আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছে। বর্তমানে নভেম্বরের মাস অফারের মাস চলতেছে। আর এই মাসেই চলে এসেছে ১১/১১ অফার।
এই ১১ ১১ অফারে redotpay visa card নিতে পারবেন মাত্র ৪ ডলারে । বর্তমানে এই ক্যাম্পিং চলবে ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত। তাই যারা এখনো কার্ড একটিভ করে নেই তারা দিতে পারে একটু করতে পারেন এটাই হচ্ছে সুযোগ।

এই অফারটি  জন্য প্রথমে একটি নতুন একাউন্ট তৈরি করুন:
Redotpay Account করার নিয়ম।
আর যাদের অলরেডি একাউন্ট আছে তাদের একাউন্ট করার প্রয়োজন নেই।
যারা আমার থেকে ডলার নিবেন তারা অবশ্যই আমার রেফার করতে ইউজ করবেন। অ্যাকাউন্ট তৈরি করবেন। এর ফলে আমি আপনাদের ৪৫০টাকায় ৪ ডলার দিতে পারবো। ও কার্ড active করতে যথেষ্ট সাহায্য করবো।
এখন আমি কিভাবে কম থেকে ডলার দিচ্ছি সেটি বর্ণনা দেই। কারণ অনেকে আগের পোস্টে কমেন্ট করেছে আমি রেফারেন্স নিচ্ছি। আসলে, আপনারা যখন আমার রেফার একাউন্ট করে আমার কাছে ডলার নিতে আসবেন। তখন বাজারে রিটে এখন যে ডলারের দাম তা ১২৫-১৩০ টাকা , সেখানে আমি ১১০ বা ১১৫ টাকায় ডলার দিচ্ছি। আপনারা যদি রেফার ব্যবহার না করতেন আমি তো দিতে পারতাম না। কারন আমি যে কমিশনটা পাচ্ছি সেই কমিশনের বিরাট অংশ আপনাদের দামের সাথে যোগ করে দেয়। এবং আমি সামান্য কিছু রেখে দেই। Redotpay 11.11 সেল এর 4$ এ Card নিতে পারছেন না, তাদের ১টি Invite করতে বলতেছে তার সমাধান। কার্ড নিন খুব সহজে।

যাহোক নতুন একাউন্ট করার সাথে সাথে ৫ ডলার বোনাস পাবেন। যে বোনাস টি রেওয়ার্ড হিসেবে যুক্ত হবে। আর আর এ রেওয়ার্ড বোনাসটি কার্ড কিনতে ব্যবহার করতে পারবেন না।

আর এখানে চার ডলার দিয়ে কার্ড নিলে, পুরোপুরি ফ্রিতে কাটি আপনার হয়ে যাবে। কিভাবে হবে সেটা এখন আমি বলছি। ধরুন আপনি নতুন অ্যাকাউন্টটি করলেন এবং ভেরিফাই করলেন উপরে লিংক এর মাধ্যমে। নতুন একাউন্ট করার সাথে  সাথে আপনি যে ৫ ডলার বোনাস টি পাবেন।

তা আপনার এইট হিসেবে থাকবে। এরপর আপনাকে ৪ ডলার binance থেকে ডেপোজিট করতে হবে। তাহলে আপনার এক ডলার থেকে যাবে। আগের ৫ ডলার থেকে ৪ বাদ দিলেও আপনার ১ ডলার লাভ থাকতেছে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।

এরপরে redotpay একাউন্টে ঢুকিয়ে, দেখবেন ১১ঃ১১ একটা অফার চলছে। নিচের দেখানো স্থানে ক্লিক করোন –

এর পর virtual card 4$ এর Get now ক্লিক করুন:

এবার দেখুন অফার যুক্ত হয়ে গেছে ও ৪$ ডলারে কার্ড নিতে পারবেন।
এর জন্য প্রথমে address এ আপনার ঠিকানা ও আপনার নাম voter আইডি তে যা আছে সেটি দিবেন।
তারপর Pay তে ক্লিক করুন।।

ব্যাস কার্ড নেওয়া হয় যাবে।
না বুঝলে YouTube এ এই ভিডিও টি দেখুন :
Video link

কার্ড অ্যাক্টিভেট ডলার নিতে আমাকে ফেসবুক অথবা টেলিগ্রামে মেসেজ করুন।

আমার ফেসবুক : Facebook

Telegram: Telegram Me

12 thoughts on "11.11 সেলে Redotpay Visa কার্ড ৬০% ছাড় নিন ৪ ডলারে। এই কার্ড দিয়ে Facebook boost করা যায়।"

  1. cawen82950 Contributor says:
    Offer kotodin thakve?
  2. cawen82950 Contributor says:
    Vai invitation kake dibo??!!
    1. Md. Omar Faruk Author Post Creator says:
      আমার ,উপরে কিভাবে নতুন এখন তৈরি করবেন তার লিংক দেওয়া আছে। ওখানে রেফার কোড পাবেন
  3. Nazmul Islam Author says:
    upore $10 dekhay kno
  4. Nishat Roni Contributor says:
    আরে মিয়া হুদাই ৪ ডলার খরচ করতে যাব কেন?
    Digifinex থেকে ফিরিতে কার্ড নেওয়া যাইতেছে ।
    1. HridoySheikh7 Author says:
      digifinix er onk report ase boss risky onk . apni 4$ a kinle 5 $ bonus to paben e 1$ lav
  5. Ramen Contributor says:
    আমি আপনাদের একাউন্টে ডলার ডিপোজিট করে দিব আমি আপনাদেরকে ফ্রিতে কার্ড করে দিব কিন্তু আমাকে রেফার দিতে হবে my fb link:- https://www.facebook.com/profile.php?id=100047942973558
    1. mri119 Contributor says:
      Inbox korche check koren
  6. Sajib Ahmed Contributor says:
    এটা শুধু মাত্র নতুন একাউন্ট এর জন্য পুরাতন একাউন্টে ১০ ডলারের নিচে কার্ড নেওয়া যায় না ।
    1. Md. Omar Faruk Author Post Creator says:
      যাবে, একটা রেফার আপনার নিজের account থেকে করে নিতে হবে।
      এটা খুব সহজ। আপনার redotpay রেফার এর যে লিঙ্ক দেয়।এর মধ্যে ঢুকে tamp mail বসিয়ে কোড সেন্ড করলেই রেফার কাউন্ড হয়ে যাবে।
  7. muntasir.sakib Contributor says:
    Telegram e knock korechi.
    Check

Leave a Reply