আজ আমি হাজির হলাম কিছু
Facebook Tricks নিয়ে।
.
অনেকেই আমকে ফেইসবুকেই বেশ কিছু সমস্যা নিয়ে আমার কাছে সাহায্য চেয়েছেন। আজ, সব সমাধান এক পোস্টে নিয়ে আসলাম যাস্ট আপনাদের জন্য। আশা করি আর প্রব্লেম পোহাতে হবে না কখনো।
.
নিচের তথ্যগুলো জেনে নিন….
.
ফেসবুকে আপনি –
.
(১) সর্বোচ্চ ৬০০০ গ্রুপের
মেম্বার হতে পারবেন।
.
(২) সর্বোচ্চ ৫০০০ ফ্রেন্ড
অ্যাড করতে পারবেন।
.
(৩) সর্বোচ্চ ৫০০০ পেজ লাইক
করতে পারবেন।
.
(৪) একটি ছবিতে সর্বোচ্চ ৫০ জন ব্যক্তি বা পেজকে ট্যাগ করতে
পারবেন।
.
(৫) সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে
চ্যাট গ্রুপ তৈরী করতে পারবেন।
.
(৬) লাইক দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট
কোন সীমানেই। তবে প্রতি ৭ মিনিট পরপর একবারে ৪০ টি করে লাইক দিলে ব্লক হবেন না। সারাদিন ধরে করা যাবে।
.
(৭) ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর
নির্দিষ্টকোন সীমা নেই। এটা
নির্ভর করে একসেপ্ট করার
পারসেন্টেজের উপর।
.
পাঠালেন ৫০ জনই রিজেক্ট করলো। তখন আপনি ব্লক
হবেন। তবে এটা ১০০% হতে হবে তেমন নয়। বলা যায় ৮০% হলেই হয়।
.
(৮) আপনি কোন কিছুতে ব্লক হলে যেমন লাইক,টিউমেন্ট ,মেসেজ, রিকোয়েস্ট পাঠানো, গ্রুপে ফ্রেন্ড অ্যাড ইত্যাদি ক্ষেত্রে।
.
সেই ব্লকের মেয়াদ কতদিন বাকি
আছে জানতে Setting > বামে নিচে support inbox এ ক্লিক করুন।
.
(৯) কাউকে ক্লোজ ফ্রেন্ড লিস্টে
রাখতে মোবাইল থেকে timeline > একেবারে নীচে see friend list > close friend বক্সে টিক দিয়ে done করুন।
.
(১০) একটি আইডি থেকে আপনি আনলিমিটেড পেজ role/ manage করতে পারবেন।
.
(১১) 60 দিনের আগে নাম চেন্জ করতে Setting> General> Name edit > নীচের দিকে নীল রঙের Learn more > আবারও নীচে learn more > let us know > যে নাম দিতে চান
বক্সে লিখুন।
.
1st এবং last name অবশ্যই
লিখতে হবে। middle name না লিখলেও হবে > Reason forthis change > Legal Name Change>Choose এ ক্লিক করে যেকোনো একটি ফটো আপলোড করে send করে দিন।
.
৭২ ঘন্টার ভিতর নাম চেঞ্জের
অপশন আসবে। তখন চেন্জ করতে পারবেন।
.
(১২) মোবাইল থেকে পেজের
অ্যাডমিন করতে প্রথমে page এ
যান > ডানে more > edit
setting> page roles >
add person to page >
বক্সে নাম সার্চ করে সিলেক্ট করুন
> set as admin >ফেসবুক
পাসওয়ার্ড দিয়ে continue >
অপশন গুলো থেকে যেটা করতে চান সিলেক্ট করে add এ ক্লিক করুন।
.
(১৩) পিসি থেকে auto video play অফ করতে
settings & privacy > বাম পাশে নীচে Videos>auto play
videos > default করা আছে off করে দিন। এটা মোবাইলে ব্রাউজারে ডেক্সটপ ভিউ দিয়েও করা যায়।
(১৪) আপনার মৃত্যুর পর Real
ID বাঁচিয়ে রাখতে উত্তরাধিকার
সূত্রে কাউকে উইল করতে
settings> security > নীচে legacy contact > নাম সার্চকরে সিলেক্ট করে দিন।
.
(১৫) পিসিতে একবারে ১০ টি করে ট্যাগ রিমুভ করতে timeline > view activity log > বামে নিচে photos > photos
of you > টিক দিয়ে ১০ টি ট্যাগ সিলেক্ট করুন।ডানে উপরে লক্ষ্য করুন report/remove tags
> I want the photosun
tagged > Untag photos এ ক্লিক। এটা
মোবাইলে ব্রাউজারে ডেক্সটপ ভিউ
দিয়েও করা যায়।
.
(১৬) অন্য কারো পিসি বা মোবাইল থেকে আপনার আইডিতে লগইন করলেন। কিন্তু লগআউট করতে ভুলে গেলেন!
এক্ষেত্রে অন্য কেউ আপনার আইডিতে ঢুকে ঝামেলা করতে পারে।
.
করণীয় হলো Settings >
security > active
sessions >last accessed এর বক্সে টিক দিয়ে remove selected করে দিন। লগ আউট হয়ে যাবে।
.
(১৭) যে সেটিংগুলো করতে ডেক্সটপ প্রয়োজন সেগুলো মোবাইলে Mozilla,
Chrome ব্রাউজার ইনস্টল দিয়ে request desktop site অপশন সিলেক্ট করে করা যায়
.
➡ ফেসবুক সংক্রান্ত যে কোন ফ্রী হেল্প এর জন্য যোগাযোগ করুন।
Tricks Credit Goes To SHISHIR vai…
16 thoughts on "Facebook এর সকল খুটি-নাটি সমস্যা ও সমাধান। সবাই দেখুন। না দেখলেই মিস করবেন। ]HOT]"