অনেক দিন আবার মাইওয়াপব্লগ নিয়ে লিখছি। সবাইকে আমার পোস্টে স্বাগতম।

আজকে দেখব কিভাবে নতুন পোস্টে পিক /ছবি যুক্ত করবেন?

এটা করার জন্য আমরা দুইটা পদ্ধতি অনুসরন করতে পারি।

প্রথমে আমরা একটা ছবি আপলোড করে নেই। দেখুন কিভাবে আপলোড করতে হবে। Dashboard > Files>

পদ্ধতি ১

আমাদের ফাইল আপলোড করা শেষ। এখন দেখব কিভাবে ছবি যুক্ত করতে হবে। এটা করার জন্য প্রথমে File Manager এ চলে যাব। এখান থেকে আপনার আপলোড করা সব ছবি পাবেন। তাই যেটা নিয়ে কাজ করব সেটার পাশে create post এ ক্লিক করুন। না বুঝলে পিক দেখুন

পদ্ধতি -২

এই পদ্ধতি তেও পিক যুক্ত করা যাবে। এটা করার জন্য New post এ যান। তারপর নিচের ss টা দেখুন

আশা করি সবাই বুঝতে পেরেছেন। সহজ ভাষায় ছোট করে লিখেছি।

সবার মতামত আশা করছি। ভাল সাড়া পেলে পরের পার্ট গুলো তাড়াতাড়ি দেওয়া যাবে।

সমস্যা হলে কমেন্ট বা আমাকে Fecebook এ message দিন।

প্রয়োজনে আমার সাইট টি দেখতে পারেন bangla blog

6 thoughts on "মাইওয়াপব্লগে কিভাবে পোস্টের মধ্যে ছবি যুক্ত করবেন? [মাইওয়াপব্লগ পোস্ট -৫]"

  1. shakibjoy.heck.in Author Post Creator says:
    আগের পোস্ট গুলো দেখুন। https://trickbd.com/wapka/86400
    https://trickbd.com/wordpress/87554
  2. apktips Contributor says:
    Trickbd কি Wordprss এ তৌরী?
    1. Nasir Uddin Nobin Administrator says:
      জ্বী
  3. Prince Al-amin Author says:
    vai wapka te system thakle bolen…….pleae!
    1. shakibjoy.heck.in Author Post Creator says:
      wapka img bb code use koro

Leave a Reply