তথ্য আদান প্রদান করার সময় ফোনের
মেমোরি কার্ড
হঠাৎ
খুলে নেওয়া হলে বা কোনোভাবে সংযোগ
বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত
হয়ে অকেজো হতে পারে।
নানাভাবে এমন
অকেজো মেমোরি কার্ড সচল
করা গেলেও
সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত
এবং বাহ্যিকভাবে নষ্ট
প্রায় কার্ডকে ঠিক
করতে ডেটা রিকভারি সফটওয়্যার
ব্যবহার
করতে হবে।
মেমোরি কার্ডের তথ্য
দেখা যাচ্ছে,
কিন্তু
সেটি ব্যবহার
করা না গেলে আপনাকে এই
সফটওয়্যার সমাধান দিতে পারে। এ
ক্ষেত্রে ডেটা উপস্থিত
থাকে কিন্তু
কম্পিউটার
বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড)
পারে না। এ

জন্য কার্ড
রিডারে মেমোরি কার্ড
ঢুকে নিয়ে কম্পিউটারে সংযোগ
দিন।
খেয়াল রাখুন,
মেমোরি কার্ড ফাইল
এক্সপ্লোরারে বা হার্ডড্রাইভের
অন্যান্য
ডিস্কের
মতো দেখালে এটিতে প্রবেশ
করা যাবে না, কিন্তু ফাইল
সিস্টেম
ঠিক আছে।
এবার উইন্ডোজ ৭-এ স্টার্ট
মেন্যুতে cmd
লিখে এর ওপর ডান বোতাম
চেপে Run as
administrator নির্বাচন
করে সেটি খুলুন।
কমান্ড
প্রম্পট চালু হলে এখানে chkdsk m
r
লিখে এন্টার করুন। এখানে
হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।
কম্পিউটারে কার্ডের ড্রাইভ
লেটার
যেটি দেখাবে সেটি এখানে লিখে চেক
ডিস্কের
কাজটি সম্পন্ন হতে দিন।
এখানে convert lost
chains to files বার্তা এলে y চাপুন।

ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক
থাকলে কার্ডের
তথ্য আবার ব্যবহার করা যাবে।
মেমোরি কার্ড
যদি invalid file system দেখায়
তাহলে সেটির
ড্রাইভের ডান ক্লিক করে Format-এ
ক্লিক করুন।
File system থেকে FAT নির্বাচন
করে Quick
format-এর টিক চিহ্ন
তুলে দিয়ে Format-এ ক্লিক
করুন। ফরম্যাট সম্পন্ন
হলে মেমোরি কার্ডের তথ্য
হারালেও কার্ড নষ্ট হবে না।

এ রকম আরও টিপস পে‌তে আমার সাইট থে‌কে একবার ঘু‌রে আস‌বেন সৌজন্য আমার সাইট ।

5 thoughts on "অচল মেমোরি কার্ড আবার সচল করে তুলুন সহজ উপা‌য়ে pc দ্বারা।"

  1. salauddin ayubi Contributor says:
    vai amar 16 gb memori new
    kinto memorita first time amar mobile e show koreche kinto ekhon show kore na emonki pc tew show kore na sudu ekti nokia mobile support kore
    kinto sei nokia mobile e sudu audio suna jai
    file manager nai
    ekhon ami ki korbo please help
  2. SHAKIL HOSSAIN Contributor Post Creator says:
    MEMORY FORMET DEN
  3. Sarowar Subscriber says:
    অনেক পুরনো পোস্ট …..
    আর একটা ফালতু পোস্ট……
    আমি এই পদ্ধতি সহ আরও বেশ কয়েকটি পদ্ধতি দিয়ে চেষ্টা করেছি হয়নি…….
  4. Liton81 Contributor says:
    এই গুলো আজ থেকে ৪-৫ বছর আগেই ট্রাই করেছি, এটা প্রথম আলো পত্রিকায় ও শেয়ার করেছে বাজে পোষ্ট কোন কাজ করে না এই গুলো আমার কাছে ৫০টার বেশি মেমোরি কার্ড নস্ট হয়ে আছে কিছুই হয় না
  5. Monirul Contributor says:
    ভাই আমার একটা ৮জিবি কার্ড ফরমেট হয়না আর ভিতরের কোনো ফাইল ডিলিট বা এড করতে পারিনা তবে নোকিয়া ফোনে চালালে সব ফাইল শো করে এবং ফটো দেখতে পারি বা ভিডিও দেখতে পারি কিন্তু অন্য কোনো ব্রান্ডের ফোনে মেমরি কার্ড শো করে কিন্তু ওপেন হয়না। প্লিজ যদি একটু হেল্প করতেন। মুলত এইটা হইছে কার্ডে ২টা ভাইরাস ছিলো তার একটা ডিলিট দিছি তারপর আরেকটা ডিলিট দিতে গিয়ে ফেইল্ড উঠে ঐটা হাইড হয়ে গেছে তারপরেই কার্ডের এই অবস্থা।

    কোনোমতে ফরমেট করতে পারলেই হলো।
    ধন্যবাদ।

Leave a Reply