আমি  জানি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় ফেসবুক গ্রুপে জয়েন করে নিয়েছেন এবং এখন আপনারা সেসব গ্রুপ থেকে জাস্ট একটা ক্লিকেই লিভ নিতে চাচ্ছেন । তো আজকে আমি আপনাদের সাথে এরকমই একটা ট্রিক শেয়ার করবো যাতে আপনারা খুব তাড়াতাড়ি এসব গ্রুপ থেকে লিভ নিতে পারেন ।

কিভাবে এক ক্লিকেই সকল অপ্রয়োজনীয় ফেসবুক গ্রুপ থেকে লিভ নিবেন?

(কোথাও বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিওটি দেখে নিতে পারেন )

এই ট্রিকটা আমি আপনাদেরকে আমার কম্পিউটার থেকে দেখাতে পারতাম কিন্তু আমি আমার মোবাইল থেকে দেখাবো যাতে মোবাইল এবং কম্পিউটার ইউজার দুইজনই এই ট্রিকটা এপ্লাই করতে পারেন ।

আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে Kiwi Browser টি ডাউনলোড করে নিতে হবে [ এখান থেকে ]
আর কম্পিউটার ইউজার হলে ডাউনলোড করা লাগবে না, তবে আমি আপনাকে সাজেস্ট করবো ক্রোম ব্রাউজারটা ইউজ করার জন্য

তারপর আপনার কিউই ব্রাউজারে Multiple Tools For Facebook এই Extension টা এড করে নিবেন [ এখান থেকে ]

image

তবে এই এক্সটেনশনটা যে ব্রাউজারে ইউজ করবেন সেই ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটি লগিন করা থাকতে হবে, না হয় এই এক্সটেনশন কাজ করবে না । তাই আপনার যদি ফেসবুকে লগিন করা না থাকে [এখান থেকে] ফেসবুকে লগিন করে নিন ।

 

তারপর, আপনারা কিউই ব্রাউজারের থ্রি ডট আইকনে ক্লিক করে Multiple Tools For Facebook এক্সটেনশনটা সিলেক্ট করবেন

image

 

তারপর, ক্রস বাটনে ক্লিক করবেন

image

তারপর Tools > Groups Scanner

image

তারপর ব্রাউজারের থ্রি ডট মেনুতে ক্লিক করে Desktop Site এ টিক দিবেন

image

তারপর Search বাটনে ক্লিক করুন

image

তারপর আপনারা 10 Rows নামে একটা অপশন পাবেন । এখান থেকে আপনি যত রো সিলেক্ট করবেন ততটা গ্রুপ আসবে ।
তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ১০০ টা রো সিলেক্ট করবেন । তাহলে একসাথে ১০০ গ্রুপ থেকে লিভ নিতে পারবেন ।
তবে ভুলেও All Rows সিলেক্ট করবেন না, অনেকেই এই All Rows সিলেক্ট করে একদিনেই সব গ্রুপ থেকে লিভ নিতে চান ।
অতিরিক্ত কোন কিছুই ভালোনা, এর ফলস্বরূপ তাদের ফেসবুক আইডি লকে পরে যায় বা ভাগ্য খারাপ থাকলে ডিজেবল হয়ে যায় ।
কিন্তু প্রতিদিন ১০০ টা গ্রুপ থেকে লিভ নিলে কোন সমস্যাই হয়না এবং এতে কিছুদিন পর আপনার সব অপ্রয়োজনীয় গ্রুপ লিভ নেওয়া হয়ে যাবে।

 

image

একশ রো সিলেক্ট করার পর নিচের মার্ক করা অপশনে ক্লিক করলে সবগুলো গ্রুপ সিলেক্ট হয়ে যাবে

 

image

তারপর লিভ বাটনে ক্লিক করলেই দেখবেন সব গ্রুপ থেকে লিভ নেওয়া শুরু হয়ে গেছে । তবে  এখানে একটা জিনিস আমার ভালো লাগছে সেটা হলো আপনারা চাইলেও Admin থাকা গ্রুপ থেকে লিভ নিতে পারবেন না এই টুল দিয়ে । সো এডমিনশিপ হারানোর ভয় নাই ।

image

তবে সবশেষে একটাই রিকোয়েস্ট থাকবে প্রতিদিন ১০০ করে লিভ নিন । একদিনেই সব গ্রুপ থেকে লিভ নিবেন না ।

প্র্যাক্টিকালি যদি দেখতে চান তাহলে নিচের ভিডিওটা দেখতে পারেন:

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★ফেসবুক লগিন কোড না আসলে করণীয়

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★নিয়ে নিন মোবাইল দিয়ে অডিও,ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সেরা Videoder এপের প্রিমিয়াম ভার্সন! ?

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ নিয়ে নিন কম্পিউটারে Screen Record করার জন্য বেস্ট একটি এপ । সাথে স্ক্রিন রেকর্ড করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন! (For Windows Linux and Mac Users)

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

 

 

10 thoughts on "এক ক্লিকেই সকল অপ্রয়োজনীয় ফেসবুক গ্রুপ থেকে লিভ নিন | Leave All Facebook Group in One Click"

  1. Alan Walker Contributor says:
    এইটা ইউজে ফেবুতে প্রবলেম হবে না তো?
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      আমি যেভাবে বলেছি সেভাবে করলে কোন সমস্যা হবেনা ।
      কিন্তু একদিনে All Rows সিলেক্ট করে লিভ নিতে গেলে লক হতে পারে। তাই প্রতিদিন ১০০ টা গ্রুপ থেকে লিভ নেন ।
  2. Shakib Prodhan Contributor says:
    ফেসবুক লিংকটা দিন??? প্লিজ
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      জি ভাইয়া পোস্টের শেষে দেওয়া আছে, তারপরও=> https://www.facebook.com/MahbubDev/
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Welcome brother ??
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Welcome bro ??
  3. Ratul Sohag Contributor says:
    ট্রাই করলাম হলো না বা বুঝলাম না।
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      বুঝতে অসুবিধা পোস্টের নিচ থেকে ভিডিওটি দেখতে পারেন ।

      তাছাড়া,আমাকে ফেসবুকে স্ক্রিনশট পাঠাতে পারেন => https://www.facebook.com/MahbubDev/

Leave a Reply