Be a Trainer! Share your knowledge.
Home » Youtube » এক ক্লিকে সকল ইউটিউব চ্যানেল Unsubscribe করুন !

এক ক্লিকে সকল ইউটিউব চ্যানেল Unsubscribe করুন !

আমরা অনেকেই আছি যারা অনেক অপ্রয়োজনীয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি । যেসব চ্যানেলের ভিডিও আপনার ইউটিউব ফিডকে নষ্ট করে দিচ্ছে । তো তাদের জন্য আজকের এই পোস্টটা অনেক হেল্পফুল হবে ।

তো আজকে আমি আপনাদেরকে দুইটা টেকনিক দেখাবোঃ

১। মোবাইল ইউজারদের জন্য
২। কম্পিউটার ইউজারদের জন্য

কম্পিউটার ইউজার এক ক্লিকেই অনেকগুলো চ্যানেল Unsubscribe করতে পারবেন কিন্তু মোবাইল ইউজাররা এটা করতে পারবেন না ?
তবে মোবাইল ইউজারদের জন্যও আমার একটা টেকনিক আছে যেটা এপ্লাই করলে আপনি কয়েক মিনিটেই সব অপ্রয়োজনীয় চ্যানেল আনসাবস্ক্রাইব করতে পারবেন ?

তো চলুন মোবাইল ইউজারদের দিয়ে শুরু করি…

 

মোবাইল থেকে অপ্রয়োজনীয় চ্যানেল আনসাবস্ক্রাইব করবেন কিভাবে?

(বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন)

প্রথমেই চলে যান আপনার ইউটিউব এপে এবং Subscriptions অপশনে ক্লিক করুন

 

তারপর, উপরে ALL বাটনে ক্লিক করুন

তারপর, আপনারা সব চ্যানেল এর লিস্ট পেয়ে যাবেন । তো এখান থেকে আপনি যদি একটা একটা চ্যানেল এ ঢুকে ঢুকে Unsubscribe করেন অনেক সময় লাগবে । কেমন হতো যদি এই চ্যানেলগুলো পাশে এখানেই আনসাবস্ক্রাইব বাটন থাকতো ?
হুম এটাই করবো আমরা সামনে।

আপনারা Channel List এর উপরে একটা Manage বাটন পাবেন ঐটায় ক্লিক করেন

তারপর আপনারা যদি চ্যানেলের উপর ক্লিক করে বামদিকে একটু টান দেন তাহলে দেখবেন যে Unsubscribe বাটন চলে এসেছে তো এখান থেকে খুব সহজে এবং তাড়াতাড়ি আপনারা Unsubscribe করতে পারবেন । তাছাড়া নোটিফিকেশন বেলও অফ/অন করে দিতে পারবেন ।

 

তো এবার আসি কম্পিউটারের টেকনিকে…

 কম্পিউটার থেকে সব ইউটিউব চ্যানেল এক ক্লিকে আনসাবস্ক্রাইব করবেন কিভাবে?

(বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন)

প্রথমেই চলে যান এই লিঙ্কে [ এখানে ক্লিক করুন ]

তারপর আপনারা আপনাদের সাবস্ক্রাইব করা সব গুলো ইউটিউব চ্যানেল দেখতে পারবেন । তো এখন আমরা যদি একটা একটা করে Unsubscribe করতে যাই মাউসের বারোটা বেজে যাবে ?

তো এজন্যই আমরা একটা স্ক্রিপ্ট ব্যাবহার করবো ।

স্ক্রিপ কোডটি কপি করে নিন [ এখান থেকে ]

 

তো কপি করা শেষ ? এখন আবারো ইউটিউবে চলে যান । এবং আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে Inspect অপশন পাবেন ঐটায় ক্লিক করুন ।

তারপর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন । এখান থেকে Console বাটনটাতে ক্লিক করবেন ।

তারপর, এই জায়গাটা ফাঁকা থাকবে আপনারা এখানে CTRL V আপনার কম্পিউটার থেকে প্রেস করে কপি করা কোডটা পেস্ট করে দিবেন এবং Enter বাটনে প্রেস করবেন তাহলেই দেখবেন Unsubscribe করা শুরু হবে । 

আপনাদের বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখতে পারেনঃ

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★আজীবনের জন্য নেটফ্লিক্স প্রিমিয়ামের বিকল্প এপ একদম ফ্রীতে নিয়ে নিন | Android iOS এবং Windows সব প্লাটফর্মের জন্য

★★ ফেসবুক পেজের About অপশনে ছবি দিন । Add image in Facebook Page About Section

★★নিয়ে নিন মোবাইল দিয়ে অডিও,ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সেরা Videoder এপের প্রিমিয়াম ভার্সন! ?

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ Shutterstock থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!

 

FIND ME ON FACEBOOK
JOIN OUR FACEBOOK GROUP

 

 

3 years ago (Dec 25, 2020)

About Author (114)

Kazi Mahbubur Rahman
author

Programmer | Content Creator | Learner

Trickbd Official Telegram

7 responses to “এক ক্লিকে সকল ইউটিউব চ্যানেল Unsubscribe করুন !”

  1. Oliullah Contributor says:

    Khub valo post

Leave a Reply

Switch To Desktop Version