আশাকরি আপনি ভালো আছেন।আমাদের আজকের বিষয়, ২০১৯ সালে অন-পেজ এসইও (On-Page SEO) নিয়ে, ২০১৯ সালে গুগল আমাদের ওয়েব সাইট এর জন্য কি কি আপডেট দিয়েছে । কোথাও কোন ভুল হয়ে থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি তরিকুল ইসলাম (তুষার) আপনাদের জন্য নিয়ে আসলাম এসইও এর পরিপূর্ণ টিউটোরিয়াল যারা নিজেদের ওয়েবসাইটে বা ব্লগ এর এসইও করতে চান বা SEO শিখতে চান তারা আমার টিউটোরিয়াল গুলো পড়ে খুব সহজেই শিখতে পারেন,অথবা অপনা ওয়েব সাইটের জন্য আটিক্যাল লিখে নিতে পারেন।

অন পেজ এসইও আপডেট ২০১৯

আজ যে বিষয় গুলো নিয়ে আলোচনা করা হবে গুগল এসইও আপডেট ২০১৯ সালে এই বিষয় গুলোকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন।

আপনার কি জানা আছে?

  • Googlebot কীভাবে আপনার সাইট এবং আপনার ওয়েব পৃষ্ঠাগুলির মাধ্যমে ক্রল করছে?
  • আপনার সাইটের UX for on-page content কি?
  • আপনার সাইটের on-page content এর মান কেমন হওয়া উচিৎ?

এই ৩টি বিষয় নিয়ে ভালো ভাবে আলোচনা করা হলোঃ

Crawler/bot-accessible কিভাবে কাজ করে

স্পাইডার ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে এবং পরে সেগুলোকে সংরক্ষণ করা হয়। যেহেতু বিশ্বজুড়ে কোটি কোটি ওয়েবসাইটে প্রতিমুহূর্তেই অগণিত তথ্য যুক্ত হচ্ছে, সেজন্য স্পাইডার সারাক্ষণই ক্রলিং করতে থাকে, ইনডেক্সও প্রতিনিয়ত আপডেট হতে থাকে। স্পাইডারের সংগ্রহ করা তথ্য ব্যবহার করেই একটি সার্চ ইঞ্জিন তার ইনডেক্স বা তথ্যভাণ্ডার তৈরি করে। একটি ইনডেক্সে নানারকম শব্দ ও তার URL গুলোর তালিকা থাকে।

☑ Meta robots tag allows crawling

আপনার সাইটের মেটা রোবট ট্যাগ ক্রাউলিং করার অনুমতি দেয়া আবশ্যক। এটি যদি Googlebot কে ক্রলিং থেকে বাধা দেয় তবে আপনার সাইট কখনই সার্চ ইঞ্জিন এর অনুসন্ধানে থাকবে না,আর তার জন্য অবশ্যই আপনাকে ক্রাউলিং করার অনুমতি দিতে হবে ।

☑ Robots.txt doesn’t disallow crawling

আর আপনার ওয়েব সাইটের কোন পেজটি crawling অনুমতি না দিবেন না,সেই পেজটি disallow এর মাধ্যমে  সার্চ ইঞ্জিন কে আপনি বোঝাতে পারবেন।

☑ URL is included in sitemap

একইভাবে, আপনাকে নিশ্চিত করতে হবে যে URL আপনার সাইটের site map রয়েছে।

☑ Schema markup

স্কিমা হচ্ছে একটা কোড যেই কোড দ্বারা গুগল এর সার্চ রেজাল্টে ভালভাবে ফলাফল দেখাতে সাহায্য করে ইউজারকে।যদি প্রশ্ন জাগে আপনার মনে কি কি ক্ষেত্রে স্কিমা অ্যাড করা যাবে । তার উত্তর জানতে হলে নিচের দিকে দেখুন ।

  • Businesses and organizations
  • Events
  • People
  • Products
  • Recipes
  • Reviews
  • Videos

এই ৭ টি ক্ষেত্রে আপনি স্কিমা অ্যাড করতে পারবেন ।

☑ Internal links pointing to your page with natural anchor text

সুতরাং চক্র পাথর জন্য পদবিন্যাস করার চেষ্টা করছি। হয়তো আমি যোগব্যায়াম ওয়েবসাইটে আছি এবং আমি নিশ্চিত করতে চাই যে আমার অভ্যন্তরীণ পৃষ্ঠাগুলিতে অন্যান্য অক্ষর রয়েছে যা চাকার পাথরগুলিকে নোঙ্গর পাঠ্য “চক্র স্ফটিক” বা “চক্র পাথর” দিয়ে সংযুক্ত করে এবং নিশ্চিত করে যে আমি Google দেখছি যে এটি আসলেই একটি অভ্যন্তরীণভাবে সংযুক্ত পাতা এবং এটি গুরুত্বপূর্ণ এবং আমরা এটি কিছু ওজন দিতে চাই।

☑ HTTPS – SSL

আপনি এটি নিশ্চিত করতে চান যে এটি সুরক্ষিত এবং Google এটি বিবেচনা করেও বিবেচনা করছে।

যারা আগের টিউন পড়েন নি তারা এখান থেকে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন:

যেই জিনিসগুলো নিয়ে বুঝতে সমস্যা হবে; এই পোস্ট এর নিচে কমেন্ট করুন। আমি চেষ্টা করবো সাহায্য করতে অথবা আমার ফেসবুক পেজ এ মেসেজ করতে পারেন ।

আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।

6 thoughts on "অন-পেজ এসইও (On-Page SEO) আপডেট (২০১৯)"

  1. blackhat Contributor says:
    Post er language dekhe bojha jasse j 100% copy ba language convert kora.
    1. Toriqul Islam Tusher Author Post Creator says:
      Thank, kosto kore bolar jonno.
  2. RJ JAHID Contributor says:
    আমি একদম শিউর এটা কপি পোস্ট।শুধু ট্রান্সলেশন করে পোস্ট করে দিয়েছেন।
  3. TEACH ApoN Contributor says:
    kicui bujhlam na

Leave a Reply