যাদের ১৮ বছর হয়েছে তাদের জন্য প্রতি বছরের নিদর্শন একটি মাসে ভোটার হওয়ার বা ভোটার করার জন্য নির্বাচন অফিস থেকে লোক এসে বাড়ি বাড়ি ভোটর করার জন্য তথ্য নিয়ে যাই। কিন্তু যখন নির্বাচন অফিস থেকে লোক আসে ভোটার করার জন্য তথ্য নিতে সে সময় হই তো বিভিন্ন কারণ বসত বাসায় বা বাড়িতে থাকি না অন্য কথাও থাকি এবং নির্বাচন অফিস এর লোক ভোটার করার জন্য তথ্য নিতে এসে ঘুরে যাই বা কোনো না কোনো ভাবে মিস্টেক হয়ে যাই।
মিস্টেক হওয়ার জন্য সে বছর আর ভোটার হওয়া যাই না এবং আবার সামনের বছর এর জন্য অপেক্ষা করতেভহয়..!!
আপনার হয় তো জানেন না এখন সারা বছর ভোটার হওয়ার জন্য অনলাইন এ আবেদন করতে পারবেন এবং আপনার কপাল যদি ভালো হয় তো আপনি ৩০ দিন এর মধ্যে জাতীয় পরিচয় পত্র পেয়ে যাবেন.!!
তো শুরু করা যাক অনলাইন এ ভোটার এর আবেদন করার বিস্তারিত….
প্রথমে এখানে ক্লিক করুন।
তার পর আপনার জন্ম নিবন্ধন বা যে কোনো শিক্ষাগত যোগ্যতার সাটিফিকেট অনুযায়ী ইংরেজি তে ফুল নাম দিবে এবং জন্ম তারিখ দিবেন তার পর verify কোড বসে দিয়ে বহাল এ ক্লিক করুন।
তার পর আপনার ফোম নাম্বার বসে দিয়ে বার্তা পাঠান এ ক্লিক করুন।
তার পর আপনার ফোনে একটা কোড যাবে তা এখানে বসে দিয়ে বহাল এ ক্লিক করুন।
তার পর একটা ইউজারনেম আর Password দিয়ে বহাল এ ক্লিক করুন।
এখন বিস্তারিত প্রোফাইল এ ক্লিক করুন।
এখন এই ফর্ম টি আপনার জন্ম নিবন্ধন বা যে কোনো শিক্ষাগত যোগ্যতার সাটিফিকেট অনুযায়ী সকল তথ্য দিয়ে পরবর্তী তে ক্লিক করুন।
এখন আপনার শিক্ষাগত যোগ্যতা এবং পেশা ধর্ম সিলেষ্ট করে পরবর্তী তে ক্লিক করুন।
তার পর আপনার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা বসে দিয়ে পরবর্তী তে ক্লিক করুন।
তার পর আবার সাবমিট তে ক্লিক করুন।
তার পর হয়ে গিয়েছে ভোটার হওয়ার জন্য আবেদন করা এখন এই ফর্ম টা যে কোনো কম্পিউটার এর দোকান এ গিয়ে প্রিন্ট করে দিন।
এখন আসি কাগজ পত্র!
ভোটার হওয়ার জন্য লাগবে
১)শিক্ষাগত যোগ্যতার সাটিফিকেট বা জন্ম নিবন্ধন পত্র.!!
২) ইউনিয়ন পরিষদ বা পৌরসভা হতে নাগরিকত্ব সনদপত্র..!
৩) আপনার বাসার বিদ্যুৎ বা গ্যাস বা পানি বা টেলিফোনে বা ট্যাক্স এর রশিদ এর মধ্যে যে কোনো একটা বিলের কপি
৪) মা-বাবা বা স্বামী এর জাতীয় পরিচয় পত্র
উপরে সব গুলা কাগজ এর লাগবে ফটকপি এবং এক কপি করে
তার পর সব গুলা লাগজ ফাইল বন্ধি করে চলে যান আপনার উপজেলা নির্বাচন অফিস এ সেখানে গিয়ে কাগজ পত্র গুলা জমা দিন এবং তার পর উপজেলা নির্বাচন অফিস এর কর্মকর্তা বলে দিবে এখন আপনাকে কি কি করতে হবে।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
নতুন বিকাশ একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস নিয়ে নিন
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
Thank you ?
বহাল রাখুন?
গ্রামের বাড়িতে সাধারণত হোল্ডিং নম্বর পাওয়া যায় না
ধন্যবাদ ?
আমার প্রশ্ন হচ্ছে, আমার জন্ম সনদ অনু্যায়ী আমার বয়স ১৬ বছর কিন্তু আমি এই ফরম পূরণ করে রেখেছি।। প্রিন্ট করেও রেখেছি…এর পরবর্তী ধাপ কি? জানলে উপকৃত হতাম।
ধন্যবাদ ?
মানে ওরা যত তাল বাহানা করে, তাই বললাম আর কি