XML Sitemap Generator Tool For Blogger
ইতোমধ্যে আমি কিছু টুল এর স্ক্রিপ্ট শেয়ার করেছি যেগুলো আপনারা ব্লগিং করেন তাদের জন্য দরকারি।ব্লগার এর জন্য টুলস এর স্ক্রিপ্ট গুলো মূলত html,css,javascript দিয়ে হয়ে থাকে।তাই তেমন বেশি টুলস দেখা যায় না।অনেক সময় অনেক php টুল আমাদের ভালো লাগে।কিন্তু ওয়ার্ডপ্রেস এ ব্লগিং না করার কারণ আমাদের ইচ্ছে হয় অমন টুল আমাদের ব্লগার ব্লগে ইউজ করার জন্য।
তেমনি কিছু দরকারী টুলস এর স্ক্রিপ্ট আমি শেয়ার করেছি।আশা করি পরবর্তীতেও এমন টুলস গুলো শেয়ার করতে পারবো।নতুন টুলস পেলেই টা আপনাদের সাথে শেয়ার করবো।
আজকের পোস্ট টপিক ব্লগারের জন্য আরেকটি টুল XML Sitemap Generator নিয়ে।
XML কি সেটা সম্ভবত আপনার জানা আছে।ব্লগিং করলে XML সম্পর্কে আপনার অবশ্যই ধরনা থাকতে হবে।কারণ আমরা আমাদের ব্লগার সাইট গুগলে ইনডেক্স করার জন্য Google Search Console এ সাবমিট করে থাকি।আর আমাদের সাইট সার্চ কনসোলে সাবমিট করার পর দরকার হয় xml sitemap সাবমিট করার।
XML Sitemap কী?
XML Sitemap ওয়েবমাস্টারদের হেল্প করে তাদের ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে ইনডেক্স করার জন্য।কোনো ওয়েবসাইটের XML Sitemap হলো সেই ওয়েবসাইটের সবগুলো পোস্টের লিংক এর লিস্ট।যেগুলো সার্চ ইঞ্জিনের crawler দের crawl এবং index করতে সাহায্য করে।
XML Sitemap crawlers দের যেমন : GoogleBot,BingBot, etc এদের সাহায্য করে আপনার ওয়েবসাইটের পেজ খুঁজে সেগুলো ইনডেক্স করার জন্য।
আপনি হয়তো বুঝেছেন আপনার XML Sitemap দরকার গুগল/অন্যান্য সার্চ ইঞ্জিনে আপনার সাইট ইনডেক্স করার জন্য।আজকে একটি টুল এর স্ক্রিপ্ট শেয়ার করবো যেটি দিয়ে আপনি আপনার ব্লগার সাইটেই একটি XML Sitemap জেনারেটর বানাতে পারবেন।
আমি ইতোমধ্যে অনেক টুল এর স্ক্রিপ্ট শেয়ার করেছি।আপনারা চাইলে সেখান থেকে আপনাদের দরকারি টুল এর স্ক্রিপ্ট কালেক্ট করে নিয়ে সেটি ইউজ করতে পারেন আপনার ব্লগার ব্লগে।
আমার শেয়ার করা আগের টুলস গুলো :
- Age Calculator Script for Blogger
- How to add Internet Speed Meter in Blogger
- Youtube Video Downloader Script For Blogger
- Google Drive Direct Download Link Generator For Blogger
- Create Logo Maker Website in Blogger
- How to create Disclaimer Generator Tool for Blogger
- How to create stylish text generator website in blogger
- YouTube Video Thumbnail Downloader
- WhatsApp QR Code Generator For Blogger
- Terms And Conditions Generator For Blogger
আপনার প্রয়োজনীয় টুলস ব্লগারে ব্যবহার করতে উপরে দেয়া লিংক থেকে পোস্টগুলো দেখতে পারেন।
এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ব্লগার সাইট সুন্দর একটি XML Sitemap Generator টুল ইনস্টল করবেন।অন্যান্য টুল ইনস্টল করার মতো করে এটিও ইনস্টল করতে হয়।
নিচে থেকে ডেমো দেখে নিন এই স্ক্রিপ্টটির।যদি ভালো লাগে তবে স্ক্রিপ্টটি ডাউনলোড করে নিন নিচে দেয়া ডাউনলোড লিংক থেকে।
স্ক্রিপ্টটির স্ক্রীনশট নিচে দিলাম :
এখন আমার ওয়েবসাইট এর ইউআরএল (লিংক) দিলাম Sitemap জেনারেট করার জন্য।এবং Generate বাটনে ক্লিক করলাম।
দেখুন XML Sitemap জেনারেট হয়ে গেছে।আপনি এখন এটি কপি করে আপনার সাইটে ইউজ করতে পারেন।
এখন নিচের স্টেপগুলো ফলো করুন XML Sitemap Generator Tool স্ক্রিপ্ট আপনার ব্লগার সাইটে ইনস্টল করার জন্য।
Step 1 : প্রথমে যাবেন Blogger এ।তারপর যাবেন Pages এ।
Step 2 :তারপর +(plus) আইকনে ক্লিক করবেন।
Step 3 :এখন এখানে ক্লিক করুন।
Step 4 :তারপর HTML VIEW অন করে দিন।
Step 5 :এখন ইচ্ছে মত একটি টাইটেল দিন।
তারপর আপনার ডাউনলোড করা কোডগুলো পেস্ট করে পেজ/পোস্টটি পাবলিশ করে দিন
আপনার পাবলিশ করা পেজ/পোস্টটি ভিজিট করে দেখুন আপনার ব্র্যান্ড নিউ XML Sitemap Generator টুল রেডি।
আশা করি সবকিছু ঠিক ভাবে করতে পেরেছেন।তবু যদি কোনো সমস্যা হয় তবে কমেন্ট বক্সে জানাতে পারেন।
পোস্টটি ভালো লাগলে একটি লাইক দিবেন।যদি উপকারে আসে তবে আমার লেখা গুলো সার্থক।
লেটেস্ট ব্লগিং টিপস পেতে ভিজিট করুন : Blogpen
22 thoughts on "ব্লগারের জন্য XML Sitemap Generator Tool."