সাথে ২ টি কপিমুক্ত পোষ্ট করেই ট্রেইনার হওয়ার সুযোগ, সাইট লিংক Tipsnow24.com
আর যেকোনো প্রয়োজনে ফেসবুক আমিMdshakilhasan
আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন।
{{{খোদাহাফেজ}}}

20 thoughts on "ফেসবুক আইডির নিরাপত্তা বৃদ্ধি করুন, আর রক্ষা করুন আপনার ফেসবুক আইডিকে"

  1. Nishat riya Contributor says:
    ?,,,,,,aj theke 2 year ager trick jodi den tahole kmne hobe vhi,,,,,
  2. Nishat riya Contributor says:
    ?,,,,,,aj theke 2 year ager trick jodi den tahole kmne hobe vhi,,,,,
    1. Mdshakilhasan Author Post Creator says:
      Vai onk ager trick holeu apni janleu maximum lok janena jar jonno aj id hack hocce
  3. Mdshakilhasan Author Post Creator says:
    আমরা আপনাদের ভালোর জন্যই পোষ্ট করি, এই পোষ্টটা দেখার পর অনেকেরই উপকার হবে
  4. MĚHÅĐĪ HħÄÑ ØPÜ Contributor says:
    ভাই আমি আমার ফোন সুইচ অফ করতে পারিনা এই নিয়ে একটি সুন্দর পোস্ট করুন
  5. ROCK.y Contributor says:
    Reported
    1. asmasagor Contributor says:
      হ্যাঁ এটা আমিও জানি অনেকেই জানে!এটা অনেক আগের পুরাতন পোষ্ট এটাও জানি এটাই সত্যি!তবে একটা জিনিস হচ্ছে আমি জানি অনেকেই জানে আবার অনেকেই জানেনা!যারা অলরেডি জানে তাদের বলছি আরে আবাল তুই জানিস তাতে কি নতুন যারা তারা কি না জেনে বসে থাকবে নাকি??আমার মতে পুরাতন পোষ্ট গুলো একদম নতুন ব্যাবহারকারীরা খুজেও পায়না হয়তোবা খুঁজেওনা!তাহলে এ-ই পুরাতন পোষ্টটা নতুনভাবেআরো একটু সহজ করে করলে তদের এতো জলেকেন??এটাতো কোনো ফালতু পোষ্ট নয় এটা কাজের পোষ্ট!এ-ই অথর আমার কেউ নয় তবুও তার পক্ষেকথা বলতে ইচ্ছে হলো বলে বললাম!আমি দেখেছি এরকম অনেক পোষ্টদাতা পোষ্ট করে অপমানিত হচ্ছে তো আমি মনে করি এটা ঠিক নয়!কারণ অল্ড পোষ্ট গুলো শুধু নতুন্দের জন্য!আরে ভাই তুই এক্সপার্ট, তুই মহাজ্ঞানী, তুই এইসব কিছুর আবিস্কারক,তাহলে তুই এ-ই পোষ্ট এড়িয়ে চল যারা যানেনা তারা এ-ই পোষ্ট থেকে জেনে নিবে ঠিক তুইও যেভাবে নতুন ভাবে শিখেছিলি!তো এটা নিয়ে রিপোর্ট করা, অপমানিত করা,অথরদের মন নষ্ট করা এটা ভদ্রতার পরিচয় নয়!আব্বে বলদ এ-ই অথররা কষ্ট করে পোষ্ট করে বলেই আজ তোরা বা*ল পাকামো দেখাচ্ছিস আর ভাব নিচ্ছিস!ভাই তদের পায়ে পরি এরকম করে অথরদের অপমানিত না করাই ভাল,ধন্যবাদ!!আর হ্যাঁ অথর ভাইদের দৃষ্টি আকর্ষণকরছি,আপনারা যারা অল্ড পোষ্ট নতুনভাবে করছেন করবেন সেখানে টাইটেল্টা একটু অন্যরকম করে দিলেইতো পারেন সিম্পল (অল্ড পোষ্ট নতুনদের জন্য) টাইটেল এ-র শেষের দিকে এরকম লিখে দিলেই তো খালাস!প্রিয় এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি ভাই হিংসুটেরা একটু হিংসে করে রিপোর্ট করবেই আপ্নারা নিজের ভিবেক থেকে বিচার করবেন!যদিও আপনাদেরকে জ্ঞান দেওয়া আমার পক্ষে ঠিকনা,আপ্নারা সিনিওর আর আমিমাত্র সাধারণ একজন মানুষ, আপনাদের থেকেই এসব শিখছি শিখতেছি তবু্ও কথাগুলো বললাম!ট্রিকবিডিতে আছি বলেই অনেক কিছু শিখতে পেরেছি আরো শিখবো,আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রইলো!
  6. Shipuraaj Contributor says:
    আবাল নাকি ভাই। এইটা কোনো পোস্ট হল
  7. Md Abdulla KaFi Contributor says:
    অনেক সুন্দর পোস্ট।

    অসাধারণ।

    এত সুন্দর পোস্ট এর জন্য তো আপনারে নোবেল দেয়া উচিত। ইতিহাসে আপনার নাম লিখে উচিত।

    Ak post r koybar dekhbo vai, R Agula ki notun??
    Atto ager trick Akhon share kore ki hobe..

    R Post Jara Approved kore tara ki gaja kheye kore naki

  8. Mdshakilhasan Author Post Creator says:
    Ashole trickbd te bujte parci kno manush post korte chaina
  9. Mdshakilhasan Author Post Creator says:
    Akjon thik e bollo, post korlei manush er mathai kamrai
  10. Mdshakilhasan Author Post Creator says:
    Akjon thik e bollo, post korlei manush er mathai kamrai
  11. Shakil sk Contributor says:
    old post…..
  12. Shakil sk Contributor says:
    old post….
  13. Shohidul Islam Contributor says:
    আমার জানামতেএই পোস্টটাট্রিকবিডিতে আরও২-৩ বছরআগে হয়েছিল।
  14. Mdshakilhasan Author Post Creator says:
    Hote pare but onk age post ase janle kortam na r new kaok help korar essa kortam na
  15. Mdshakilhasan Author Post Creator says:
    Hote pare but onk age post ase janle kortam na r new kaok help korar essa kortam na
  16. Sohan Author says:
    ধন্যবাদ তোমার পোস্টি পড়ে ভালো লেগেছে?
  17. asmasagor Contributor says:
    হ্যাঁ এটা আমিও জানি অনেকেই জানে!
    এটা অনেক আগের পুরাতন পোষ্ট এটাও জানি এটাই সত্যি!
    তবে একটা জিনিস হচ্ছে আমি জানি অনেকেই জানে আবার অনেকেই জানেনা!
    যারা অলরেডি জানে তাদের বলছি আরে আবাল তুই জানিস তাতে কি নতুন যারা তারা কি না জেনে বসে থাকবে নাকি??
    আমার মতে পুরাতন পোষ্ট গুলো একদম নতুন ব্যাবহারকারীরা খুজেও পায়না হয়তোবা খুঁজেওনা!
    তাহলে এ-ই পুরাতন পোষ্টটা নতুনভাবে আরো একটু সহজ করে করলে তদের এতো জলে কেন??
    এটাতো কোনো ফালতু পোষ্ট নয় এটা কাজের পোষ্ট!
    এ-ই অথর আমার কেউ নয় তবুও তার পক্ষে কথা বলতে ইচ্ছে হলো বলে বললাম!
    আমি দেখেছি এরকম অনেক পোষ্টদাতা পোষ্ট করে অপমানিত হচ্ছে তো আমি মনে করি এটা ঠিক নয়!
    কারণ অল্ড পোষ্ট গুলো শুধু নতুন্দের জন্য!
    আরে ভাই তুই এক্সপার্ট, তুই মহাজ্ঞানী, তুই এইসব কিছুর আবিস্কারক,তাহলে তুই এ-ই পোষ্ট এড়িয়ে চল যারা যানেনা তারা এ-ই পোষ্ট থেকে জেনে নিবে ঠিক তুইও যেভাবে নতুন ভাবে শিখেছিলি!
    তো এটা নিয়ে রিপোর্ট করা, অপমানিত করা,অথরদের মন নষ্ট করা এটা ভদ্রতার পরিচয় নয়!
    আব্বে বলদ এ-ই অথররা কষ্ট করে পোষ্ট করে বলেই আজ তোরা বা*ল পাকামো দেখাচ্ছিস আর ভাব নিচ্ছিস!
    ভাই তদের পায়ে পরি এরকম করে অথরদের অপমানিত না করাই ভাল,ধন্যবাদ!
    !
    আর হ্যাঁ অথর ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি,
    আপনারা যারা অল্ড পোষ্ট নতুনভাবে করছেন করবেন সেখানে টাইটেল্টা একটু অন্যরকম করে দিলেইতো পারেন সিম্পল (অল্ড পোষ্ট নতুনদের জন্য) টাইটেল এ-র শেষের দিকে এরকম লিখে দিলেই তো খালাস!
    প্রিয় এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি ভাই হিংসুটেরা একটু হিংসে করে রিপোর্ট করবেই আপ্নারা নিজের ভিবেক থেকে বিচার করবেন!
    যদিও আপনাদেরকে জ্ঞান দেওয়া আমার পক্ষে ঠিকনা,আপ্নারা সিনিওর আর আমি মাত্র সাধারণ একজন মানুষ, আপনাদের থেকেই এসব শিখছি শিখতেছি তবু্ও কথা গুলো বললাম!
    ট্রিকবিডিতে আছি বলেই অনেক কিছু শিখতে পেরেছি আরো শিখবো,আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রইলো!

Leave a Reply