আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি কথা বাড়াতে চাই না । সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চাই ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝতে পেরেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে ওয়াপকিজ সাইটে হিডার কোড যুক্ত করা শেখাতে যাচ্ছি । সম্পূণ পোস্টটি পড়লে আপনি সহজেই হিডার সম্পকে জানতে পারবেন এবং ওয়াপকিজ সাইটে হিডার স্ক্রিপট ব্যাবহার করা শিখতে পারবেন ।

হিডার স্ক্রিপট কি?

হিডার স্ক্রিপট হলো সাইটের একটি অংশ যা সাইটের সকল পেজে দেখা যায় । আমি সাইটের হিডারে যে সকল কোডগুলো রাখব কোড অনুযায়ী তা আমার সাইটের যে কোন পেজেই যান না কেন তা দেখতে পারবেন । হিডার সবসময়ই সাইটের প্রথম অংশে থাকে । অথাৎ হিডার সাইটের প্রথম অংশ ।

ওয়াপকিজ সাইটে হিডার স্ক্রিপট যুক্ত করবেন যেভাবে :-

» প্রথম সাইটের “panel mod”-এ যান ।

» তারপর “manage page” অপশনে ক্লিক করুন ।

» তারপর “site–1”-এর “manage item” অপশনে ক্লিক করুন ।

» তারপর নিচের ছবির মতো “panel” অপশনে ক্লিক করুন ।

» তারপর “html/tag code” অপশনে ক্লিক করুন ।

» তারপর কোড বসিয়ে দিন ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । যে কোন প্রয়োজনে আমাকে ইমেইল করুন ।

আমার ইমেইল [email protected]

Leave a Reply