আসসালামুয়ালাইকুম

মহান আল্লাহ্‌ তায়া লার নামে শুরু করছি _

আমাদের এই পোষ্ট এর শিরোনাম ছিল ঃ আর্মির বেতন কত ? সেনাপ্রধান এর বেতন কত ?সেনাবাহিনীর সব গুলো পদবীর বেতন জেনে নিন।Army Salary/Pay scale 2019

[ আমার পুর্বের ডিফেন্স সম্পর্কে পোষ্ট করার পর অনেকে কমেন্ট করে প্রতিনিয়ত পোষ্ট করার জন্য সময়ের অভাবে প্রতিনিয়ত না পারায় আমি চেষ্টা করবো পোষ্ট করার ]

” সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে “

বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান দিয়ে শুরু করলাম আজকের সংক্ষিপ্ত আলোচনা _

সেনাবাহিনীকে সাধারনত ৩ ভাগে ভাগ করা হয়েছে

  • N.C.O – Non Commissioned Officer 

J.C.O- Junior Commissioned Officer

  • C.O- Commissioned Officer

সৈনিক থেকে সার্জেন্ট এদের কে NCO বলা হয়

ওয়ারেন্ট অফিসার থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার এদের কে J.C.O বলা হয়

অনারারী লেফটেন্যান্ট থেকে জেনারেল এদের কে C.O বলা হয়

[ সেকেন্ড লেফটেন্যান্ট পদবীটি এখন আর ব্যবহৃত হয়না ]

আমাদের ১ম পর্বে আজকে সৈনিক থেকে অনারারী লেফটেন্যান্ট পদবী এর বেতন নিয়ে আলোচনা করবো

বিদ্রঃ প্রত্যেক জনের বেতনস্কেল যা হবে অনন্যা ভাতা সহ তার বেতন দ্বিগুণ হবে অর্থাৎ সৈনিক এর মূল বেতন যদি হয় ৯,০০০ টাকা সে ভাতা সহ পাবে ১৮,০০০ টাকা ]

NCO বেতনস্কেল

রিকুট (সৈনিক) ঃ ৯০০০- ৯৫০০ (নির্ধারিত)

সৈনিক ঃ ৯৫০০ – ২১,৫০০০

ল্যান্স কর্পোর‍্যাল ঃ ১০,২০০ – ২৪,০০০

কর্পোর‍্যাল ঃ ১১,০০০ – ২৬,৫০০

সার্জেন্ট ঃ ১৬,০০০ – ৩৮,৫০০

JCO বেতনস্কেল

ওয়ারেন্ট অফিসার ঃ ২২,০০০ – ৪৮,০০০

সিনিয়র ওয়ারেন্ট অফিসার ঃ ২২,২৫০ – ৫০,৪৬০

মাস্টার ওয়ারেন্ট অফিসার ঃ ২২,৫০০ – ৫৩,০০০

CO বেতনস্কেল

অনারারী লেফটেন্যান্টঃ ৩৮,৪০০- ৮০ (নির্ধারিত)

অনারারী ক্যাপ্টেন ঃ ৪২,৮০০- ৯০ (নির্ধারিত)

বিদ্রঃ বেতন শিট এর হুবুহ কপি দেয়া নিষেধ – প্রত্যেক চাকরির একটি গোপনীয়তা থাকে যেটি বাহিরে প্রকাশ করা নিষেধ সুতরাং – যে, বেতন গুলা দেয়া হয়েছে তার সব গুলাতে ২০০টাকা থেকে ২,০০০ টাকার কম বেশি হতে পারে ]

রিলেটেড পোষ্ট ঃ

[ আমার এর আগের পোষ্ট টি একজন কপি করে তার ফেসবুক Group এ পোষ্ট করেছে কিন্তু সে Trickbd এর ক্রেডিট ও দেয় নি আমার নিজের ক্রেডিট ও দেয় নি – তাই বলবো  _কেও কপি করলে ক্রেডিট দিবেন ]

 

(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)

বিদ্রঃ ডিফেন্স জব অথবা মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং পপুলার সব জব এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে  আমাদের চ্যানেল টি ভিসিট করতে পারেন।

(ভালো লাগলে Subscribe করবেন)

(আমাদের চ্যানেল এ ১০০ সঠিক তথ্য প্রভাইট করা হয়)

আমাদের চ্যানেল – Career Messages 

(আমার ম্যাসেঞ্জার GROUP  এ জয়েন হয়ে থাকতে পারেন যখন সার্কুলার হবে GROUP  এ জানিয়ে দিবো _

 এবং  যে কোন প্রশ্ন এর উওর দেয়া হয়ে থাকে (বিদ্রঃ সুধুমাএ জব রিলেটেড GROUP  এটি)

লিংক – (Career Messages)

যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্‌ উওর দিবো।

আল্লাহ্‌ হাফেজ 

6 thoughts on "আর্মির বেতন কত ?সেনাপ্রধান এর বেতন কত ?সেনাবাহিনীর সব গুলো পদবীর বেতন জেনে নিন।Army Salary/Pay scale 2019"

    1. IshFaQ Subscriber Post Creator says:
      thanks
  1. Emrus Legend Author says:
    অসাধারণ।
    1. IshFaQ Subscriber Post Creator says:
      thanks
  2. Safaeit Hossain Author says:
    Offer na bro it’s “Officer”
    1. IshFaQ Subscriber Post Creator says:
      sry bro…type mistake bujte pare ni….now thik asa nd thnx

Leave a Reply