Unnamed


Unnamed


আপনার যদি ইচ্ছা থাকেতাহলে ঘরে
বসেই খুব সহজে কিছু টাকা উপার্জন
করতে
পারবেন। সম্প্রতি সময়ে অনলাইন
থেকে টাকা
উপার্জন করার মাধ্যম গুলির মধ্যে
সবচেয়ে
সহজ উপায় হলো YouTube এ ভিডিও
আপলোড
করে টাকা আয়। আপনিও খুব সহজেই
YouTube
থেকে টাকা উপার্জন করতে
পারেন। আজ
আমরা আপনাকে দেখাবো
কিভাবে YouTube
থেকে খুব সহজে টাকা উপার্জন
করবেন।
ভিডিও তৈরীর জন্য আপনি দুটি
উপায়
অবলম্বন করতে পারেন। প্রথমটি হলো
ভিডিও
ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি
করে YouTube
এ আপলোড এবং ২য়টি হলো
কম্পিউটারের
সাহায্য নিয়ে বিভিন্ন ভিডিও
Editing এর
মাধ্যমে ভিডিও তৈরি করে করে
YouTube এ
আপলোড। তবে ভিডিও তৈরির
আগে একটি
বিষয় মনে রাখতে হবে যে, আপনার
ভিডিওটি
অবশ্যই মজাদার বা শিক্ষনীয় ও
ভালো
মানের হতে হবে। কারও কোন
ভিডিও নকল
করে কিংবা সামান্য পরিবর্তন
করে কাজটি
করা যাবে না। তাহলে আপনি
YouTube এর
কাছে কপিরাইটের দায়ে পেসে
যেতে
পারেন।
বাংলাদেশ থেকে কি আয় করা
সম্ভবঃ এ
বিষয়টি নিয়ে লেখার আগে আমি
অনেক
বাংলা সাইট Research করে
দেখেছি।
বিভিন্ন জন তাদের সাইটে
বিভিন্ন চাতুরীর
কথা লিখেছেন যে, কিভাবে
বাংলাদেশ
হতে YouTube এর মাধ্যমে টাকা
উপার্জন
করতে হয়। আসলে YouTube এর মাধ্যমে
এখনো
বাংলাদেশ থেকে টাকা
উপার্জন করা সম্ভব
নয়। কারণ বাংলাদেশে এখনো
YouTube
Monetization সাপোর্ট দিচ্ছে না।
সে জন্য যে
যতই চাতুরীর কথা বলুক না কেন
সাধারণ কোন
Channel দিয়ে ইউটিউব থেকে
টাকা উপার্জন
করা অাদৌ সম্ভব নয়।
তবে আপনি যদি আপনার YouTube
Channel
টিকে ভালমানের একটি Channel
হিসেবে
YouTube এর কাছে প্রমান করতে
পারেন
তাহলে YouTube আপনাকে তাদের
নিজে
থেকে Monitization এর জন্য অফার
করবে।
কেবল তখনই আপনি বাংলাদেশ
থেকে
YouTube এর মাধ্যমে অনলাইন হতে
টাকা
উপার্জন করতে পারবেন।
YouTube Monetized সাপোর্টকৃত
দেশগুলির নাম দেখে আসতে
পারেন গুগল
থেকে।
 কিভাবে আয় করবেনঃ YouTube
Channel
তৈরীঃ প্রথমেই আপনাকে Gmail ID
এর
মাধ্যমে একটি YouTube Channel
তৈরী করে
নিতে হবে। YouTube.Com এ গিয়ে
Gmail ID এর
মাধ্যমে Signup করলেই আপনার
YouTube
Channel তৈরী হয়ে যাবে।
YouTube Partner হওয়াঃ তারপর
বামপাশের
অপশন হতে My Channel এ ক্লিক করলে
আপনার
YouTube Channel টি দেখতে পাবেন।
আপনার
Channel টির নামের উপরে Video
Manager নামে
আরেকটি অপশন দেখতে পাবেন
সেটিতে
ক্লিক করুন। এখন বামপাশের Channel
অপশনে
ক্লিক করার পর ডানে অনেক অপশন
দেখতে
পাবেন।
সেখানে আপনার নামের পাশে
থাকা Partner
হতে মোবাইল নাম্বার দিয়ে
Partner Verified
করতে হবে।
Partner Verified না করলে আপনার
ভিডিও
গুলিকে Monetized করতে পারবেন
না।
ভিডিও আপলোড করাঃ এখন
আপনার
ভিডিওটি আপলোড করুন। আপলোড
হওয়ার পর
ভিডিওটির নিচের দিকে
Monetized অপশন
দেখতে পাবেন। এখানে Monetize
with ads
অপশনে ঠিক চিহ্ন দিয়ে দিলেই
আপনার
ভিডিওটিতে এখন থেকে Google
বিভিন্ন
বিজ্ঞাপন দেখাবে। তবে সাবধান
কোন
প্রকার কপি করা ভিডিও আপলোড
করবেন
না। তাহলে ইউটিউব যে কোন সময়
আপনার
Monetized অপশন Disable করে দেবে।
AdSense এ Apply করাঃ এখন আপনাকে
আপনার
YouTube Channel এর মাধ্যমে Google
AdSense
এর জন্য আবেদন করতে হবে। এই
AdSense এর
মাধ্যমে আপনি টাকা উত্তোলন
করবেন। এখন
আবার বামপাশের Channel অপশন
হতে
Monetization অপশনে ক্লিক করে
ডানপাশে
Enable Monetization বাটন হতে
Monetization
একটিভ করে নিতে হবে। তারপর
নিচের দিকে
How Will Paid নামে আরেকটি অপশন
পাবেন।
সেখানে associate an AdSense account
এ ক্লিক
করে Next ক্লিক করে আপনার Gmail ID
এর
মাধ্যমে লগইন করে যাবতীয় তথ্য
দিলেই
আপনার AdSense Request চলে যাবে।
এখন ২-৩ দিনের মধ্যে আপনার
AdSense Approve
এর মেইল আপনার ইনবক্সে চলে
আসবে।
 কিভাবে এই আয় বাড়াবেনঃ
ভিডিওটির
বর্ণনা দেয়াঃ নতুন ভিডিও
আপলোড করার পর
সাথে সাথে ভিডিওটি সম্পর্কে
তার নিচে
বর্ণনা দিয়ে দেবেন। তাহলে
YouTube সহজে
আপনার ভিডিওটি সম্পর্কে ধারনা
পেয়ে
যাবে। এতেকরে YouTube
নির্ধারিত
টপিক অনুযায়ী ভিজিটদের কাছে
ভিডিওটি
পৌছে দেবে।
নিয়মিত ভিডিও তৈরীঃ
নিয়মিত নিত্য নতুন
ভালমানের ভিডিও আপলোড করার
চেষ্টা
করবেন। তাহলে আপনার Channel টির
Viewer
বাড়তে থাকবে। আর Viewer বাড়া
মানেই
হচ্ছে আপনার আয় বেড়ে যাওয়া।
ভিডিও শেয়ার করাঃ ভিডিও
পাবলিশ করার
পর বিভিন্ন সামাজিক
যোগাযোগের মাধ্যম,
যেমন-ফেইসবুক, টুইটার, গুগল প্লাস
ইত্যাদি
সাইটগুলিতে আপনার ভিডিও
শেয়ার করতে
পারেন।
ব্যাক লিংক তৈরীঃ আপনি যে
বিষয় নিয়ে
ভিডিও টিউটোরিয়াল বা
ভিডিও তৈরী
করছেন এরকম অন্য জনপ্রিয়
সাইটগুলিতে
আপনার ভিডিওটির লিংক দিয়ে
দিত
পারেন। এতে করে সেখান
থেকেও আপনার
সাইটে প্রচুর ভিজিটর পেয়ে
যাবেন।

31 thoughts on "জেনে নিন কিভাবে YouTube এ Video Upload করে টাকা আয় করবেন"

    1. rajib rajib Contributor Post Creator says:
      thanx
    2. Md.Rakibul hasan Contributor says:
      Verified করছি কিন্তি Monetized অপশন আসে না কি কারবো হেল্প ভাই
    3. rajib rajib Contributor Post Creator says:
      call me 01761423712
    4. Notification Subscriber says:
      যারা এখোনো Freenom থেকে Gq,Ga,Cf,Tk Domain Register করতে পারেন না। তাদের জন্য একটি মেগা পোস্টঃ
      MasterKing.ga
  1. #Rasel Contributor says:
    amar 5 ta video te 300-400 kore view ase ami adsense pabo ki
    1. rajib rajib Contributor Post Creator says:
      hammm paben amar sathe jogajog korun
    1. rajib rajib Contributor Post Creator says:
      thanx
  2. mdkibro Contributor says:
    কপিরাইটের দায়ে পেসে গেলে Video ta ki kurbo
    1. Dx Ratul Contributor says:
      কপি রাইট এর সমস্যা টি নিয়ে আমি পোস্ট করবো
  3. Alrt For all! Contributor says:
    Really Nice post.
    1. rajib rajib Contributor Post Creator says:
      thanx
  4. Arafatkhan Contributor says:
    ভাই mobizen screen recorder কিভাবে boster mode active korbo.
  5. Showeb Contributor says:
    Bro master card pabo kivabe…jana thakle bolen plz
    1. Arif Khan Contributor says:
      fb contact me
    2. Showeb Contributor says:
      Link plz
    3. Arif Khan Contributor says:
      fb.com/arif.khan.7500
    4. rajib rajib Contributor Post Creator says:
      facebook.com/wabmaster.sojib
    5. Wizard master Contributor says:
      vaia, amaro master card & google gift card lagbe…
    6. Arif Khan Contributor says:
      fb te asen
    7. rajib rajib Contributor Post Creator says:
      call me 01761423712
    8. rajib rajib Contributor Post Creator says:
      facebook.com/wabmaster.sojib
    1. rajib rajib Contributor Post Creator says:
      thanx
  6. MD SHAWON Author says:
    Apnr ai 2 lime post deye youtube a kaj kore sofol hoya jabe…apni ki tay mone hoy?
  7. bappu24 Contributor says:
    apnar fb id ta den bro??
    1. rajib rajib Contributor Post Creator says:
      facebook.com/wabmaster.sojib
  8. kh0ka Contributor says:
    vai kew amake ekta adsense creat kore diben plz……ami parchi na
    1. Hasan Mamun Contributor says:
      contact korun kore dibo
      facebook.com/mmhasan.mamun

Leave a Reply