বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাপ আনতে ব্যস্ত সময়
পার করছেন মাইক্রোসফটের প্রধান
নির্বাহী সত্য নাদেলা। করটানার
মতো ব্যক্তিগত সহকারী সফটওয়্যার,
ইন্টারনেটে চ্যাট করার জন্য দরকারি
বুদ্ধিমান অ্যাপ, ভার্চ্যুয়াল
রিয়েলিটি গ্লাসের মতো নানা
প্রযুক্তি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন
তিনি। কিন্তু যখন কাজের সঙ্গে
ব্যক্তিগত ও পারিবারিক জীবনের
সমন্বয়ের বিষয় আসে, তখন প্রযুক্তির
প্রতি আমাদের এই আকর্ষণ খুব বেশি
কাজে আসে না বলেই মনে করেন সত্য
নাদেলা। তিনি কাজ ও জীবনের
ভারসাম্যে বিশ্বাসী নন; বরং কাজ ও
জীবনের সমন্বয়ে বিশ্বাসী। ব্যবসা ও
প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট বিজনেস
ইনসাইডারকে দেওয়া এক
সাক্ষাৎকারে এ জীবনদর্শনের কথা

বলেছেন মাইক্রোসফটের প্রধান
নির্বাহী কর্মকর্তা।

নাদেলা বলেন, ‘জীবনে ভারসাম্য
বলে কিছু নেই। এটা বরং আমার জীবন ও
কাজকে কীভাবে সমন্বয় করা যায়, সে
বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা কাজের
ক্ষেত্রে প্রচুর সময় ব্যয় করি, কাজ নিয়ে
প্রচুর ভাবি। তাই আমাদের কাজ কতটা
অর্থবহ এবং আমাদের বিশ্বাসের সঙ্গে
কতটা যায়, সে বিষয়টি গুরুত্বপূর্ণ। কিন্তু
যখন পরিবারের সময়-সময় কাটানোর কথা
আসে, তখন আমাদের মোবাইল ফোনের
প্রতি কম গুরুত্ব দিয়ে সত্যিকারের
জগতের দিকে বেশি গুরুত্ব দিতে হবে।
অর্থাৎ, মোবাইল ফোন বা ই-মেইল
নিয়ে চিন্তা না করে পরিবার বা
বন্ধুদের প্রতি পূর্ণ মনোযোগ দিতে
হবে।’

সত্য নাদেলা বলেন, ‘অনেক সময় দেখি,
রাতের খাবার টেবিলেও অনেকে
মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে।
এটি সত্যিই দুঃখজনক।’
মোবাইল ফোনের অতি

প্রয়োজনীয়তার বিষয়টিকে ‘তথ্য
হারানোর উদ্বেগ’ বলে উল্লেখ
করেছেন সত্য নাদেলা। তিনি বলেন,
মাইক্রোসফটের নতুন প্রজন্মের বুদ্ধিমান
ও কথোপকথন চালানোর সফটওয়্যার এ
সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

মিটিংয়ে পৌঁছাতে দেরি হলে
আগে থেকে ঠিক করে রাখা
প্রোগ্রাম অনুযায়ী স্বয়ংক্রিয় কল করা,
বার্তা পাঠানোর কাজটি সেরে
ফেলবে। গাড়ি চালানোর সময় আর
মোবাইলে কথা বলা বা বার্তা
পাঠানোর মতো ঝুঁকি নিতে হবে না।

Leave a Reply