স্মার্টফোনের চার্জিং সমস্যা
সমাধানে এসে গেলো নতুন এক
সমাধান। জল দিয়ে চার্জ হবে
স্মার্টফোন। আর এর জন্য
বিজ্ঞানীরা ছোট্ট একটি
চার্জিং ডিভাইস আবিষ্কার
করেছে। যেটি দেখতে অনেকটা
ক্রেডিট কার্ডের মত। এই চার্জিং
ডিভাইসটিতে রয়েছে একধরণের
লবনাক্ত জল। যা কিনা ইলেকট্রিক
তৈরি করতে সক্ষম। ফলে পাওয়ার
ব্যাংকের মতই ফোনে চার্জ দেওয়া
যাবে এটি দিয়ে।

নয়া এই চার্জিং ডিভাইসটি তৈরি
করেছ জেএকিউ নামের একটি
প্রতিষ্ঠান। ডিভাইসটির নাম
দেওয়া হয়েছে পাওয়ার কার্ড। এই
পাওয়ার কার্ড 1800 মিলি
অ্যাম্ফিয়ার আওয়ার ব্যাটারির
সমান ইলেকট্রিক তৈরি করতে
পারে। ফলে এটি দিয়ে আইফোন
6এসের মত ফোন সহজে চার্জ দেওয়া
যায়। এছাড়াও এটি দিয়ে ট্যাবলেট
এবং কম্পিউটারের মত ইলেক্ট্রনিক
ডিভাইসও এটি দিয়ে চার্জ দেওয়া
যাবে।
যদিও এখনও পর্যন্ত এই পাওয়ার
কার্ডটি এখনও বাজারে আসেনি।
তবে সংস্থার তরফ থেকে আশা করা
হচ্ছে এ বছরের শেষের দিকে এটি
বাজারে পাওয়া যাবে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

Leave a Reply