Be a Trainer! Share your knowledge.
Home » Games Review » এবার wcc2 ক্রিকেট গেমে টেস্ট ম্যাচে প্রতিপক্ষকে ০০ রানে অলআউট করার স্পেশাল টিউটোরিয়ালটি দেখে নিন

6 months ago (Sep 24, 2017)

এবার wcc2 ক্রিকেট গেমে টেস্ট ম্যাচে প্রতিপক্ষকে ০০ রানে অলআউট করার স্পেশাল টিউটোরিয়ালটি দেখে নিন

Category: Games Review Tags: , , , , by


আসসালামু আলাইকুম

আশা করি সকলেই ভালো আছেন।

আমি ট্রিকবিডিতে নতুন। তাই কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

তো আসল কাজে চলো যাই।

আমরা অনেকেই wcc2 গেমটি খেলি। আজ আমি আপনাদের দেখাব কিভাবে wcc2 টেস্ট ম্যাচ খেলবেন। এই সিস্টেমে আপনি ভাল করে বল করে যেতে পারলে ০০ রানেই প্রতিপক্ষকে অলআউট করে দিতে পারবেন।

তবে এর জন্য আপনাকে সকল বোলারকেই ফাস্ট বোলার বানাতে হবে, অথবা শুধু ফাস্ট বোলার দিয়েই বল করতে হবে।

তাই আগে সকলকেই ফাস্ট বোলার বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ একসাথে ৮ জনের বেশী বোলার রাখতে পারবেন না। যারা রোল পরিবর্তন করতে পারেন না, তারা স্কিনশটগুলো ফলো করুন।

রোল পরিবর্তনের পর, খেলা শুরু করুন। তারপর নিচের স্কিনশট মোতাবেক ফিল্ডিং সাজিয়ে নিন।

সকল ফিল্ডারকেই গোল বৃত্তের ভেতর রাখতে পারেন। অথবা চারজন (উইকেটকিপারসহ ৫ জনকে) রেখে অন্যদেরকে আরো কয়েকটি গুরুত্বপূর্ন পজিশনে রেখে দিতে পারেন, তাহলে সহজে চার হবে না।

ফিল্ডিংয়ের জন্য নিচের স্কিনশটগুলো ফলো করতে থাকুন।

আশা করি ফিল্ডিং সাজানো হয়েছে।
এবার যে কোন ফাস্ট বোলারকে দিয়ে শর্ট বল বা বাউন্সার টাইপের বল করতে থাকুন। কোথায় বল ফেলবেন শর্টে দেখুন।

প্রথম ওভার শেষে ১৪ রানে ২ উইকেট।

দেখুন ব্যাটসম্যানরা কোন রানই করতে পারেনি। সবগুলোই অতিরিক্ত। স্কিনশট নিতে গিয়ে এটা চলে গেছে। তা না হলে হয়ত হতো না।

আশা করি এই নিয়মে খেললে আপনি সহজেই টেস্ট ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করতে পারবেন।

তাহলে খেলতে থাকুন। আর উপভোগ করতে থাকুন। ভালো লাগলে অথবা না বুঝলে কমেন্ট করুন।

বি:দ্র: আমার পরবর্তী পোস্টটি কিভাবে কোন অ্যাপ দিয়ে HTML সহ কয়েক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ টেস্ট বা পরিক্ষাসহ সহজেই শিখবেন সেই অ্যাপ নিয়ে।

আসসালামু আলাইকুম

Report

About Post: 22

Sabbir Hossain

কিছু জানাতে ও জানতে চাই। অন্যকে জানাতে উৎসাহ দিতে চাই।√√ বেতকান্দী√√ √√উল্লাপাড়া√√ √√সিরাজগন্জ্ঞ√√ √√রাজশাহী√√ √√বাংলাদেশ√√

18 responses to “এবার wcc2 ক্রিকেট গেমে টেস্ট ম্যাচে প্রতিপক্ষকে ০০ রানে অলআউট করার স্পেশাল টিউটোরিয়ালটি দেখে নিন”

 1. Sheshir (Contributor) says:

  Ami onek bari korsi

 2. Labib Labib (Author) says:

  Bro, WWC2 এর এমন একটা মোড দেন যেখানে সব স্টেডিয়ান আনলক করা থাবে এবং প্রচুর কয়েন থাকবে!

 3. Silent Boy Sohan Silent Boy Sohan (Contributor) says:

  Wcc 2 কোন Mod version geme স্টেডিয়াম Unlocked থাকা Not possible,,, স্টেডিয়াম Download করতে হয়।

 4. Silent Boy Sohan Silent Boy Sohan (Contributor) says:

  sabbir tomar fb link dao.

 5. ইমরুজ ইমরুজ (Author) says:

  হা,হা,হা……
  ভাইয়া,এত কষ্ট করে খেলার কি দরকার?
  আমার বিপক্ষে তো এমনিতেই ০ রানে অলআউট হয়ে যায়!
  তাছাড়া,সবকিছু আনলক করা তো একদমই সহজ!
  তাও আবার কোনো মোড ডাউনলোড না করেই আর অবশ্যই এটি ননরুট সিস্টেম,ফলে অনলাইনেও খেলা যাবে!

  • Sabbir Hossain Sabbir Hossain (Author) says:

   দয়া করে পোস্ট করেন ভাই। আমি এর আগে যখন একবারে নতুন তখন প্রচুর খুজছি পাইনি। তাই এরকম ভাবেই চালাচ্ছি।

   • ইমরুজ ইমরুজ (Author) says:

    কোথাও পাবেন কিভাবে?
    এসব সিস্টেম অভিজ্ঞতা থেকে বের করা যায়।
    তবে কেউ যদি শেয়ার করে তো,ভিন্ন কথা।
    আপাতত আপনি আমার গ্যাং (BD Demon) এ জয়েন করুন।
    সময়ের অভাবে পোষ্ট লিখতে পারছিনা।

 6. Piom Rox Piom Rox (Contributor) says:

  Vai ami 0 run e all out kori…extra run o deyna….vabsi ekta post dibo..

Leave a Reply